ETV Bharat / state

Sovandeb Backs Jyotipriya: গ্রেফতার হলেই আভিযোগ প্রমাণিত হয় না, জ্যোতিপ্রিয়র পাশে শোভনদেব

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 27, 2023, 3:17 PM IST

Sovandeb Chattopadhyay reacts on Jyotipriya Mallick Arrest: জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে দাঁড়ালেন শোভনদেব চট্টোপাধ্যায় ৷ তিনি বলেন, গ্রেফতার হলেই আভিযোগ প্রমাণিত হয় না ৷

Sovandeb Backs Jyotipriya
জ্যোতিপ্রিয়র পাশে শোভনদেব

কলকাতা, 27 অক্টোবর: গ্রেফতার মানেই তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়ে যায় না । শুক্রবার তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা তথা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতার প্রসঙ্গে বলতে গিয়ে এ ভাবেই তাঁর পাশে দাঁড়ালেন দলের প্রবীণ নেতা তথা পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ।

প্রসঙ্গত, একটানা একুশ ঘণ্টা জেরার পর এ দিন ভোররাতে বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ তার প্রতিক্রিয়া দিতে গিয়ে শোভনদেব চট্টোপাধ্যায় এ দিন বলেন,

"কারওকে গ্রেফতার করা মানেই তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়া নয় । আগেও এ ধরনের গ্রেফতার দেখা গিয়েছে । তাঁদের বিচার এখনও চলছে । গ্রেফতার হয়েছেন মানেই তিনি দোষী এমনটা হওয়ার কারণ নেই ।"

একইসঙ্গে, ইডির এ হেন পদক্ষেপে বিজেপির হাত দেখছেন তিনি । তাঁর কথায়, "বিজেপি বুঝতে পারছে বাংলায় তাঁদের অবস্থা আরও সঙ্গীন । পরের লোকসভা ভোটেও কোনওভাবেই তারা জনসমর্থন পাবে না । তাই প্রশাসনিক নয়, তদন্তকারী সংস্থাকে এ ভাবে কাজে লাগিয়ে তৃণমূল নেতাদের একে একে জেলে পাঠাচ্ছে ।"

আরও পড়ুন: যত চোর গ্রেফতার হচ্ছে তত চোরের রানির ছটফটানি বাড়ছে, কটাক্ষ সুকান্তর; চাঁছাছোলা শুভেন্দুও

প্রসঙ্গত, গতকালই বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হয়ে সওয়াল করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি এও বলেছিলেন, নির্বাচনের আগে তাঁর মন্ত্রিসভার সদস্যদের টার্গেট করা হচ্ছে । আর এ ক্ষেত্রে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নিশানায় একমাত্র তৃণমূল কংগ্রেস নয়, সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলিই ।

এ দিন কার্যত একই সুর শোনা গিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্বের গলায় । দলের অপর মন্ত্রী শশী পাঁজা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,

"কালকের রেইড থেকে শুরু করে জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতার, সবটাই রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ । দেউলিয়া বিজেপি, আপনাদের রাজনৈতিক ভাবে লড়াই করে জেতার ক্ষমতা নেই, তাই আপনারা শুধু তৃণমূল কংগ্রেসের দুর্নীতি দেখতে পাচ্ছেন । ক্যামেরাতে টাকা নিতে দেখা গিয়েছে বিরোধী দলনেতাকে । সারদা ও নারদায় তাঁর নাম রয়েছে । তাঁকে তো ডেকে পাঠানো হয়নি । বিজেপি কেন এ সব নিয়ে চুপ ।"

একইভাবে বিরোধী দলনেতাকে নিয়ে সরব হয়েছেন দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ । তিনি বলেন, "শুভেন্দু ও বিজেপি ওয়াশিং মেশিন রাজনীতি করছে । এটা ষড়যন্ত্র না-হলে এতদিনে তাঁরই জেলে থাকার কথা ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.