ETV Bharat / state

HC on Chit Fund Case: এমপিএস-সহ সমস্ত বেআইনি অর্থলগ্নি সংস্থার শুনানি হবে এক আদালতে, নির্দেশ হাইকোর্টের

author img

By

Published : Apr 19, 2023, 8:04 PM IST

Calcutta HC on Chit Fund Case ETV BHARAT
Calcutta HC on Chit Fund Case

রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে রাজ্যের সব বেআইনি অর্থলগ্নি সংস্থার শুনানি এক আদালতে করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ রেজিস্ট্রার জেনারেলকে এই নির্দেশ দিয়েছে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ ৷

কলকাতা, 19 এপ্রিল: সারদা, রোজভ্যালি, এমপিএস-সহ সমস্ত বেআইনি অর্থলগ্নি সংস্থার বিচার প্রক্রিয়া হবে একই আদালতে ৷ বুধবার এমনই নির্দেশ দিল বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ ৷ আদালতের নির্দেশে বলা হয়েছে, রেজিস্ট্রার জেনারেলকে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে সমস্ত বেআইনি অর্থলগ্নি সংস্থার মামলার বিচার নগর দায়রা আদালতে থাকা বিশেষ সিবিআই আদালতে করতে হবে ৷ মূলত, এমপিএস-এর অন্যতম কর্ণধার প্রবীর কুমার চন্দ্র-সহ 3 জনের আবেদনের শুনানিতে এই নির্দেশ দেওয়া হয়েছে ৷

জানা গিয়েছে, এমপিএস কর্ণধার প্রবীর কুমার চন্দ্র-সহ 3 জন আদালতে আবেদন করেছিলেন ৷ সেখানে বলা হয়েছিল, রাজ্যের ভিন্ন আদালতে অভিযোগের ভিত্তিতে মোট 28টি মামলা চলছে ৷ এই সব মামলার তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই ৷ কিন্তু, 28টি আদালতে আলাদা আলাদা শুনানির জেরে সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের ৷ তাই সব মামলাকে একটি নির্দিষ্ট আদালতে স্থানান্তর করতে কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন এমপিএস-এর কর্ণধার প্রবীর কুমার চন্দ্র ৷ তাঁর সেই আবেদন এদিন মঞ্জুর করেছে আদালত ৷

সেখানেই বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, সারদা, রোজভ্যালি, এমপিএস-সহ রাজ্যে যতগুলি বেআইনি চিটফান্ড মামলা রয়েছে ৷ সেই সব মামলার শুনানি নগর দায়রা আদালতে থাকা বিশেষ সিবিআই আদালতে হবে ৷ এর জন্য রেজিস্ট্রার জেনারেলকে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করতে বলা হয়েছে ৷

আরও পড়ুন: আট বছর পর হাইকোর্ট থেকে জামিন এমপিএস কর্ণধার প্রথমনাথ মান্নার

উল্লেখ্য, বেআইনি চিটফান্ড সংস্থা সারদার মামলায় সংশোধনাগারে রয়েছেন সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায় ৷ তবে, দেবযানী মুখোপাধ্যায় কয়েকটি মামলায় জামিন পেয়েছেন ৷ কিন্তু, তাঁর বিরুদ্ধে আরও অনেক মামলা রয়েছে, যেগুলির শুনানি চলছে ৷ ফলে দেবযানী মুখোপাধ্যায় এখনও সংশোধনাগারে রয়েছেন ৷ অন্যদিকে, রোজভ্যালি-কাণ্ডে গ্রেফতার গৌতম কুণ্ডু সংশোধনাগারে রয়েছেন ৷ এমপিএস-সহ একাধিক বেআইনি অর্থলগ্নি সংস্থার কর্ণধাররাও গ্রেফতার হয়েছেন ৷ যেখানে সিবিআই-এর দায়ের করা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে এমপিএস কর্ণধার প্রবীর কুমার চন্দ্র ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.