ETV Bharat / state

জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ অ্যাপ ক্যাব সংগঠনের

author img

By

Published : Jun 10, 2021, 10:57 PM IST

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম অনেকটাই কম ৷ এই পরিস্থিতিতে অবিলম্বে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণ করার দাবি জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করে সিআইটিইউ অনুমোদিত কলকাতা ওলা-উবের ক্যাব অপারেটর এন্ড ড্রাইভারস ইউনিয়ন ৷

App Cab Owners Association
ছবি

কলকাতা, 10 জুন : জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কেন্দ্রের নীতির কটাক্ষ করে আজ অ্যাপ ক্যাব সংগঠন একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে । বিক্ষোভ মঞ্চ থেকে তারা সাফ জানিয়ে দিয়েছে যে আগামী 16 তারিখে মধ্যে যদি সরকারের তরফে কোনও পদক্ষেপ না করা হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনের পথেই হাঁটবে ।

অ্যাপ ক্যাবগুলির ক্ষেত্রে এমনিতেই করোনাকালে যাত্রী সংখ্যা একেবারে তলানিতে এসে ঠেকেছে ৷ তারপর জ্বালানির অস্বাভাবিক দামের একেবারে জেরবার অবস্থা ।

সিআইটিইউ অনুমোদিত কলকাতা ওলা-উবের ক্যাব অপারেটর এন্ড ড্রাইভারস ইউনিয়নের বক্তব্য, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম অনেকটাই কম ৷ অথচ বিজেপি সরকার জ্বালানি তেলের দাম কমানোর পরিবর্তে প্রায় প্রতিদিনই বাড়িয়ে চলেছে । তাই সংগঠনের তরফে অবিলম্বে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণ করার দাবি জানানো হয় ।

আরও পড়ুন : অগ্নিমূল্য জ্বালানি, ভাড়া বৃদ্ধির দাবিতে ট্যাক্সি সংগঠনের ধর্মঘট

সংগঠনের তরফে ইন্দ্রজিৎ ঘোষ বলেন যে, "পেট্রলের দাম প্রায় 100 টাকা ও ডিজেলের দাম প্রায় 90 টাকা ছুঁইছুঁই । আমাদের দেশের বহু রাজ্যে পেট্রলের দাম 100 টাকা পার হয়ে গিয়েছে। আমরা জানি যে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের ট্যাক্সের কারণে জ্বালানির মূল্যবৃদ্ধি হয়েছে । আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম হওয়া সত্ত্বেও আমাদের দেশে জ্বালানির দাম হু হু করে বাড়ছে । আমাদের দেশের তুলনায় অন্যান্য দেশে যেমন নেপাল বা বাংলাদেশে পেট্রল ও ডিজেলের দাম কম । পেট্রল ও ডিজেলের দাম না কমলে আগামী 16 তারিখের পর আমরা আরও বড় আন্দোলনে নামব।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.