ETV Bharat / state

Adhir on Sahid Diwas: শহিদ দিবসে স্বাস্থ্য ভবনের বিশেষ নির্দেশিকা, সরব কংগ্রেস

author img

By

Published : Jul 19, 2023, 10:06 PM IST

Adhir on 21st July
21 জুলাই নিয়ে অধীরের চিঠি

তৃণমূলের শহিদ দিবস নিয়ে স্বাস্থ্য ভবন বিশেষ নির্দেশিকা দিয়েছে ৷ তার বিরুদ্ধে সরব হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী ৷ চিঠি লিখলেন স্বাস্থ্য ভবনের ডিরেক্টরকে ৷

কলকাতা, 19 জুলাই: আগামী 21 জুলাই কলকাতায় তৃণমূলের মহাসমাবেশ ৷ শহিদ দিবস উপলক্ষে স্বাস্থ্যকর্মীদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য ভবন ৷ যার বিরুদ্ধে সরব হয়েছে প্রদেশ কংগ্রেস । রাজনৈতিক দলের কর্মসূচিতে পাবলিক সার্ভিস বা জনসেবার সঙ্গে যুক্তদের অনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে ৷ এই অভিযোগ তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। তিনি মঙ্গলবার রাতে স্বাস্থ্য ভবনের ডিরেক্টর অসীম দাস মালাকারকে চিঠি পাঠিয়েছেন ।

তাতে অধীর চৌধুরী লেখেন, "শহিদ দিবস রাজনৈতিক দলের তরফে পালন করা একটি বার্ষিক কর্মসূচি । এটি কোনওভাবেই সরকারপোষিত অনুষ্ঠান নয় বা বৃহত্তর জনস্বার্থের ক্ষেত্রে করা কোনও কর্মসূচি নয় । এইভাবে সরকারি পরিষেবাকে প্রশাসন অনৈতিকভাবে ব্যবহার করতে পারে না । তা ব্যবহার করা উচিতও নয় । গণতান্ত্রিক পরিষেবাকে একটি রাজনৈতিক সংগঠন নিজের স্বার্থে সরকারিভাবে পরিবেশন করতে পারে না । কোনও যুক্তিসঙ্গত কারণ নেই যার মাধ্যমে রাজনৈতিক সংগঠন জনসেবামূলক শাখাকে চাপ দিতে পারে।"

এ বিষয়ে আগেই সরব হয়েছে সার্ভিস ডক্টরস ফোরাম । সে বিষয়ে নিজের চিঠিতে উল্লেখ করেছেন অধীর । তিনি জানান, ডক্টরস ফোরামের প্রতিবাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চান । কারণ, সার্ভিস ডক্টরস ফোরাম মনে করছে রাজ‍্য জুড়ে স্বাস্থ্য ব‍্যবস্থার পরিকাঠামো এবং ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীর অভাবে পরিষেবা ভেঙ্গে পড়ার মুখে । ব্লাড ব‍্যাংকগুলো রক্ত শূন্যতায় ভুগছে । রক্তের অভাবে বহু অপারেশন বন্ধ হয়ে যাচ্ছে । এরকম সময়ে সম্পূর্ণ একটি রাজনৈতিক অনুষ্ঠান সামাল দিতে গোটা রাজ‍্যজুড়ে উপযুক্ত সংখ্যক রক্ত সমেত 3 দিন ধরে মেডিক্যাল টিম দেওয়ার জন‍্য জেলার সিএমওএইচদের এই নির্দেশ দেওয়া হয়েছে ৷ এই নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর ।

আরও পড়ুন: 21 জুলাই হাসপাতালগুলিকে প্রস্তুত থাকার নির্দেশ স্বাস্থ্য ভবনের, শুরু বিতর্ক

অধীর চৌধুরী বলেন, "এক কথায় এই নির্দেশ বেআইনি । জনস্বার্থকে ভীষণভাবে বিঘ্নিত করে এই ধরনের কর্মসূচি ৷ এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা ।" জনস্বার্থে এবং স্বাস্থ্য দফতরের নিরপেক্ষতা ও ভাবমূর্তি বজায় রাখার স্বার্থে অবিলম্বে এই নির্দেশিকা বাতিল করার দাবি জানিয়েছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.