ETV Bharat / state

CBI summons Anubrata: সোমবার নিজাম প্যালেস নয়, এসএসকেএম যাবেন অনুব্রত !

author img

By

Published : Aug 7, 2022, 5:21 PM IST

সিবিআই তলবে নিজাম প্যালেসে নয় ৷ সোমবার এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করাতে যাবেন অনুব্রত মণ্ডল (Anubrata Mandal will Go SSKM Not Nizam Palace in CBI Summons) ৷ সিবিআই নাকি তাঁকে না জেনেই নোটিশ পাঠিয়েছেন ৷ এমনটাই জানালেন অনুব্রত মণ্ডলের আইনজীবী ৷

anubrata-mandal-will-goes-sskm-not-nizam-palace-in-cbi-summons
anubrata-mandal-will-goes-sskm-not-nizam-palace-in-cbi-summons

কলকাতা, 7 অগস্ট: গরুপাচারকাণ্ডে আগামিকাল অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের জন্য় ডেকেছে সিবিআই ৷ কিন্তু, তিনি নিজাম প্যালেস যাবেন না ৷ যাবেন এসএসকেএম হাসপাতালে (Anubrata Mandal will Go SSKM Not Nizam Palace in CBI Summons) ৷ এমনটাই জানিয়েছেন অনুব্রত’র আইনজীবী সঞ্জীব দাঁ ৷ তিনি জানিয়েছেন, অনেকদিন ধরেই নাকি শরীর ভালো নেই বীরভূমের তৃণমূল সভাপতির ৷ তাই এসএসকেএম যাওয়ার পরিকল্পনা অনেকদিন আগে থেকেই করা ছিল তাঁর ৷ সিবিআই নাকি না জেনেই অনুব্রতকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠিয়েছে ৷

অনুব্রত মণ্ডলের আইনজীবীর দাবি, কিছুদিন ধরেই নাকি তাঁর অসুস্থতা বেড়েছে ৷ তাই এসএসকেএম-এর যে মেডিক্যাল টিম তাঁর চিকিৎসা করছিল, তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল ৷ চিকিৎসকদের নির্দেশেই নাকি সোমবার এসএসকেএমে ডাক্তার দেখাতে আসার কথা অনুব্রতর ৷ শুধু তাই নয়, প্রয়োজন হলে নাকি, হাসপাতালে ভর্তিও হয়ে যেতে পারেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি ৷ আর তাঁর হাসপাতালে আসার বিষয়টি সিবিআই নোটিশ পাঠানোর অনেক আগে থেকেই ঠিক হয়েছিল ৷

কিন্তু, কাকতালীয় ভাবে ওইদিনই সিবিআই তলব আর ওই দিনেই এসএসকেএম হাসপাতালে ডাক্তার দেখাতে যাওয়ার কথা অনুব্রত’র ! যা নিয়ে ইতিমধ্যে জলঘোলা শুরু হয়েছে ৷ মনে করা হচ্ছে, নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়কে প্রথম জিজ্ঞাসাবাদেই ইডি গ্রেফতার করেছিল, বিপুল টাকা উদ্ধার ও অসহযোগিতা করার অভিযোগে ৷ এ বার গরুপাচার-কাণ্ডে অনুব্রতকে নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদের মধ্যেই গ্রেফতার করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ এই আশঙ্কা করেই কি অনুব্রত এসএসকেএম হাসপাতালে ভর্তি হওয়ার ছক কষছেন ? তেমনটা হলে, ফের না সিবিআই এসএসকেএম এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয় ৷ এমন আশঙ্কাও করা হচ্ছে ৷

প্রসঙ্গত, গরুপাচারকাণ্ডের তদন্তে নেমে সিবিআই আধিকারিকদের অনুমান, 2014 সালের পর থেকে অনুব্রত মণ্ডলের বিষয়-সম্পত্তির শ্রীবৃদ্ধি হতে শুরু করে ৷ বর্তমানে অনুব্রত’র এক সময়কার দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করেছে সিবিআই ৷ তাঁর 100 কোটির বেশি সম্পত্তির হদিশ পেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ পাশাপাশি অনুব্রতর ছায়াসঙ্গী হিসাবে পরিচিত আব্দুল করিম খানের বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু কাগজপত্র ও গুরুত্বপূর্ণ সামগ্রী বাজেয়াপ্ত করেছে সিবিআই ৷ জানা গিয়েছে, আব্দুল করিম খানও কয়েক কোটি টাকার মালিক ৷

আরও পড়ুন: গরু পাচার কাণ্ডে সোমে ফের নিজাম প্যালেসে তলব অনুব্রতকে

সিবিআই জানতে পেরেছে, বীরভূমের ইলামবাজারে একটি গরুর হাট বসে ৷ সেই গরুর হাটে অনুব্রত মণ্ডলের প্রভাব রয়েছে বলে খবর পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা ৷ এছাড়াও গরুপাচারকাণ্ডে ধৃত এনামুল হককে জিজ্ঞাসাবাদ করে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে একাধিক তথ্য পেয়েছেন সিবিআই-এর গোয়েন্দারা ৷ এই অবস্থায় অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেই সিবিআই সূত্রে খবর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.