ETV Bharat / state

Mahua on Adani's Wiki Information: উইকিপিডিয়ার তথ্য বদলের অভিযোগ, আদানি গোষ্ঠীকে কটাক্ষ মহুয়ার

author img

By

Published : Feb 22, 2023, 12:38 PM IST

উইকিপিডিয়ায় আদানি গোষ্ঠীর স্বপক্ষে পক্ষপাতিত্বমূলক কলাম প্রকাশ ও নেতিবাচক কলাম বদলে দেওয়া অভিযোগ উঠেছে ৷ সেই ইস্যুতে টুইটারে আদানি গোষ্ঠীকে নিশানা মহুয়া মৈত্রর (Mahua on Adani's Wiki Information) ৷

Mahua on Adani's Wiki Information ETV BHARAT
Mahua on Adani's Wiki Information

নয়াদিল্লি, 22 ফেব্রুয়ারি: এবার আদানি গোষ্ঠীর বিরুদ্ধে 'সকপাপেট'-দের সাহায্যে উইকিপিডিয়ায় সংস্থার স্বপক্ষে পক্ষপাতিত্বে ভরা তথ্য আপলোড (Adani Group Create or Revised Articles) করার অভিযোগ উঠল ৷ তাও 40টি নিষিদ্ধ ‘অর্থের বিনিময়ে অঘোষিত এডিটর’-দের দিয়ে এই কাজ করানো হচ্ছে বলে অভিযোগ ৷ স্বয়ং উইকিপিডিয়া কর্তৃপক্ষের তরফে এই অভিযোগ করা হয়েছে ৷ আর সেই নিয়ে ফের একবার টুইটারে আদানি গোষ্ঠীকে নিশানা করলেন তৃণমূলের লোকসভার সাংসদ মহুয়া মৈত্র ৷ কটাক্ষের সুরে তিনি বলেন,"আমি সবসময় ভাবতাম এরা ভক্তপাপেটস ৷"

উল্লেখ্য, উইকিপিডিয়াতে দাবি করা হয়েছে, গত 2 মাসে আদানি গোষ্ঠীকে নিয়ে যত নেতিবাচক কলাম সেখানে প্রকাশিত হয়েছে তার অধিকাংশের তথ্য বদল করে ইতিবাচক করা হয়েছে ৷ আর কোনও কোনও ক্ষেত্রে সেই সব কলামের পালটা কলাম পোস্ট করা হয়েছে ৷ আর এসব করা হচ্ছে 40টি ‘অঘোষিত এডিটর’-দের (Undeclared Paid Editors) মাধ্যমে ৷ যাদের উইকিপিডিয়া সকপাপেটস বা মোজা দিয়ে তৈরি পুতুল বলে অভিহিত করেছে ৷ তাদের ইশারায় নিয়ন্ত্রণ করা হয়েছে ।

  • Wikipedia says 40 later banned “sockpuppets” paid to create/revised articles on Adani family & group with biased info or puffery.

    Oh I always thought they were called Bhaktpuppets.

    — Mahua Moitra (@MahuaMoitra) February 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উইকিপিডিয়ার এই তথ্যের ভিত্তিতে এদিন সাংসদ মহুয়া মৈত্র একটি টুইট করেন ৷ সেখানে তিনি লিখেছেন, "উইকিপিডিয়া বলছে, 40টি নিষিদ্ধ সকপাপেট টাকার বিনিময়ে আদানি পরিবার ও গোষ্ঠীর হয়ে পক্ষপাতমূলক কলাম তৈরি বা বদল করছে ৷ ওহঃ, আমি সবসময় ভাবতাম এরা ভক্তপাপেটস ৷’’

আরও পড়ুন: হিন্ডেনবার্গের আগেও আদানিদের বিরুদ্ধে বেনিয়মের রিপোর্ট বেরিয়েছে ভারতে, দাবি পরঞ্জয় গুহঠাকুরতার

উইকিপিডিয়া 20 ফেব্রুয়ারি 'ডিসইনফরমেশন রিপোর্ট' প্রকাশ করেছে ৷ সেখানে হিন্ডেনবার্গ রিসার্চের বিষয়টিকে তুলে ধরে আদানি গোষ্ঠীকে প্রশ্ন করা হয়েছে ৷ বলা হয়েছে, "আপনারা বা আপনাদের কর্মীরা পক্ষপাতিত্বমূলক তথ্য প্রকাশ করে উইকিপিডিয়ার পাঠকদের সঙ্গে কী প্রতারণা করছেন ?" অভিযোগ করা হয়েছে, 40 টি নিষিদ্ধ সকপাপেট বা অঘোষিত পেইড এডিটররা আদানি পরিবার ও গ্রুপকে নিয়ে লেখা 9টি কলাম বদল করেছে ৷ এমনকি নতুন কলাম লেখাও হয়েছে ৷ আর সেই নিয়ে মহুয়া মৈত্র এদিন টুইটারে আদানিদের কটাক্ষ করে ওই টুইট করেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.