ETV Bharat / state

Anubrata Mondal: কেষ্ট আপাতত ন'দিন থাকবেন নিজাম প্যালেসে, কাল থেকে শুরু জেরা

author img

By

Published : Aug 11, 2022, 10:34 PM IST

বীরভূমের দাপুটে কেষ্ট আপাতত ন'দিন থাকবেন কলকাতায় (Anubrata Mondal Will be at Nizam Palace for Nine Days) । তবে একেবারে আলাদা ৷ কারণ তিনি থাকবেন সিবিআই হেফাজতে। ইতিমধ্যেই কলকাতার নিজাম প্যালেসের উদ্দেশ্যে সিবিআইয়ের একটি কনভয় বীরভূম থেকে বেরিয়ে পড়েছেন।

Anubrata Mondal
বীরভূমের দাপুটে কেষ্ট আপাতত ন'দিন থাকবেন কলকাতায়

বীরভূম, 11 অগস্ট: আগামিকাল থেকেই শুরু হবে অনুব্রত মণ্ডলের জেরা পর্ব (Anubrata Mondal Will be at Nizam Palace for Nine Days)। ইতিমধ্যেই কলকাতার নিজাম প্যালেসের উদ্দেশ্যে সিবিআইয়ের একটি কনভয় বীরভূম থেকে বেরিয়ে পড়েছেন ৷

মূলত গ্রেফতারের আগে অনুব্রত মণ্ডলকে যে প্রশ্নগুলি করা হয়েছিল সেই সকল প্রশ্নের উত্তর সু-কৌশলে এড়িয়ে গিয়েছিলেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল জেলা সভাপতি। আপাতত অনুব্রত মণ্ডলকে সেই প্রশ্নগুলোই ফের করা হবে।

যদিও আসানসোল থেকে কলকাতার নিজাম প্যালেসে অনুব্রত মণ্ডলকে আনতে গিয়ে কার্যত বিরক্তি বোধ করেন সিবিআইয়ের গোয়েন্দারা। এর কারণ সিবিআই সূত্রের খবর, রাস্তায় বারংবার নিজের অসুস্থতার কথা সিবিআই আধিকারিকদের বলেন অনুব্রত মণ্ডল। সূত্রের খবর, ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেসে এনে তাঁর শারীরিক পরীক্ষা করানো হবে। আসানসোল সিবিআইয়ের বিশেষ আদালত থেকে কলকাতার পথে অনুব্রত মণ্ডলকে নিয়ে আসতে গিয়ে সিবিআইয়ের আধিকারিকদের কাছে বারংবার নিজের অসুস্থতার কথা জানিয়েছেন অনুব্রত মণ্ডল। যদিও এই বিষয় এখনই গুরুত্ব দিতে নারাজ সিবিআই।

আরও পড়ুন: দুর্নীতির সঙ্গে কোনও আপস নয়, অনুব্রতর গ্রেফতারির পর বার্তা তৃণমূলের

এর কারণ দুর্গাপুরের একটি গেস্ট হাউসে ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলের শারীরিক পরীক্ষা করা হয়েছে। সেই শারীরিক পরীক্ষায় চিকিৎসক গোয়েন্দাদের জানিয়েছেন আপাতত অনুব্রত মণ্ডলের অবস্থা স্থিতিশীল। এদিন সকালে অনুব্রত মণ্ডলের বীরভূমের বাড়ি কার্যত ঘিরে নেন সিআরপিএফ এর জওয়ানরা। আসানসোল এবং কলকাতা থেকে গরু পাচার মামলায় তদন্তকারী আধিকারিক সুশান্ত ভট্টাচার্যের নেতৃত্বে সিবিআইয়ের একটি বিশেষ দল সাতসকালে হাজির হয়ে যায় বীরভূমের কেষ্টর বাড়িতে। তাই দেড় ঘণ্টা নাটকীয়ভাবে তাঁর বাড়িতে তল্লাশি অভিযান এবং তাঁকে জিজ্ঞাসাবাদের পর দিল্লির সবুজ সংকেত মেলার পর অবশেষে তাঁকে গ্রেফতার করে সিবিআই।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.