ETV Bharat / state

Anubrata Mondal ED Interrogation: হিন্দি প্রশ্নের বাংলায় জবাব ! কেষ্টর জেরায় দোভাষীর ভূমিকায় দুই ইডি আধিকারিক

author img

By

Published : Mar 9, 2023, 3:44 PM IST

Anubrata Mondal giving reply in Bengali of Hindi questions during ED Interrogation in Delhi
ফাইল ছবি

দিল্লিতে অনুব্রত মণ্ডলকে জেরা করতে গিয়ে বেজায় বিপাকে পড়েছেন ইডি আধিকারিকরা (Anubrata Mondal ED Interrogation) ৷ হিন্দিতে করার প্রশ্নের বাংলায় উত্তর দিচ্ছেন কেষ্ট ! দোভাষীর কাজ করছেন বাংলা জানা দুই ইডি আধিকারিক ৷

কলকাতা, 9 মার্চ: ইডির দুঁদে গোয়েন্দারা প্রশ্ন করছেন হিন্দিতে ৷ আর অনুব্রত তার জবাব দিচ্ছেন বাংলায় ! সূত্রের দাবি, হাজার অনুরোধেও কোনও কাজ হয়নি ৷ কেন্দ্রীয় তদন্তকারীদের 'বীরভূমের বাহুবলী' সাফ জানিয়ে দিয়েছেন, জেরার জবাব তিনি মাতৃভাষাতেই দেবেন (Anubrata Mondal ED Interrogation) ৷ ফলে, অনুব্রত মণ্ডলকে দিল্লি 'উড়িয়ে' নিয়ে গিয়েও স্বস্তি নেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) ! কারণ, তাঁর কথা কিছুই বুঝতে পারছেন না অবাঙালি গোয়েন্দারা ! অগত্য়া, বাংলা জানা দুই আধিকারিককে ঠায় বসে থাকতে হচ্ছে অনুব্রতর সঙ্গে ! তাঁদের কাজ এখন দোভাষীর !

অনেক কাঠ-খড় পুড়িয়ে দোলের দিন কেষ্টকে দিল্লি নিয়ে গিয়েছিল ইডি ৷ তাদের দাবি, অনুব্রত মণ্ডল ও তাঁর পরিবারের সম্পত্তি কেনা, বেচা নিয়ে চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে ৷ গোয়েন্দারা জানতে পেরেছেন, অনুব্রত মণ্ডল নাকি একবার মাত্র 6 দিনের মধ্যে 6 কোটি টাকার সম্পত্তি কিনেছিলেন ! ইতিমধ্য়েই এ নিয়ে প্রশ্ন করা হয় কেষ্টকে ৷ তাঁর কাছে জানতে চাওয়া হয়, সম্পত্তি কেনার এই বিপুল টাকা তিনি পেলেন কোথা থেকে ? ওয়াকিবহাল মহলের একাংশ বলছে, গরুপাচারের 'প্রোটেকশন মানি' (Protection Money of WB Cattle Smuggling Scam) থেকেই নাকি এত রমরমা বীরভূমের তৃণমূল জেলা সভাপতির ! কিন্তু, অনুব্রত নিজে এখনও পর্যন্ত সেকথা স্বীকার করেননি বলেই শোনা যাচ্ছে ৷ জটিলতা বাড়িয়েছে তাঁর বাংলা বলার গোঁ !

ইডি সূত্রে আরও জানা গিয়েছে, 18 কোটি টাকার একটি 'ফিক্সড ডিপোজিট' নিয়ে সন্দেহ দানা বেঁধেছে ৷ সেই টাকার উৎস জানতে মরিয়া গোয়েন্দারা ৷ কিন্তু এ নিয়েও মুখে কুলুপ এঁটেছেন অনুব্রত মণ্ডল ৷ গোয়েন্দারা বলছেন, 2015 সাল থেকে 2018 সালের মধ্যে মণ্ডল পরিবারের সম্পত্তি বেড়েছে উল্কাপাতের গতিতে ৷ অথচ, যাঁদের নামে কোটি কোটি টাকার সম্পত্তি কেনা হয়েছে, তাঁদের কেউই তত টাকা রোজগার করেন না ! গোয়েন্দাদের দাবি, এসবই সম্ভব হয়েছে গরুপাচারের সৌজন্যে !

আরও পড়ুন: দিল্লিতে নেমেই বিমানবন্দর থেকে সরাসরি অনুব্রতকে নিয়ে যাওয়া হল ইডি দফতরে

গরুপাচারের কালো টাকা সাদা করতে শুধু যে সম্পত্তি কেনা হয়েছে, তাই নয় ৷ সেই টাকা বিনিয়োগ করা হয়েছে একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের বিভিন্ন প্রকল্পে ৷ এই স্বেচ্ছাসেবী সংগঠনগুলির মধ্যে মলয় পিটের সংস্থাও রয়েছে ৷ আয়কর দফতরের হিসাব বলছে, 2014 সালে অনুব্রত যে পরিমাণ আয়কর দিতেন, 2021 ও 2022 সালে তা অনেকটাই বেড়েছে ৷ এর পিছনে কালো টাকা সাদা করার অসাধু ছক রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা ৷ তবে, এখন তাঁদের বড় সমস্যা হল, ভাষা ৷ হিন্দিতে করা প্রশ্নের বাংলায় উত্তর দেওয়া ! তারপর সেই উত্তরকে ফের হিন্দিতে বুঝিয়ে দেওয়া ! এসব করতেই দীর্ঘ সময় চলে যাচ্ছে ৷ এতে তদন্তের গতি শ্লথ হচ্ছে ৷ সংশ্লিষ্ট মহলের একাংশ মনে করছে, তদন্ত প্রক্রিয়াকে শ্লথ করতে ইচ্ছাকৃতভাবেই সমস্ত প্রশ্নের বাংলায় উত্তর দিচ্ছেন অনুব্রত মণ্ডল ! প্রসঙ্গত, বাংলার মতো দিল্লিতেও অনুব্রতকে উদ্দেশ করে 'গরুচোর' স্লোগান দেওয়া হয় ৷ বৃহস্পতিবার ইডির দফতরে জিজ্ঞাসাবাদের জন্য অনুব্রতকে নিয়ে যাওয়ার সময় ঘটনাটি ঘটে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.