ETV Bharat / state

ব্যতিক্রমী বিদ্বজ্জন বুদ্ধদেবের মৃত্যুতে শোকাহত অপর্ণা, বিকাশ

author img

By

Published : Jun 10, 2021, 5:20 PM IST

21টি পূর্ণদৈর্ঘ্যের ছবি করার পাশপাশি তথ্যচিত্র ও দূরদর্শনের জন্যও একাধিক কাজ করেছেন বুদ্ধদেব দাশগুপ্ত ৷ পেয়েছেন একাধিক জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি ৷ চলচ্চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত ছিলেন বামপন্থী রাজনৈতিক মতবাদের সমর্থক ৷ কলকাতার প্রাক্তন মহানাগরিক বিকাশ ভট্টাচার্যের (Bikash Ranjan Bhattacharya) কণ্ঠে শোনা গেল তাঁর স্তুতি ৷

Buddhadeb Dasgupta
Buddhadeb Dasgupta

কলকাতা, 10 জুন : বার্ধক্যজনিত অসুখে 77 বছর বয়সে চরাচরের মায়া ত্যাগ করলেন একাধারে কবি ও চলচ্চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত (Buddhadeb Dasgupta) ৷ এইসঙ্গে শেষ হল অন্যধারার তথা ধ্রুপদী বাংলা সিনেমার সোনালি অধ্যায়ও ৷ তাঁর মৃত্যুতে শোকাহত টলিউড ৷ শোকাহত রাজনৈতিক মহলও ৷

চলচ্চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত ছিলেন বামপন্থী রাজনৈতিক মতবাদের সমর্থক ৷ কলকাতার প্রাক্তন মহানাগরিক বিকাশ রঞ্জন ভট্টাচার্যের (Bikash Ranjan Bhattacharya) কণ্ঠে শোনা গেল তাঁর স্তুতি ৷ বুদ্ধদেবের প্রয়াণে শোকাহত বিকাশ ভট্টাচার্য ৷ বললেন, ‘‘ বুদ্ধদেব দাশগুপ্তর অকাল প্রয়াণে আমি শোকাহত । যদিও উনি বেশ কিছুদিন ধরেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন । তাঁর প্রয়াণে আমি বন্ধু হারানোর শোক অনুভব করছি । উনি ছিলেন একজন নির্ভীক চরিত্র । রাজ্যে অধুনা শাসকদলের দুষ্কৃতীদের হাতে যখন বামপন্থী কর্মীরা খুন ও বারংবার নিগৃহীত হয়েছে, তখন আমরা একটা প্রতিবাদ মিছিল সংগঠিত করেছিলাম । সেই মিছিলে যোগ দেবার জন্য আমরা অনেক বিদ্বজ্জনকে আমন্ত্রণ জানিয়েছিলাম । কিন্তু বেশিরভাগই কোনও কারণ দেখিয়ে মিছিলে যোগ দেননি ৷ ব্যতিক্রম ছিলেন বুদ্ধদেব দাশগুপ্ত ।’’

প্রিয় পরিচালকের মৃত্যুতে শোকাহত টলিউডের একাধিক কলাকুশীলবও ৷ অভিনেত্রী ও চলচ্চিত্র পরিচালক অপর্ণা সেন (Aparna Sen) বলছেন, ‘‘উনি আমার একজন অন্যতম প্রায় পরিচালক । তাঁর পরিচালিত ছবিগুলো আমার কবিতার মতো লাগত । তাঁর কাজের ধরন ছিল একেবারে অন্যরকম । যা খবর পেলাম, উনি বেশ কিছুদিন ধরে ভুগছিলেন । খুব খারাপ লাগছে, লকডাউনের মধ্যে যেহেতু উনি চলে গেলেন তাই উনাকে শেষ সম্মানটা জানাতে পারব না । ভিতর থেকে খুব খালি খালি লাগছে । ওনার মৃত্যুতে এটা ভেবেই আরও খারাপ লাগছে যে ওই ঘরানার চলচ্চিত্র আর আমরা দেখতে পাব না । আমি শোকাহত ।’’

আরও পড়ুন : Buddhadeb Dasgupta : অধ্যাপক থেকে পরিচালক, বুদ্ধদেবের প্রয়াণে শেষ 'তাহাদের' যুগ

21টি পূর্ণদৈর্ঘ্যের ছবি করার পাশপাশি তথ্যচিত্র ও দূরদর্শনের জন্যও একাধিক কাজ করেছেন বুদ্ধদেব দাশগুপ্ত ৷ পেয়েছেন একাধিক জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি ৷ 'বাঘ বাহাদুর', 'চরাচর', 'লাল দরজা', 'মন্দ মেয়ের উপাখ্যান', 'কালপুরুষ' পেয়েছে দেশের সেরা ছবির জাতীয় পুরস্কার ৷ 'উত্তরা' ও 'স্বপ্নের দিন'-এর জন্য পরিচালক হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন বুদ্ধদেব দাশগুপ্ত ৷ সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতেছে ছবি 'ফেরা' ৷ সেরা বাংলা ছবির সম্মান পেয়েছে 'দূরত্ব', 'ফেরা', 'তাহাদের কথা' ৷

কলকাতা, 10 জুন : বার্ধক্যজনিত অসুখে 77 বছর বয়সে চরাচরের মায়া ত্যাগ করলেন একাধারে কবি ও চলচ্চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত (Buddhadeb Dasgupta) ৷ এইসঙ্গে শেষ হল অন্যধারার তথা ধ্রুপদী বাংলা সিনেমার সোনালি অধ্যায়ও ৷ তাঁর মৃত্যুতে শোকাহত টলিউড ৷ শোকাহত রাজনৈতিক মহলও ৷

চলচ্চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত ছিলেন বামপন্থী রাজনৈতিক মতবাদের সমর্থক ৷ কলকাতার প্রাক্তন মহানাগরিক বিকাশ রঞ্জন ভট্টাচার্যের (Bikash Ranjan Bhattacharya) কণ্ঠে শোনা গেল তাঁর স্তুতি ৷ বুদ্ধদেবের প্রয়াণে শোকাহত বিকাশ ভট্টাচার্য ৷ বললেন, ‘‘ বুদ্ধদেব দাশগুপ্তর অকাল প্রয়াণে আমি শোকাহত । যদিও উনি বেশ কিছুদিন ধরেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন । তাঁর প্রয়াণে আমি বন্ধু হারানোর শোক অনুভব করছি । উনি ছিলেন একজন নির্ভীক চরিত্র । রাজ্যে অধুনা শাসকদলের দুষ্কৃতীদের হাতে যখন বামপন্থী কর্মীরা খুন ও বারংবার নিগৃহীত হয়েছে, তখন আমরা একটা প্রতিবাদ মিছিল সংগঠিত করেছিলাম । সেই মিছিলে যোগ দেবার জন্য আমরা অনেক বিদ্বজ্জনকে আমন্ত্রণ জানিয়েছিলাম । কিন্তু বেশিরভাগই কোনও কারণ দেখিয়ে মিছিলে যোগ দেননি ৷ ব্যতিক্রম ছিলেন বুদ্ধদেব দাশগুপ্ত ।’’

প্রিয় পরিচালকের মৃত্যুতে শোকাহত টলিউডের একাধিক কলাকুশীলবও ৷ অভিনেত্রী ও চলচ্চিত্র পরিচালক অপর্ণা সেন (Aparna Sen) বলছেন, ‘‘উনি আমার একজন অন্যতম প্রায় পরিচালক । তাঁর পরিচালিত ছবিগুলো আমার কবিতার মতো লাগত । তাঁর কাজের ধরন ছিল একেবারে অন্যরকম । যা খবর পেলাম, উনি বেশ কিছুদিন ধরে ভুগছিলেন । খুব খারাপ লাগছে, লকডাউনের মধ্যে যেহেতু উনি চলে গেলেন তাই উনাকে শেষ সম্মানটা জানাতে পারব না । ভিতর থেকে খুব খালি খালি লাগছে । ওনার মৃত্যুতে এটা ভেবেই আরও খারাপ লাগছে যে ওই ঘরানার চলচ্চিত্র আর আমরা দেখতে পাব না । আমি শোকাহত ।’’

আরও পড়ুন : Buddhadeb Dasgupta : অধ্যাপক থেকে পরিচালক, বুদ্ধদেবের প্রয়াণে শেষ 'তাহাদের' যুগ

21টি পূর্ণদৈর্ঘ্যের ছবি করার পাশপাশি তথ্যচিত্র ও দূরদর্শনের জন্যও একাধিক কাজ করেছেন বুদ্ধদেব দাশগুপ্ত ৷ পেয়েছেন একাধিক জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি ৷ 'বাঘ বাহাদুর', 'চরাচর', 'লাল দরজা', 'মন্দ মেয়ের উপাখ্যান', 'কালপুরুষ' পেয়েছে দেশের সেরা ছবির জাতীয় পুরস্কার ৷ 'উত্তরা' ও 'স্বপ্নের দিন'-এর জন্য পরিচালক হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন বুদ্ধদেব দাশগুপ্ত ৷ সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতেছে ছবি 'ফেরা' ৷ সেরা বাংলা ছবির সম্মান পেয়েছে 'দূরত্ব', 'ফেরা', 'তাহাদের কথা' ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.