ETV Bharat / state

Actor Sonalee Chaudhuri: বেহালায় খুঁটি পুজোয় হাজির অভিনেত্রী সোনালী, জানালেন নিজের নতুন ধারাবাহিকের কথা

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 27, 2023, 4:57 PM IST

Khuti Puja at Behala: রবিবারের বেহালার একটি ক্লাবের খুঁটি পুজোয় সামিল হলেন অভিনেত্রী সোনালী চৌধুরী ৷ ইটিভি ভারতের সঙ্গে আড্ডায় জানালেন দুর্গাপুজোর পরিকল্পনা ও নতুন ধারাবাহিকের কথা ৷

Actor Sonalee Chaudhuri
অভিনেত্রী সোনালী চৌধুরী

বেহালায় খুঁটি পুজোয় হাজির অভিনেত্রী সোনালী চৌধুরী

বেহালা, 27 অগস্ট: বেজে গিয়েছে পুজোর ঘণ্টা । হাতে আর মাত্র কয়েকটা দিন ৷ দিকে দিকে চলছে খুঁটি পুজো । থিম তৈরিতে এখন চূড়ান্ত ব্যস্ততা পুজো উদ্যোক্তাদের ৷ এ বছর সরকারের তরফে পুজো উদ্যোক্তাদের দেওয়া হবে 70 হাজার টাকা । তাই আর দেরি না করে রবিবারের সকালে খুঁটি পুজো সেরে ফেলল বেহালার জয়রামপুর সর্বজনীন দুর্গাপুজো কমিটিও ৷ তাদের পুজো প্রাঙ্গণে এ দিন হয় এই খুঁটি পুজো ৷ তাতে হাজির ছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনালী চৌধুরী-সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ।

Actor Sonalee Chaudhuri at Khuti Puja
বেহালার জয়রামপুর সর্বজনীন দুর্গাপুজো কমিটির খুঁটি পুজো

সোনালী চৌধুরী এ দিন বলেন, "পুজোর মজা শুধুই আমার ছেলে ঋকুকে ঘিরে । এ বছর মা নেই, তাই সব আনন্দ ওর জন্যই । শপিং হয়নি এখনও । সময় পাইনি শপিং করার । নতুন কাজ নিয়ে ব্যস্ত আছি । পুজোর উদ্বোধন করার আছে বেশ কয়েকটা ৷ সেরা থিম বিচারেরও কাজ আছে । এভাবেই কেটে যাবে এবারের পুজোটা ।"

ইটিভি ভারতকে সোনালী জানান, যিশু সেনগুপ্ত প্রযোজিত আসন্ন ধারাবাহিক 'লাভ বিয়ে আজকাল'-এ অভিনয় করছেন তিনি । তবে, সেখানে কোন চরিত্রে তাঁকে দেখা যাবে, তা নিয়ে কিছুই খোলসা করেননি এই অভিনেত্রী । এই ধারাবাহিকে রয়েছেন জুন মালিয়াও । বহু বছর ধরে সোনালী বাংলা টেলিভিশনে দাপিয়ে অভিনয় করছেন । বড় পর্দাতেও তাঁর কাজের সংখ্যা নেহাত কম নয় । তবে 'বোধিসত্বর বোধবুদ্ধি'র পর এই 'লাভ বিয়ে আজকাল' দিয়ে তিনি আবার টেলিভিশনে ফিরছেন ।

আরও পড়ুন: সানগ্লাস দুলিয়ে জমিয়ে নাচ, ভবানীপুর 75 পল্লীর খুঁটিপুজোর মঞ্চ মাতালেন মদন

বেহালা জয়রামপুর সর্বজনীন তাদের নিত্যনতুন থিমের জন্য বিখ্যাত । এবার তাদের 76তম বর্ষে পদার্পণ । আর তাই এবছর সাবেকিয়ানার পথে হাঁটতে উদ্যোগী পুজো উদ্যোক্তারা । গতবছর জয়রামপুর সর্বজনীনের থিম ছিল 'স্বরূপ দর্শন'। বায়োস্কোপের মাধ্যমে স্বরূপ দর্শন করিয়েছিলেন শিল্পীরা ৷ এবার সাবেকিয়ানায় কেমন বৈচিত্র‍্য তুলে ধরেন সেটাই এখন দেখার অপেক্ষা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.