ETV Bharat / state

Adhir Chowdhury over Coal Scam: 'কয়লাকাণ্ডের তদন্ত বন্ধ কেন ?' অভিষেককে খোঁচা অধীরের

author img

By

Published : Mar 12, 2023, 2:30 PM IST

Adhir Ranjan Chowdhury
অধীর রঞ্জন

গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডল দিল্লি গিয়েছেন। তিনি এখন ইডি হেফাজতে ৷ এই প্রসঙ্গে বলতে গিয়ে অধীর চৌধুরী কয়লাপাচার তদন্তের প্রসঙ্গ তোলেন ৷ তাঁর প্রশ্ন, কয়লাপাচার কাণ্ডের তদন্ত বন্ধের কারণ কী (Adhir Chowdhury asks about Coal Scam investigation) ?

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী কয়লাতদন্ত নিয়ে প্রশ্ন তুললেন

কলকাতা, 12 মার্চ: গরুরপাচার কাণ্ড বা আয় বহিভূর্ত অর্থের মামলার তদন্তের গতি খারাপ নয় ৷ কিন্তু কয়লা কাণ্ডের তদন্ত ঠিকঠাক হচ্ছে কি ? বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার প্রসঙ্গ টেনে এই প্রশ্ন তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ৷ তাঁর দাবি, কংগ্রেসের বিরোধিতার শর্তে পশ্চিমবঙ্গের কয়লাপাচার কম্যান্ডের তদন্ত স্থগিত রাখা হয়েছে ৷ 2021 সালের সেপ্টেম্বর মাসের পর কয়লাকাণ্ড নিয়ে আর কোনও উচ্চবাচ্য শোনা যাচ্ছে না ৷ রাজ্যের পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেভাবে ব্যবহার করছে, একই কায়দায় দিল্লির মোদি সরকার ইডি-সিবিআইকে দিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে (Congress Leader MP Adhir Chowdhury takes a jibe at Abhishek Banerjee over Coal Smuggling) ৷ তিনি জানান, অনুব্রত মণ্ডলের মেয়ের জন্য তাঁর খারাপ লাগছে ৷ তিনি বলেন, "বাবার পাপের বোঝা মেয়ের উপর চেপেছে" ৷

শনিবার প্রদেশ কংগ্রেসের রাজ্য দফতর বিধান ভবনের সাংবাদিক সম্মেলন করেন অধীর চৌধুরী ৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা প্রসঙ্গে বলতে গিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি ৷ একজন সাংসদ কীভাবে বিপুল টাকা খরচ করে দুবাই, মালয়েশিয়ায় চিকিৎসা করাতে যেতে পারেন, সে প্রশ্নও তোলেন তিনি ৷ গরুপাচার, কয়লাপাচারের টাকা ভিনদেশে পাচার হয়েছে বলেও দাবি অধীরের ৷ তাঁর কথায়, "গরু-কয়লাপাচারে টাকা শুধু বাংলাদেশ নয়, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের ভানুতুতু, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেও চলে গিয়েছে ৷ আর তাই খোকাবাবু দাঁত দেখাতে দুবাই যায় ৷ চোখ দেখাতে আমেরিকায় যায় ৷ এ তো শুধু গরুপাচারের টাকা ৷ কয়লাপাচারে টাকা কোথায় গেল ? কয়লাপাচার নিয়ে তদন্ত কেন থেমে গেল ?"

লোকসভায় কংগ্রেসের দলনেতার দাবি, রাজ্যে দুর্নীতির যে সব অভিযোগ উঠেছে তার শীর্ষে আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে ভাইপো অভিষেক ৷ আর তৃণমূলের তাবড় তাবড় নেতারা জড়িত ৷ তিনি বলেন, "2021 সালের 8-9 সেপ্টেম্বরের পর কয়লাকাণ্ড নিয়ে আর কোনও আলোচনা হচ্ছে না ৷ তদন্তও হচ্ছে না ৷ গ্যারান্টি দিয়ে বলছি, ইডি অফিসের 9 ঘণ্টা জেরায় খোকাবাবু সব উগরে দিয়েছেন ৷ একইসঙ্গে কংগ্রেসের বিরোধিতার শর্তে মামলার তদন্ত স্থগিত রয়েছে ৷ সেই কারণে খোকাবাবু বাইরে এসে কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়ে ছিলেন ৷ তারপর থেকে পরস্পর ঘটনা মিলিয়ে দেখবেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ধারাবাহিকভাবে কংগ্রেসের বিরুদ্ধে কাজ করে চলেছেন ৷"

আরও পড়ুন: অমিত শাহকে খুশি করতেই টি-শার্টে ‘পাপ্পুর’ লড়াই অভিষেকের, কটাক্ষ সুজনের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.