ETV Bharat / state

বৈঠকে যোগ দিতে দিল্লিতে মান্নান, উঠতে পারে দলীয় কোন্দলের কথা

author img

By

Published : Nov 16, 2019, 3:32 AM IST

Updated : Nov 16, 2019, 7:12 AM IST

গতকাল দিল্লি পৌঁছেছেন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান । AICC-র বৈঠকের পাশাপাশি সভানেত্রী সোনিয়া গান্ধির সঙ্গে কংগ্রেসের বর্তমান পরিস্থিতি, প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে সোমেন মিত্রর ভূমিকা, আসন্ন উপনির্বাচন একাধিক বিষয়ে আলোচনা হতে পারে ।

ছবি

কলকাতা, 16 নভেম্বর : AICC-র বৈঠকে যোগ দিতে গতকাল দিল্লি পৌঁছেছেন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান। বৈঠকের পাশাপাশি সভানেত্রী সোনিয়া গান্ধির সামনে এরাজ্যে কংগ্রেসের বর্তমান পরিস্থিতির কথাও আর একবার তুলে ধরবেন তিনি । ইতিমধ্যেই মান্নানের দিল্লি যাওয়াকে কেন্দ্র করে কংগ্রেসের অভ্যন্তরে গুঞ্জন শুরু হয়েছে । কংগ্রেস নেতৃত্বের একাংশ জানাচ্ছেন, প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের বিরুদ্ধে ক্ষোভ জানাতে তিনি ফের দিল্লিতে যাচ্ছেন । সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের অপদার্থতা তুলে ধরবেন আবদুল মান্নান ।

পুজো শেষে 10 অক্টোবর সোনিয়া গান্ধির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে দলের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরেন আবদুল মান্নান । পাশাপাশি সোমেন মিত্রর ভূমিকা নিয়েও ক্ষোভ উগড়ে দেন । অতীতেও তিনি জানিয়েছিলেন, সোমেন মিত্র প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে কংগ্রেসের পুরোনো বিধায়ক এবং নেতৃত্বকে যথাযোগ্য মর্যাদা দেন না । এই বিষয়ে কংগ্রেসের ডেপুটি লিডার নেপাল মাহাত বলেন, "কংগ্রেস দলের অতীতের অনেক গোষ্ঠীদ্বন্দ্ব আমরা দেখেছি । আর গোষ্ঠীদ্বন্দ্ব নয় । দলকে নিজের পায়ে দাঁড়াবার জন্য সংগঠনকে আরও বেশি মজবুত করতে হবে । জোট আমরা পরিস্থিতির স্বার্থে করেছি ঠিকই । আমাদের দেখতে হবে সংগঠনকে কীভাবে আরও বেশি মজবুত করা যায় ।"প্রথা মাফিক AICC-র বৈঠকে যোগ দিতেই আবদুল মান্নান দিল্লি গেছেন বলে জানিয়েছেন তিনি । তবে অতীতে দলের অন্তর্কলহের কথা স্বীকার করেছেন পুরুলিয়ার বাগমুণ্ডির কংগ্রেস বিধায়ক নেপাল মাহাত ।

ভিডিয়োয় শুনুন নেপাল মাহাতর বক্তব্য

রাজনৈতিক মহলের একাংশের তরফে জানা গেছে, সোমেন মিত্র প্রদেশ কংগ্রেসের যথাযোগ্য দায়িত্ব সামলাতে পারছেন না বলে ফের সোনিয়া গান্ধির কাছে অভিযোগ করবেন বিরোধী দলনেতা । আসন্ন তিনটি বিধানসভা উপনির্বাচনের রায় কোন দিকে যেতে পারে, বাম কংগ্রেসের জোটের পর এ রাজ্যে কংগ্রেসের সাংগঠনিক শক্তি কতটা বৃদ্ধি পেয়েছে তা নিয়েও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির সঙ্গে আলোচনা করবেন মান্নান । প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র দীর্ঘদিন ধরেই অসুস্থ । এই অবস্থায়, কীভাবে প্রদেশ কংগ্রেসের দায়িত্ব সফলভাবে পালন হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেন রাজ্যের বিরোধী দলনেতা । এই বিষয়টিও সোনিয়া গান্ধির গোচরে আনবেন আবদুল মান্নান ।

Intro: এ আইসিসির বৈঠকে যোগ দিতে আজ দিল্লি গেলেন রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান। আইসিসির বৈঠক থাকলেও এ রাজ্যে কংগ্রেসের ভিত যে খুবই দুর্বল সে কথাই আরেকবার এআইসিসির সামনে তুলে ধরবেন রাজ্যের বিরোধী দলনেতা। আব্দুল মান্নানের দিল্লী যাওয়াকে কেন্দ্র করে কংগ্রেসের অভ্যন্তরে বিতর্ক তৈরি হয়েছে। রাজ্যের প্রথম সারির কয়েকজন কংগ্রেস নেতৃত্বে জানাচ্ছেন, প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের বিরুদ্ধে ক্ষোভ জানাতে তিনি ফের দিল্লিতে যাচ্ছেন। সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের অপদার্থতা তুলে ধরবেন আব্দুল মান্নান।


Body:প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের প্রতি ক্ষোভ উগরে দিয়ে অতীতেও আব্দুল মান্নান জানিয়েছিলেন, প্রদেশ কংগ্রেসের সভাপতি হয়ে সোমেন মিত্র দায়িত্ব পাওয়ার পর তিনি যথাযোগ্য মর্যাদা দেন না কংগ্রেসের পুরনো বিধায়ক এবং নেতৃত্বকে।
সভাপতির দায়িত্ব নেওয়ার পরে বিভিন্ন কমিটি তৈরি করেছেন রাজ্যের বিরোধী দলের সঙ্গে কথা না বলেই বলে জানিয়েছিলেন আব্দুল মান্নান। যদিও আবদুল মান্নানের দিল্লি যাত্রার পিছনে অন্য কোন উদ্দেশ্য আছে বলে মনে করেন না কংগ্রেসের ডেপুটি লিডার নেপাল মাহাতো। তিনি জানিয়েছেন, কংগ্রেস দলের অতীতের অনেক গোষ্ঠীদ্বন্দ্ব আমরা দেখেছি। আর গোষ্ঠীদ্বন্দ্ব নয়। দলকে নিজের পায়ে দাঁড়াবার জন্য সংগঠনকে আরো বেশি মজবুত করতে হবে। জোট আমরা পরিস্থিতির স্বার্থে করেছি ঠিকই। আমাদের দেখতে হবে সংগঠনকে আরো বেশি মজবুত করার জন্য।"
প্রথামাফিক আইসিসির বৈঠকে যোগ দিতেই আব্দুল মান্নান দিল্লি গিয়েছেন বলে জানিয়েছেন তিনি। তবে অতীতে অনেক রকম গোষ্ঠীদ্বন্দ্ব দেখা গিয়েছিল কংগ্রেসের মধ্যে, সে কথা স্বীকার করেছেন পুরুলিয়ার বাগমুন্ডির কংগ্রেস বিধায়ক নেপাল মাহাতো।
সূত্রের খবর, সোমেন মিত্র প্রদেশ কংগ্রেসের যথাযোগ্য দায়িত্ব সামলাতে পারছেন না বলে ফের আরেকবার সোনিয়া গান্ধীর কাছে অভিযোগ করবেন বিরোধী দলনেতা। আসন্ন তিনটি বিধানসভা উপনির্বাচনের রায় কোন দিকে যেতে পারে, বাম কংগ্রেসের জোটের পর এ রাজ্যে কংগ্রেসের সাংগঠনিক শক্তি কতটা বৃদ্ধি পেয়েছে সে বিষয়টি নিয়েও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে আলোচনা করবেন আব্দুল মান্নান।
প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র দীর্ঘদিন ধরেই অসুস্থ। এই অবস্থায়, রাজ্যে প্রতিকূল পরিস্থিতিতে কিভাবে তাকে দিয়ে এই গুরুত্বপূর্ণ সময়ে প্রদেশ কংগ্রেসের দায়িত্ব কতটা সফলভাবে পালন করা যাবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান। সূত্রের খবর, এই বিষয়টিও সোনিয়া গান্ধীর গোচরে আনবেন আবদুল মান্নান।


Conclusion:
Last Updated : Nov 16, 2019, 7:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.