ETV Bharat / state

Abhishek Banerjee: তৃণমূলের ধরনা কর্মসূচিতে পুলিশের ধাক্কা! 'জমিদারের সরকার', কটাক্ষ অভিষেকের

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 3, 2023, 6:54 AM IST

Updated : Oct 3, 2023, 7:59 AM IST

ETV Bharat
রাজঘাটে ধরনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়

একশো দিনের কাজের বকেয়া টাকা আদায়ে গান্ধিজয়ন্তীতে রাজঘাটে ধরনা কর্মসূচি ছিল তৃণমূলের ৷ সেখান থেকে দলের সাংসদ, মন্ত্রী, নেতাদের ধাক্কা দিয়ে বের করে দেয় দিল্লি পুলিশ ৷ এই ঘটনায় বিজেপি সরকারকে কড়া আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

নয়াদিল্লি ও কলকাতা, 3 অক্টোবর: কেন্দ্রের বিজেপি সরকারকে 'জমিদারের সরকার' বলে কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার, একশো দিনের কাজের বকেয়া টাকা আদায়ে রাজঘাটে ধরনা কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তৃণমূলের মন্ত্রী, সাংসদ ও নেতারা ৷ তাঁদের সেখান থেকে গায়ের জোরে বের করে দেয় পুলিশ ৷ এমনকী অভিষেককে সাংবাদিক বৈঠকের মাঝেই বাধা দেয় পুলিশ ৷

এরপর এদিন গভীর রাতে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে সোশাল মিডিয়ায় তিনি লেখেন, "আজ রাজঘাটে যা হল তা অত্যন্ত হতাশার ৷ গান্ধিজয়ন্তীতে বিজেপির অত্যাচারী জমিদার সরকারের শাসনকালে আমাদের সাংসদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে ৷ অথচ এই দিনটি গান্ধিজির শান্তি, অহিংসা এবং স্বরাজের নীতিতে উৎসর্গীকৃত ৷"

  • Their only crime was embracing the path of satyagraha inspired by the revered Mahatma Gandhi, in their endeavour to secure WB’s rightful dues. I implore their MASTERS to heed this message:

    The days of your ZAMINDARI REIGN ARE NUMBERED and the people will emerge victorious!(2/2)

    — Abhishek Banerjee (@abhishekaitc) October 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড পোস্টের সঙ্গে একটি ভিডিয়োও শেয়ার করেছেন ৷ তাতে দেখা যাচ্ছে পুলিশ এক ব্যক্তিকে বারবার ধাক্কা দিচ্ছে ৷ ডায়মন্ডহারবারের সাংসদ লেখেন, "রাজঘাটে শান্তিপূর্ণ ধরনা হচ্ছিল ৷ এদিকে বিজেপি আমাদের চুপ করানোর লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে ৷ আজ দিল্লির প্রতিটি কোনায় কোনায় এবং ক্ষমতার অলিন্দে বাংলার নাম প্রতিধ্বনিত হচ্ছে ৷ এটাই মানুষের শক্তি আর জনজোয়ারের প্রতিফলন ৷ ন্যায়বিচারের জন্য আমাদের লড়াই আরও শক্তিশালী হবে ৷"

গতকাল তৃণমূলের ধরনা কর্মসূচি চলাকালীন একটি সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং ৷ তিনি বাংলার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন ৷ সিবিআইকে দিয়ে এই দুর্নীতির তদন্ত করা হতে পারে বলেও জানিয়েছেন মোদি মন্ত্রিসভার এই সদস্য। তৃণমূলও এর পালটা জবাব দিয়েছে। বাংলার শাসকদলের দাবি, সিবিআই তদন্তে তাদের কোনও আপত্তি নেই। কিন্তু প্রমাণ ছাড়া এভাবে তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করায় কেন্দ্রীয় মন্ত্রীকেই গ্রেফতার করা উচিত বলে মনে করে তৃণমূল ৷

100 দিনের কাজ, আবাস যোজনা-সহ একাধিক প্রকল্পে কেন্দ্রীয় সরকারের থেকে বিরাট অঙ্কের টাকা পায় পশ্চিমবঙ্গ ৷ এই বকেয়া আদায়ের দাবিতে আজ মঙ্গলবার যন্তরমন্তরে ধরনা কর্মসূচি রয়েছে তৃণমূলের ৷ তবে আজ যদি পুলিশ কোনওভাবে মনরেগা জব কার্ড হোল্ডারদের গায়ে হাত দেয়, তাহলে তার ফল ভয়ানক হবে বলে হুমকি দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ দুপুর 1টায় এই সভা শুরু হওয়ার কথা ৷ এরপর সন্ধ্যা 6টায় তৃণমূলের একটি প্রতিনিধি দল কৃষি ভবনে যাবে ৷ সেখানে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা রয়েছে ৷

আরও পড়ুন: মন্ত্রীরা খুঁজে পেলেন না জুতো-গাড়ি, সাংসদের খোয়া গেল ফোন; রাজঘাটে হতাশ তৃণমূল

Last Updated :Oct 3, 2023, 7:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.