ETV Bharat / state

Dengue Death in Kolkata: ফের শহরে ডেঙ্গিতে মৃত্যু! বাঁচানো গেল না টালিগঞ্জের গৃহবধূকে

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 26, 2023, 4:52 PM IST

Updated : Sep 26, 2023, 5:30 PM IST

ETV BHARAT
ETV BHARAT

Tollygange Residents Dies of Dengue: কলকাতায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মারা গেলেন আরও একজন ৷ টালিগঞ্জের বাসিন্দা গৃহবধূ এমআর বাঙুর হাসপাতালে ভরতি ছিলেন ৷ আজ সকালে তাঁর মৃত্যু হয়েছে ৷

কলকাতা, 26 সেপ্টেম্বর: ফের শহরে ডেঙ্গি আক্রান্ত হয়ে একজনের মৃত্যু ৷ টালিগঞ্জের বাসিন্দা গৃহবধূ প্রিয়া রায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বলে হাসপাতাল সূত্রে খবর ৷ তিনি টালিগঞ্জে এম আর বাঙুর হাসপাতালে ভরতি ছিলেন ৷ 28 বছরের প্রিয়া রায় টলিগঞ্জের খানপুর রোডের বাসিন্দা ৷ গত রবিবার থেকে হাসপাতালে ভরতি ছিলেন তিনি ৷ মঙ্গলবার সকালে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর ৷ বেসরকারি মতে ওই গৃহবধূকে নিয়ে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল 45 ৷

হাসপাতাল সূত্রে খবর, গত কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন ওই গৃহবধূ ৷ তাঁর রক্ত পরীক্ষার রিপোর্টে ডেঙ্গির জীবাণু ধরা পড়ায় দ্রুত এমআর বাঙুর হাসপাতালে ভরতি করানো হয়েছিল ৷ রক্তের প্লেট-লেট কমে যাওয়ায় শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ ঠিকমতো কাজ করা বন্ধ হয়ে যায় বলে হাসপাতাল সূত্রে খবর ৷ এর পর আজ সকালে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয় এবং মারা যান ওই গৃহবধূ ৷

স্বাস্থ্য দফতরের তরফে গত এক সপ্তাহের ডেঙ্গি আক্রান্ত ও মৃত্যুর যে পরিসংখ্যান দেওয়া হয়েছে, তা রীতিমতো চাঞ্চল্যকর ৷ সূত্রের খবর, সেই রিপোর্টে দেখা গিয়েছে গত সাতদিনে ডেঙ্গিতে 7 হাজার 670 জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৷ আর 20 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্ত 35 হাজার 737 জন ৷ এই অবস্থায় স্বাস্থ্য দফতর থেকে গত শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল ৷

সেখানে নির্দেশ দেওয়া হয়েছে, এতদিন সপ্তাহে চার দিন সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলি খোলা থাকত ৷ সেই সময়টা বাড়িয়ে সন্ধে 7টা করা হয়েছে ৷ পাশাপাশি আরও দু’দিন মঙ্গল ও শুক্রবারও দুপুর 2টো থেকে সন্ধে 7টা পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে ৷ অর্থাৎ, এবার সন্ধ্যা পর্যন্ত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলি খোলা থাকবে ৷ মশাবাহিত রোগের মোকাবিলা করার জন্য স্বাস্থ্য ভবন এবং পৌরনিগমে একাধিক পদক্ষেপ করা হবে ৷

আরও পড়ুন: দেগঙ্গায় ডেঙ্গি আক্রান্ত যুবকের মৃত্যু, ডেথ সার্টিফিকেটে কারণ সেপটিসেমিয়া

সোমবার মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে জোড়া বৈঠক হয় নবান্নে ৷ সেখানে বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে ৷ বৈঠকের পর জেলাগুলিকে পাঁচ দফা নির্দেশিকা পাঠিয়েছেন মুখ্যসচিব ৷ স্বাস্থ্য দফতরের তরফে আজ প্রত্যেক জেলাকে ডেঙ্গি নিয়ে একটি এসওপি পাঠিয়ে দেওয়া হবে বলে সূত্রের খবর ৷ এ দিন জেলাশাসক এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠকে প্রত্যেক পৌরসভাগুলিকে ডেঙ্গি নিয়ে বাড়তি সতর্কতা মূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে ৷ প্রয়োজনে পৌরসভার যে সমস্ত ওয়ার্ডগুলি ডেঙ্গি প্রবণ, সেই ওয়ার্ডগুলির কাউন্সিলরদের সঙ্গে আলাদা করে বৈঠক করতে হবে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের ৷

Last Updated :Sep 26, 2023, 5:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.