ETV Bharat / state

Presidency University Magazine: 9 বছর পর আবার প্রকাশিত হতে চলেছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় পত্রিকা

author img

By

Published : May 13, 2023, 8:42 PM IST

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় পত্রিকা এই বছর আবার প্রকাশিত হতে চলেছে ৷ ন’বছর পর এই পত্রিকা আবার প্রকাশিত হতে চলেছে বলে জানা গিয়েছে ৷ আগামী 16 মে পত্রিকার উদ্বোধন ৷

Presidency University Magazine
Presidency University Magazine

কলকাতা, 13 মে: দীর্ঘ 9 বছর পর আবার প্রকাশিত হতে চলেছে 'প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় পত্রিকা' । 2014-15 এর ছাত্র সংগঠনের মেয়াদের সময় শেষবারের মতো প্রকাশ করা হয়েছিল ম্যাগাজিন । আগামী 16 মে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এ কে বসাক অডিটোরিয়ামে এই পত্রিকার উদ্বোধন হতে চলেছে । সৌজন্যে স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া বা এসএফআই পরিচালিত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ৷ তাদের উদ্যোগেই আবারও এত বছর পর প্রকাশিত হতে চলেছে এই ম্যাগাজিনটি ।

অতীতে এই ঐতিহ্যশালী বিশ্ববিদ্যালয়ের ম্যাগাজিন প্রকাশনার সঙ্গে যুক্ত ছিলেন সত্যজিৎ রায়, গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, সোমক রায়চৌধুরী, গৌতম ভদ্র-সহ আরও বিশিষ্ট ব্যক্তিত্বরা । জানা গিয়েছে, আইসি পরিচালিত ছাত্র সংগঠন একাধিক কারণে কলেজ ম্যাগাজিন প্রকাশ করতে পারেনি । 2019 সালে প্রেসিডেন্সির ছাত্র সংসদে এসএফআই ক্ষমতায় আসার পরই 2020 সালে করোনা অতিমারি শুরু হয় ৷ তার জেরে লকডাউন শুরু হয়৷ ফলে কলেজ ম্যাগাজিন প্রকাশ করা সম্ভব হয়নি ।

তাই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ম্যাগাজিন প্রকাশ করার পরিকল্পনা বরাবরই ছিল এসএফআই এর । তাই তারা গত চার বছরের তাদের কাজ একত্রিত করে । পাশাপাশি এই ম্যাগাজিনে প্রকাশি করার জন্য লেখাও অনেক আগে থেকেই সংগ্রহ করতে শুরু করে ।

এই প্রসঙ্গে প্রেসিডেন্সি বিশ্বিদ্যালয় ইউনিটের এসএফআই সভাপতি আনন্দরূপা ধর জানান, প্রতিটি ইউনিয়নকে তার মেয়াদকালে এই ম্যাগাজিন বার করতে হবে । এখনও পর্যন্ত 55টি লেখা জমা পড়েছে । এর মধ্যে পদ্য, গদ্য, প্রবন্ধ, এবং কবিতাও জমা পড়েছে । নয় বছর পরে আবার এই ম্যাগাজিন প্রকাশিত হচ্ছে । বাংলা, ইংরেজি, নেপালি ও হিন্দিতে এই লেখা নেওয়া হয়েছে । এছাড়াও 50টি উপর লেখা চূড়ান্ত করা হয়েছে এবং 55 জন লেখকের লেখা নেওয়া হয়েছে ।

জানা গিয়েছে, আগামী 16 মে বেলা সাড়ে 12টায় পত্রিকার উদ্বোধন করা হবে ৷ উপস্থিত থাকবেন দুই অধ্যাপক সন্দীপকুমার মণ্ডল ও আব্দুস সামাদ গায়েন ৷

আরও পড়ুন: তৎকালীন প্রেসিডেন্সি কলেজের ঐতিহ্যশালী অবজারভেটরি সংস্কার করার ভাবনা কর্তৃপক্ষের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.