ETV Bharat / state

Allegation against Mamata: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে মামলা দায়েরের আর্জি হাইকোর্টে

author img

By

Published : Mar 15, 2023, 12:30 PM IST

Mamata Banerjee ETV Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Allegation against Mamata) বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে স্বতস্ফূর্ত মামলা (Mamata Banerjee Latest News) দায়ের করার আর্জি জানানো হল কলকাতা হাইকোর্টে ৷

কলকাতা, 15 মার্চ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে (Allegation against Mamata) আদালত অবমাননার অভিযোগ (Contempt of court case) এনে মামলা করার আর্জি জানানো হল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court News)। এ ব্যাপারে বিচারপতি টিএস শিবাগনানমের দৃষ্টি আকর্ষণ করে স্বতঃপ্রণোদিত আদালত অবমাননার মামলা দায়ের করার আবেদন জানানো হয়েছে । তার প্রেক্ষিতে আগামিকালের মধ্যে হলফনামা দাখিল করার পরামর্শ দিয়েছেন বিচারপতি ।

গতকাল আলিপুর আদালতে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee Latest News) বক্তব্যের একটি অংশ নিয়ে অভিযোগ জানান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য । তিনি সংবাদপত্র থেকে পড়ে শোনান মুখ্যমন্ত্রীর বক্তব্য । অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে, "প্রধান বিচারপতি এখানে নেই, আমি সুব্রতদাকে বলব যিনি এখানে আছেন,এটা আমার ব্যক্তিগত মত, দয়া করে এত সহজে চাকরি কেড়ে নেবেন না ৷" বক্তব্যের এই অংশ-সহ একাধিক অংশ নিয়ে অভিযোগ আনা হয়েছে । চাকরি বাতিল নিয়ে একাধিক মন্তব্য ঘিরেই অভিযোগ জানান বিকাশরঞ্জন ভট্টাচার্য ।

উল্লেখ্য, শিক্ষা সংক্রান্ত মামলায় সিঙ্গল বেঞ্চের রায়ে অখুশি হলে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন মামলাকারীরা । গ্রুপ সি, গ্রুপ ডি, প্রাথমিক, নবম ও দশম শ্রেণির সব মামলা বিচারপতি তালুকদারের ডিভিশন বেঞ্চেই বিচারাধীন । বিগত কয়েকমাস ধরে গ্রুপ-ডি, গ্রুপ-সি, নবম-দশমের শিক্ষক নিয়োগ-সহ একাধিক মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি বিশ্বজিৎ বসু কয়েক হাজার চাকরিরত প্রার্থীদের চাকরি থেকে বরখাস্ত করেছেন । সিবিআই ইডির তদন্তে প্রতিদিন নতুন নতুন দুর্নীতি সামনে আসছে । এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য তাৎপর্যপূর্ণ । বিশেষত সামনে যখন পঞ্চায়েত নির্বাচন ।

আরও পড়ুন: চাঁদের কলঙ্ক থাকতে পারে মমতার কোনও দাগ নেই, দুর্নীতি প্রসঙ্গে বললেন ফিরহাদ

এর আগেও মুখ্যমন্ত্রী চাকরিহারাদের পুনরায় চাকরি দেওয়া হবে বলে মন্তব্য করেছিলেন । যার যেরে আদালতে এই নিয়ে তর্কবিতর্ক শুরু হয়েছিল । এ বার ফের নতুন বিতর্কের সুত্রপাত হল । আইনজীবী বিকাশরঞ্জন ভট্রাচার্যের অভিমত, রাজ্যের মুখ্যমন্ত্রী পদে আসীন থেকে তিনি আসলে দুর্নীতিকেই প্রশ্রয় দিচ্ছেন । এ ব্যাপারে ডিভিশন বেঞ্চ মামলাকারীদেরকে হলফনামা দিয়ে বক্তব্য জানাতে বলেছেন । আগামিকাল ঠিক হবে এই মামলা গ্রহণযোগ্য হবে কি না ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.