ETV Bharat / state

আসছে আম্ফান, সতর্ক উপকূলরক্ষী বাহিনী

author img

By

Published : May 16, 2020, 1:42 AM IST

এখনও পর্যন্ত যা পূর্বাভাস তাতে রবিবার উত্তর ও উত্তর-পূর্ব দিক দিয়ে অগ্রসর হতে থাকবে এই ঘূর্ণিঝড় । ঠিক কোথায় এই ঝড় আছড়ে পড়বে তা এখনও পরিষ্কার নয় ।

আসছে আম্ফান, তৈরি হচ্ছে উপকূলরক্ষী বাহিনী

কলকাতা, 15 মে : আন্দামান সাগরে সৃষ্ট নিম্নচাপ ক্রমশ শক্তি সঞ্চয় করছে ৷ আগামীকাল এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে । এখনও পর্যন্ত যা পূর্বাভাস তাতে রবিবার উত্তর ও উত্তর-পূর্ব দিক দিয়ে অগ্রসর হতে থাকবে এই ঘূর্ণিঝড় । ঠিক কোথায় এই ঝড় আছড়ে পড়বে তা এখনও পরিষ্কার নয় । কিন্তু তা যদি পশ্চিমবঙ্গ কিংবা ওড়িশা উপকূলে আছড়ে পড়ে তাতে সমূহ ক্ষতির সম্ভাবনা । তাই তৈরি হচ্ছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ।

ভারতীয় কোস্ট গার্ড মেরিটাইম রিসার্চ ও উদ্ধারকাজের সমন্বয়ের নোডাল এজেন্সি হিসেবে কাজ করে । উপকূলরক্ষী বাহিনীর উত্তর-পূর্ব অঞ্চলের সদর দপ্তর কলকাতা । পশ্চিমবঙ্গ কিংবা ওড়িশায় এক্ষেত্রে সবরকমের সমন্বয়ের নোডাল এজেন্সি হিসেবে কাজ করে ওই দপ্তর । এর আগে ফনি ঝড়ের সময় উদ্ধারকাজের ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিল উপকূলরক্ষী বাহিনী । এবারও আসন্ন বিপদের আশঙ্কায় পরিকল্পনা তৈরি করে ফেলেছে তারা । ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ ও ওড়িশার রাজ্য প্রশাসনের সঙ্গে সমন্বয়ের বিষয়ে কথা বলেছে তারা । কথা হয়েছে দুই রাজ্যের মৎস্য দপ্তরের সঙ্গেও । তাদের তরফে আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ।

উপকূলরক্ষী বাহিনী সূত্রে খবর, ইতিমধ্যেই এয়ারক্রাফট ও ICG শিপ সমুদ্রে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীদের নিরাপদে উপকূলে নিয়ে আসার কাজ শুরু করে দিয়েছে । শুরু হয়েছে আকাশপথ ও জলপথে নজরদারি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.