ETV Bharat / state

Lake Town Child Death: লেকটাউনে ডোবা থেকে উদ্ধার নিখোঁজ শিশুর দেহ, ঘটনাস্থলে সুজিত বসু

author img

By

Published : Jun 28, 2023, 7:34 PM IST

Lake Town Child Death ETV BHARAT
Lake Town Child Death

লেকটাউনে উদ্ধার হল নিখোঁজ শিশুর দেহ ৷ দক্ষিণদাঁড়ি এলাকায় 24 নম্বর রেলগেটের কাছে ডোবা থেকে বছর 4 এর ওই শিশুর দেহ উদ্ধার হয়েছে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

লেকটাউনে উদ্ধার 4 বছরের নিখোঁজ শিশুর দেহ

লেকটাউন, 28 জুন: লেকটাউনের দক্ষিণদাঁড়ি এলাকায় 24 নম্বর রেলগেটের কাছে ডোবা থেকে উদ্ধার হল একটি শিশুর দেহ ৷ গত 4 দিন ধরে ওই শিশুটি নিখোঁজ ছিল ৷ পরিবারের তরফে 4 বছরের ইস্তাভরেজ আনসারি নামে ওই শিশুর নিখোঁজ হওয়ার অভিযোগ লেকটাউন থানায় করা হয় ৷ বিধাননগর কমিশনারেটের তরফে শিশুর খোঁজে অন্যান্য থানাকে সজাগ করে দেওয়া হয় ৷ বুধবার দুপুরে লেকটাউন থানার পুলিশ দক্ষিণ দাঁড়ি এলাকার ওই ডোবা থেকে দেহটি উদ্ধার করেছে ৷ খবরটি সামনে আসতেই, এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, গত চারদিন ধরে পুলিশ বিভিন্ন জায়গায় শিশুটির খোঁজ চালাচ্ছিল ৷ এমনকি বিধাননগর পুলিশের সোশাল মিডিয়া সাইটে শিশুটির ছবি-সহ নিখোঁজ হওয়ার বিষয়টি জানানো হয় ৷ এমনকী কমিশনারেটের তরফে অন্যান্য থানাগুলিকেও সতর্ক করা হয় ইস্তাভরেজ আনসারির নিখোঁজ হওয়ার ঘটনায় ৷ এদিনও তদন্তাকারীরা শিশুটির খোঁজ চালাতে দক্ষিণদাঁড়ি এলাকায় 24 নম্বর রেলগেটের কাছে পৌঁছন ৷ তখনই একটি ডোবায় শিশুর দেহ ভাসতে দেখেন তারা ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ৷

লোক নামিয়ে জল থেকে শিশুর দেহ তোলা হয় ৷ এরপর পরিবারের সদস্যদের সেখানে ডাকা হলে, তারা ইস্তাভরেজ আনসারির দেহ সনাক্ত করে ৷ এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে ৷ তার দেহ ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতালে পাঠানো হয়েছে ৷ খবর পেয়ে বিধাননগরের পুলিশ কমিশনার গৌরব শর্মা ঘটনাস্থলে পৌঁছান ৷ তিনি লেকটাউন থানার পুলিশকে বিষয়টিকে সংবেদনশিলতার সঙ্গে তদন্ত করতে নির্দেশ দিয়েছেন ৷ পাশাপাশি, স্থানীয় ও মৃত শিশুর পরিবারের সদস্যদের তিনি আশ্বস্ত করেছেন যে, দ্রুত তদন্ত করে শিশুর মৃত্যুর কারণ জানার চেষ্টা করা হবে ৷ কোনও অন্তর্ঘাতের ঘটনা সামনে এলে দোষীদের দ্রুত ধরার আশ্বাসও দিয়েছেন তিনি ৷

আরও পড়ুন: নিখোঁজ সদ্যোজাতের দেহ মিলল বাড়ির জলের ট্যাঙ্কে, চাঞ্চল্য হাওড়ায়

শিশুমৃত্যুর খবর পেয়ে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু 24 নম্বর রেলগেটে পৌঁছন ৷ তিনি পুলিশের সঙ্গে পুরো বিষয়টি নিয়ে আলোচনা করেন ৷ কী ঘটনা ঘটেছে ? তা পুলিশের থেকে শোনেন তিনি ৷ পাশাপাশি, মৃত শিশুর পরিবারকে সঠিক তদন্তের আশ্বাস দিয়েছেন সুজিত বসু ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.