ETV Bharat / state

Recruitment Scams: নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই হেফাজতে কুন্তল-তাপস-নীলাদ্রি

author img

By

Published : Feb 20, 2023, 3:56 PM IST

Recruitment Corruption Case ETV BHARAT
Recruitment Corruption Case

নিয়োগ দুর্নীতি মামলায় (school recruitment Scams) সিবিআই হেফাজতে গেলেন কুন্তল ঘোষ ৷ আর গতকাল গ্রেফতার হওয়া তাপস মণ্ডল এবং নীলাদ্রি ঘোষকেও সিবিআই হেফাজতে পাঠানো হয়েছে ৷

কলকাতা, 20 ফেব্রুয়ারি: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষ, তাপস মণ্ডল এবং নীলাদ্রি ঘোষকে সিবিআই হেফাজতে পাঠানো হল ৷ বাকিদের 2 মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুরের বিশেষ সিবিআই আদালত ৷ এদিন শুনানিতে নীলাদ্রি এবং তাপসকে 3 দিনের হেফাজতে চায় সিবিআই ৷ অন্যদিকে, তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষকেও নিজেদের হেফাজতে চেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI Custody to Kuntal Ghosh in Recruitment Corruption Case) ৷ উল্লেখ্য, ইডি-র হেফাজতে ছিলেন কুন্তল ৷

এদিন আলিপুরের বিশেষ সিবিআই আদালতে মামলার শুনানিতে ধৃত আব্দুল খালেকের আইনজীবী তাঁর জামিনের আবেদন করেছেন ৷ সেখানে তিনি সওয়ালে জানান, ল্যাপটপ, মোবাইল বাজেয়াপ্ত করা হয়েথে তাঁর মক্কেলের ৷ এমনকি তাঁর হৃদযন্ত্র ও কিডনির সমস্যা রয়েছে ৷ এমনকি তাঁর বিরুদ্ধে সরাসরি যুক্ত থাকার কোনও প্রমাণ নেই বলে আদালতে জানিয়েছেন আব্দুল খালেকের আইনজীবী ৷ এই সব যুক্তিতে আইনজীবী এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া আব্দুল খালেকের জামিনের আবেদন করেছে ৷

যদিও, সিবিআই আব্দুল খালেককে নিজেদের হেফাজতে চেয়েছে ৷ সিবিআই এর আইনজীবী আদালতে জানিয়েছেন, বেআইনি নিয়োগে আব্দুল খালেক এজেন্ট হিসেবে কাজ করেছেন ৷ এমনকি এসপি সিনহাকে সরাসরি নামের তালিকা ও টাকা পাঠাতেন বলে আদালতে জানিয়েছে সিবিআই ৷ তবে, সিবিআই-এর বিশেষ আদালতের বিচারক পালটা প্রশ্ন করেন, ‘‘আপনি বলছেন এসপি সিনহাকে টাকা পাঠাতো আব্দুল ৷ তাহলে একে হেফাজতে নিলেন কেন ? এসপি সিনহাকে তো নিতে পারতেন ৷’’

অন্যদিকে, কুন্তল ঘোষকে এদিন নিজেদের হেফাজতে চেয়েছিল সিবিআই ৷ যার বিরোধ করেন কুন্তলের আইনজীবী ৷ তাঁর যুক্তি, ‘‘ইডির হেফাজতে উনি আছেন ৷ ইডি-র হাতে গ্রেফতার হওয়ার আগে, সিবিআই-এর কাছে তিনি গিয়েছিলেন, সহযোগিতা করেছেন । নতুন করে এই মামলায় হেফাজতে নেওয়ার কি দরকার সিবিআই-এর ৷ তিনবার এই বিষয়ে নিজাম প্যালেসে ডাকার পরেও কিছু পেল না ৷ এখন ফের হেফাজতে নেওয়ার দরকার !’’

আরও পড়ুন: তাপস-কুন্তলকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় সিবিআই

এদিন তাপস মণ্ডলের আইনজীবীও তাঁর জামিনের আবেদন করেন ৷ তিনি আদালতকে জানিয়েছেন, পেশায় সরকারি কর্মী তাপসের পালানোর কোনও জায়গা নেই ৷ তিনি তদন্ত সবরকম সহযোগিতার জন্য প্রস্তুত ৷ এমনকি তাঁকে 4 বার নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল ৷ প্রতিবার সিবিআই-কে জিজ্ঞাসাবাদে তাঁর মক্কেল সহযোগিতা করেছেন বলে আদালতে জানান তাপস মণ্ডলের আইনজীবী ৷

সবপক্ষের বক্তব্য শোনার পর, কুন্তল ঘোষ, তাপস মণ্ডল এবং নীলাদ্রি ঘোষকে 23 ফেব্রুয়ারি পর্যন্ত সিবিআই হেফাজতে পাঠিয়েছে ৷ অন্যদিকে, শেখ সাহিদ ইমাম, শেখ আলি ইমাম, আব্দুল খালেক এবং কৌশিক ঘোষকে 2 মার্চ পর্যন্ত জেল হেফাজত দিয়েছে আলিপুরের বিশেষ সিবিআই আদালত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.