ETV Bharat / state

Adhir Chowdhury : দলবদল বাংলার রাজনীতির নতুন পরিচয়, মন্তব্য অধীরের

author img

By

Published : Jun 11, 2021, 10:40 PM IST

মুকুলের দলবদল নিয়ে কটাক্ষ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷ এই দলবদলে তৃণমূল ও বিজেপিকে রেয়াত করেননি সিপিএম নেতা সুজন চক্রবর্তীও ৷

Adhir Chowdhury
Adhir Chowdhury

কলকাতা, 11 জুন : বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাওয়ার হিড়িক পড়েছিল ৷ তৃণমূলের ছোট বড়, বিখ্যাত, অখ্যাত নেতারা গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলেন ৷ ভোট মিটতেই সেই ধারা বজায় রইল ৷ তবে এবার হিড়িকটা বিজেপি ছাড়ার ৷ আজ বিজেপি বিধায়ক ও সর্বভারতীয় সহ-সভাপতির পদে থাকা মুকুল রায় তৃণমূলে ফের যোগদান করেছেন ৷ তালিকায় নাকি আরও অনেকে রয়েছেন ৷ বিষয়টি নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বলেছেন, ‘‘বাংলায় দলবদলের ঘরানা বঙ্গ রাজনীতির এক নতুন পরিচয় ৷’’

পুত্র শুভ্রাংশুকে সঙ্গে নিয়ে আজ তৃণমূল ভবনে গিয়ে পুরানো দলে যোগদান করেন মুকুল রায় ৷ সাংবাদিক বৈঠকে তাঁকে পাশে বসিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বিজেপিতে গেলেও মুকুলের সঙ্গে কোনওদিনও মতবিরোধ ছিল না ৷ অন্যান্য দলত্যাগীদের গদ্দার আখ্যা দিলেও মুুকুলের প্রতি কোনওদিন সেভাবে উচ্চবাচ্য করেননি মমতা ৷ অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাকিদের মতো চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানাতে দেখা যায়নি মুকুল রায়কে । নিজের মতো করে প্রচার করেছেন । জিতেও এসেছেন ।

বারবার দলবদল করায় মুকুল রায়ের রাজনৈতিক মতাদর্শ নিয়ে প্রশ্নের জবাব দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নরমে গরমে আজ সেই কথা স্মরণ করিয়ে দেন । বলেন, "মুকুল রায় নির্বাচনের সময় তৃণমূলের বিরুদ্ধে কোনও অপ্রীতিকর কথা বলেননি ৷"

আরও পড়ুন : মুকুলের ষড়যন্ত্রেই কি ভোটে ভরাডুবি বঙ্গ-বিজেপির ?

অধীর চৌধুরী বলছেন, "নির্বাচনী ভাষণে মুকুল রায়ের প্রতি মমতার প্রসন্নতা দেখা গিয়েছিল ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন সহানুভূতিশীল ব্যবহার আগেই বুঝিয়ে দিয়েছিলেন যে মুকুল রায় তৃণমূলের ফিরতে চলেছেন ৷" তিনি বলেন, ‘‘একদিন মুকুল রায় বিজেপিকে সঙ্গে নিয়ে মমতাকে উৎখাত করার স্বপ্ন দেখেছিলেন ৷ সেই মুকুল আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের শরণাপন্ন ৷ এ রাজ্যের মানুষ সবকিছুই দেখছেন ৷’’

প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্বের এই দলবদল যেমন বিস্ময়ের সৃষ্টি করেছে তেমনই বিতর্ক তুলে ধরেছে । রাজ্যের অন্য দুই বিরোধী দল কংগ্রেস এবং সিপিএম এই দলবদলে লুকিয়ে থাকা নগ্ন রাজনৈতিক মুল্যবোধের অবনমনের কথা বলছে । কংগ্রেসের মনোজ চক্রবর্তী বলছেন, "দেউলিয়াপনার নগ্ন রূপ এই দলবদলে পরিষ্কার । বিজেপি এবং তৃণমূলের সার্বিক দেউলিয়াপনা এই ছবিতে ধরা পড়েছে । একই সঙ্গে মুকুল রায়ের রাজনৈতিক মূল্যবোধের চূড়ান্ত অবনমন এই দলবদলে ধরা পড়ল ।"

আরও পড়ুন : মুকুল ঝরায় কি ফাঁকা মাঠ পেয়ে গেলেন শুভেন্দু ?

প্রথমে বিষয়টি সম্বন্ধে মন্তব্য করতে রাজি হচ্ছিলেন না সিপিএম নেতা সুজন চক্রবর্তী । পরে বললেন, "এই দলবদল দেখিয়ে দিল যাঁরা বিজেপিতে স্বচ্ছন্দ তাঁরা তৃণমূলেও স্বচ্ছন্দ । আবার যারা তৃণমূল কংগ্রেসে সাবলীল তারা বিজেপিতে সাবলীল ।" একই সঙ্গে তিনি যোগ করেছেন, "যাঁরা ভেবেছিলেন বিজেপিকে রুখতে তৃণমূল কংগ্রেস একমাত্র বিকল্প তাঁরা ভুল ভেবেছিলেন । তা এদিন প্রমাণিত । আগেও বলেছি এখনও বলছি বিজেপিকে রুখতে বামপন্থা একমাত্র বিকল্প ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.