ETV Bharat / state

Rujira Banerjee at ED Office: ইডি দফতরে রুজিরা, অভিষেক পত্নীকে জিজ্ঞাসাবাদে দিল্লি থেকে হাজির 3 বিশেষ আধিকারিক

author img

By

Published : Jun 8, 2023, 12:38 PM IST

Etv Bharat
রুজিরা বন্দ্যোপাধ্যায়

সিজিও কমপ্লেক্সে হাজির হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য দিল্লি থেকে এসেছেন তিনজন বিশেষ তদন্তকারী অফিসার ৷

কলকাতা, 8 জুন: নির্ধারিত সময়ে সল্টলেক সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে এসে পৌঁছলেন অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায় । সূত্রের খবর, তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য তৈরি হয়েছে তিন পাতার প্রশ্নমালা । পাশাপাশি দিল্লি থেকে বেশ কিছুক্ষণ আগেই তিনজন বিশেষ আধিকারিক ইতিমধ্যেই এসে পৌঁছেছেন কলকাতায় । আর কিছুক্ষণ পরই শুরু হবে অভিষেক পত্নীকে জিজ্ঞাসাবাদ ।

এদিন দক্ষিণ কলকাতা থেকে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে এসকর্ট করে নিয়ে আসেন কলকাতা পুলিশের আধিকারিকরা । ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটরের আধিকারিকরা মূলত এর আগে অভিষেক পত্নীকে জিজ্ঞাসাবাদ করেছিলেন । এছাড়াও নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হয়েছেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র ।

ইডির আধিকারিকরা একটি বিশেষ সংস্থার গতিবিধি সম্পর্কে আজ রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারেন । এছাড়াও কালীঘাটের কাকুর গাছ থেকে পাওয়া একাধিক তথ্য ক্রস কোশ্চেনিং মারফত রুজিরাকে জিজ্ঞাসা করে যাচাই করাও হতে পারে বলে ইডি সূত্রে খবর ৷ থাইল্যান্ড ও মালয়েশিয়া-সহ একাধিক রাষ্ট্রে অভিষেক পত্নীর বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কেও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গিয়েছে ।

প্রসঙ্গত, কিছুদিন আগেই দিল্লি থেকে কলকাতায় আসেন ইডির প্রধান সঞ্জয় মিশ্র ৷ এসেই পূর্বাঞ্চলের ইডি আধিকারিক থেকে শুরু করে ইনকাম ট্যাক্স আধিকারিকদের সঙ্গে তিনি দফায় দফায় বৈঠক করেন ৷ সূত্রের খবর, কালো টাকার উৎস এবং সেই টাকা কোথায় কোথায় ব্যবহার হয়েছে তা খুঁজে বার করতে তদন্তকারী আধিকারিকদের স্পষ্ট নির্দেশ দিয়ে দিয়েছেন ইডি কর্তা ৷

আরও পড়ুন : হাজিরা দেওয়ার কথা রুজিরার, সকাল থেকেই সিজিও কমপ্লেক্সে কড়া নিরাপত্তা

এরপরেই দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় কলকাতা বিমানবন্দরে অভিবাসন দফতর বিদেশ যাওয়া থেকে আটকায় ৷ সেখানেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা তাঁকে নোটিশ ধরায় । সেখানে বলা হয় 8 জুন অর্থাৎ আজ ইডি দফতরে তাঁকে হাজিরা দিতে হবে । সেইমতোই তিনি হাজিরা দিতে এসেছেন ৷ এখন দেখার পরবর্তীতে কী হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.