ETV Bharat / state

Abhishek to Move SC: সুপ্রিম কোর্টে যাচ্ছেন অভিষেক, হাজিরার আগেই সিবিআইকে জানালেন চিঠি দিয়ে

author img

By

Published : May 20, 2023, 12:55 PM IST

Abhishek to Move SC
Abhishek to Move SC

কুন্তলের চিঠি মামলায় শনিবার সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তার আগে তদন্তকারী সংস্থাকে চিঠি দিয়েছেন তিনি ৷ জানিয়েছেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে আবেদন করতে চলেছেন ৷

কলকাতা, 20 মে: কুন্তল ঘোষের চিঠি মামলায় আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ শনিবার সেই বিষয়টি তিনি চিঠি দিয়ে জানিয়েও দিয়েছেন নিয়োগ দুর্নীতি মামলার তদন্তকারী সংস্থা সিবিআই-কে ৷ তবে চিঠি দিয়ে তিনি অবশ্য হাজিরা এড়াননি ৷ বরং নির্ধারিত সময়েই হাজির হয়ে গিয়েছেন কলকাতার নিজাম প্যালেসে সিবিআইয়ের কার্যালয়ে ৷

শুক্রবার দুপুরে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে নোটিশ পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরো ৷ নোটিশে তাঁকে শনিবার সকাল 11টায় হাজির হতে নির্দেশ দেওয়া হয় ৷ এ দিন সিবিআই-কে পাঠানো চিঠির শুরুতেই সেই নোটিশের বিষয়ে উল্লেখ করেন ডায়মন্ড হারবারের সাংসদ ৷ কেন তাঁকে নোটিশ দেওয়ার পর হাজিরা দেওয়ার জন্য 24 ঘণ্টা সময় দেওয়া হল না, সেই প্রশ্ন তোলেন ৷ একই সঙ্গে উল্লেখ করেন যে তদন্তে সহযোগিতা করার জন্যই তিনি হাজিরা দিচ্ছেন সিবিআইয়ের কাছে ৷

Abhishek to Move SC
সিবিআইকে পাঠানো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠি

ওই চিঠির শেষ অংশে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার বিষয়টি উল্লেখ করেছেন অভিষেক ৷ জানিয়েছে, শীর্ষ আদালতে তিনি কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে একটি স্পেশাল লিভ পিটিশন দায়ের করতে চলেছেন ৷ সেখানে তিনি জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করবেন ৷ আগামী সোমবার যাতে ওই শুনানি হয়, সেই আবেদন করা হবে ৷

Abhishek to Move SC
সিবিআইকে পাঠানো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠি

প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্য়ায় এর আগেও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ৷ সেই মামলা পরে হাইকোর্টে ফিরিয়ে দেয় শীর্ষ আদালত ৷ তবে মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরানোর নির্দেশ দেওয়া হয় সুপ্রিম কোর্টের তরফে ৷ পরে ওই মামলা সরানো হয় বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চে ৷ গত বৃহস্পতিবার মামলার রায়ে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের আবেদন খারিজ করে দেন বিচারপতি সিনহা ৷ অভিষেককে 25 লক্ষ টাকা জরিমানা করে আদালত৷ সেদিনই স্পষ্ট হয়েছিল যে অভিষেককে জিজ্ঞাসাবাদে বাধা নেই সিবিআই বা ইডির ৷

শুক্রবার জরুরি ভিত্তিতে শুনানির জন্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক ৷ কিন্তু আদালত জরুরি ভিত্তিতে শুনানিতে রাজি হয়নি ৷ প্রধান বিচারপতির বেঞ্চও জরুরি ভিত্তিতে শুনানির আবেদন ফিরিয়ে দেন ৷ তার পরই সিবিআই নোটিশ পাঠায় অভিষেককে ৷ সেই মতো হাজিরা দিয়েছেন তিনি ৷

রাজনৈতিক বিশেষজ্ঞদের বক্তব্য, এই মামলায় আবারও তলব করা হতে পারে অভিষেককে ৷ সেই কারণেই সুপ্রিম কোর্টে যাচ্ছেন তৃণমূলের শীর্ষ নেতা ৷ কিন্তু এখানেও তাঁর আবেদনের জরুরি শুনানি হবে, নাকি তাঁকে শুনানির জন্য অপেক্ষা করতে হবে, এখন সেটাই দেখার !

আরও পড়ুন: সময় মেনেই নিজামে হাজিরা অভিষেকের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.