ETV Bharat / state

SSC Recruitment Scam: ভুল এসএসসি’র নয়, ববিতার ! হাইকোর্টে মামলা চাকরিপ্রার্থী অনামিকার

author img

By

Published : Jan 3, 2023, 1:28 PM IST

Updated : Jan 3, 2023, 2:33 PM IST

Babita Sarkar Give Wrong Information to SSC ETV BHARAT
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা

ববিতা সরকার স্কুল সার্ভিস কমিশনকে ভুল তথ্য দিয়েছেন (Babita Sarkar Give Wrong Information to SSC) ৷ তাই কমিশনের অ্যাকডেমিক তালিকায় ববিতা 31 নম্বরে রয়েছেন ৷ এই দাবিতে কলকাতা হাইকোর্টে একটি মামলা করেছেন শিলিগুড়ির বাসিন্দা অনামিকা রায় ৷ এমনকি তিনি এও দাবি করেছেন, ববিতা সরকার নন, তিনি ওই চাকরির আসল দাবিদার ৷

কলকাতা, 3 জানুয়ারি: একাদশ-দ্বাদশের চাকরির তালিকায় এসএসসি নয়, ভুল করেছেন ববিতা সরকার (Babita Sarkar gave wrong information to SSC) ৷ কলকাতা হাইকোর্টে এমনটাই দাবি করলেন অনামিকা রায় নামে এক চাকরিপ্রার্থী ৷ সেই সঙ্গে এও জানিয়েছেন, ওই চাকরির দাবিদার তিনি ৷ ববিতা সরকার নয় ৷ এই দাবিতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শিলিগুড়ির বাসিন্দা অনামিকা রায় ৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে আগামিকাল মামলাটির শুনানি হবে ৷

অনামিকা রায় তাঁর করা মামলার আবেদনে জানিয়েছেন, স্নাতকে ববিতা 800 মধ্যে পেয়েছেন 440 অর্থাৎ, 55 শতাংশ ৷ কিন্তু, ববিতা আবেদনের সময় পাশে লিখেছিলেন 60 শতাংশের বেশি ৷ সেখানে বলা হয়েছে, নিয়ম অনুযায়ী ববিতার এসএসসি’র প্রকাশিত অ্যাকাডেমিক তালিকায় 31 পাওয়ার কথা ৷ কিন্তু, তিনি স্নাতকে 60 শতাংশ লেখার ফলে এসএসসি-র অ্যাকাডেমিক তালিকায় 33 নম্বর পেয়েছেন ববিতা ৷ এই যুক্তিতে অনামিকা রায় দাবি করেছেন, এই ভুল এসএসসি-র নয় ববিতা সরকারের ৷

Babita Sarkar Give Wrong Information to SSC ETV BHARAT
ববিতা সরকারের স্নাতকের রেজাল্ট

অনামিকা রায় তাঁর মামলার আবেদনে দাবি করেছেন, ববিতার চাকরি বাতিল করা হোক ৷ এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আদালতে ছিলেন না ৷ তাই তাঁর এজলাসে আসা মামলাগুলি রিসিভ করেছেন বিচারপতি অমৃতা সিনহা ৷ তিনি অনামিকা রায়কে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন ৷ তবে, আগামিকাল এই মামলা শুনবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ উল্লেখ্য, কমিশনের দেওয়া নথির উপর ভিত্তি করেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ববিতা সরকার চাকরি পেয়েছিলেন ৷ সেই কারণেই এই মামলাটিও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে শুনানির জন্য পাঠানো হয়েছে ৷

আরও পড়ুন: এসএসসি’র নম্বর বিভ্রাটে ববিতা সরকারের চাকরি, কলকাতা হাইকোর্টে দায়ের মামলা

প্রসঙ্গত, গতকালও এসএসসি-র তালিকায় বদলের বিষয়টি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে তুলে ধরেছিলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ৷ সেখানে তিনি বলেছিলেন, ‘‘ববিতা সরকারের মামলার শুনানি চলাকালীন এসএসসি-র দেওয়া তথ্যের ভিত্তিতে ববিতা সরকার চাকরি পান ৷ কিন্তু, পরবর্তীকালে এসএসসি-র পোর্টালে সামগ্রিক বিস্তারিত তালিকা প্রকাশ হয়েছে ৷ তার পর দেখা গিয়েছে ববিতা সরকারের আগে অন্য প্রার্থীরা চাকরি পাওয়ার যোগ্য ৷ এসএসসি-র তথ্য ভুলের জন্য এই অবস্থা তৈরি হয়েছে ৷’’ তবে, এখন দেখার ববিতা সরকারের স্নাতকের শতাংশের গড়মিলে কার ভুল ছিল ৷ পুরো বিষয়টিই আদালতে বিচার সাপেক্ষ ৷

Last Updated :Jan 3, 2023, 2:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.