ETV Bharat / state

WB Medical Council Election 2022: মেডিক্যাল কাউন্সিল নির্বাচনে অশান্তি, ছাপ্পা ভোটের অভিযোগ

author img

By

Published : Oct 13, 2022, 9:30 PM IST

মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনেও অশান্তি ৷ উঠল ছাপ্পা ভোট ও ব্যালট পেপারে কারচুপির অভিযোগ ৷ 18 অক্টোবর পর্যন্ত ভোট প্রক্রিয়া চালাতে যাতে আর অশান্তি না-হয় তাই বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম (WB Medical Council Election 2022)।

Etv Bharat
মেডিক্যাল কাউন্সিল নির্বাচনে অশান্তি

কলকাতা, 13 অক্টোবর: পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের ভোটেও উঠল কারচুপির অভিযোগ (Allegation of False Voting in Medical Council Election)। রাজ্যে মেডিক্যাল কাউন্সিলের ভোটেও এড়ানো গেল না উত্তেজনা । বুধবার বিকেলে 3 ব্যক্তি প্রায় কয়েকশো ব্যালট পেপার একসঙ্গে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের দফতরে ব্যালট ড্রপ বক্সে জমা করা শুরু করলে উত্তেজনার সৃষ্টি হয় । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর থানার বিশাল পুলিশবাহিনী । সেখান থেকেই ব্যালট জমা দিতে আসা দুই ব্যক্তিকে আটক করা হয় । পরে বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানায় ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম । তার ভিত্তিতেই বৃহস্পতিবার পুলিশ মোতায়েন করা হয় ওই চত্বরে ।

রাজ্য মেডিক্যাল কাউন্সিল বোর্ড গঠনের শেষ নির্বাচন হয়েছিল 2018 সালে (WB Medical Council Election)। সেই সময়ও নির্বাচনে অশান্তি এবং কারচুপির অভিযোগের পর নির্বাচন স্থগিত করে দেওয়া হয় আদালতের তরফে । এরপর ফের আদালতের নির্দেশ মেনেই সেপ্টেম্বর মাসের 18 তারিখ থেকে শুরু হয়েছে নির্বাচনের প্রক্রিয়া । চলবে চলতি মাসের 18 তারিখ পর্যন্ত । এই ভোটকে ঘিরে একাধিক নির্দেশিকাও দেওয়া হয়েছে । প্রত্যেক চিকিৎসক ভোটদাতার বাড়িতে পোস্টের মাধ্যমে ব্যালট পেপার পৌঁছবে । আর তাতেই কারচুপির অভিযোগ । ভোট গ্রহণের সময় দেখা যায় বেশ কয়েকজন ব্যক্তি বান্ডিল বান্ডিল ব্যালট পেপার ব্যাগ থেকে বের করে ড্রপ বক্সে ফেলছেন ।

আরও পড়ুন : মেডিক্যাল কাউন্সিল নির্বাচন, প্রার্থী তালিকায় নেই নির্মল-শান্তনু

যদিও নিয়ম বলছে, একজন ব্যক্তি একটি ব্যালট খামবন্দি অবস্থায় ড্রপ বক্সে ফেলবে বা পোস্টের মাধ্যমে পাঠাতে পারবে । কিন্তু একসঙ্গে অনেকগুলো ব্যালট পেপার একাধিক ব্যক্তি ড্রপ বক্সে ফেলতে থাকায় অপরপক্ষ রুখে দাঁড়ায় । রিটার্নিং অফিসার অভিযোগ পেয়ে বাধা দিতে এলে তারা গালিগালাজ শুরু করে বলেও অভিযোগ । যদিও এই বিষয় নিয়ে রিটার্নিং অফিসার কিছু বলতে চাননি ।

অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস কমিশনের রাজ্য সম্পাদক মানস গুমটা বলেন, "তৃণমূলের নেতাদের স্বার্থসিদ্ধির জন্য সাধারণ ডাক্তারি ছাত্র-ছাত্রীদের ভবিষ্যত বিপন্ন করা চলবে না । মেডিক্যাল পড়ুয়াদের এই ঘৃণ্য কাজের সঙ্গে যুক্ত করে তৃণমূল আদতে রাজ্যের সমস্ত ডাক্তারি পড়ুয়াদের কলঙ্কিত করার চেষ্টা করছে ৷ আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি ।"

এই বিষয়ে মেডিক্যাল সার্ভিস সেন্টারের সম্পাদক ডা: অংশুমান মিত্র বলেন, "শাসকদলের কিছু বহিরাগত যেভাবে নির্বাচনী নিয়ম ভেঙে কয়েক হাজার ব‍্যালট পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল অফিসে রাখা ব‍্যালট বক্সে ঢুকিয়েছে, তার দ্বারা নির্বাচনী বিধি লঙ্ঘিত হয়েছে এবং যা পঞ্চায়েত ভোটে ছাপ্পা মারার ঘটনাকেই স্মরণ করিয়ে দেয় । আমরা এর তীব্র বিরোধিতা করছি এবং নির্বাচন আধিকারিকের নিকট এর বিরুদ্ধে আইনানুগ ব‍্যবস্থা গ্রহণ-সহ দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি ।"

আরও পড়ুন : রাজ্য মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনকে অবৈধ ঘোষণা করল হাইকোর্ট

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.