ETV Bharat / state

লকডাউন অমান্য করায় কলকাতায় গ্রেপ্তার 641

author img

By

Published : May 15, 2020, 8:03 AM IST

রাজ্যে এই মুহূর্তে মোট আক্রান্তের সংখ্যা 2 হাজার 377 । তার মধ্যে কলকাতাতেই আক্রান্ত 1 হাজার 188 জন । তারপরেও একাংশ লকডাউন অমান্য করে অপ্রয়োজনে বেরিয়ে পড়ছে রাস্তায় । এই ঘটনায় গতকাল 641 জনকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ ।

Kolkata Police
কলকাতা পুলিশ

কলকাতা, 15 মে : কলকাতায় কোরোনা আক্রান্তের সংখ্যা এগারোশো ছাড়িয়েছে । তারপরেও একাংশ লকডাউন অমান্য করে অপ্রয়োজনে বেরিয়ে পড়ছে রাস্তায় । এই ঘটনায় গতকাল 641 জনকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ ।

রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত কলকাতায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা ছিল 1 হাজার 188 । এখনও পর্যন্ত সরাসরিভাবে কোরোনায় মৃত্যু হয়েছে 100 জনের । গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে ছয় জনের । কোরোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 52 জনের । এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা 625জন । রাজ্যে সুস্থ হয়েছেন 386 জন । সব মিলিয়ে অন্যান্য জেলার থেকে বেশি কোরোনা আক্রান্তের হদিস মিলেছে কলকাতায় । রাজ্যে এই মুহূর্তে মোট আক্রান্তের সংখ্যা 2 হাজার 377 ।

রাজ্যের এই পরিস্থিতি ঠেকাতে সামনের সারিতে দাঁড়িয়ে এখনও দায়িত্ব পালন করে চলেছে পুলিশ । বার বার পুলিশের তরফে দেওয়া হচ্ছে সতর্কবার্তা । বিভিন্ন এলাকায় মাইকিং করে চালানো হচ্ছে প্রচার । চাওয়া হচ্ছে সকলের সহযোগিতা । সংক্রমণ এড়াতে মানুষকে বার বার বাড়িতে থাকতে বলা হচ্ছে । কিন্তু তারপরেও মানুষজন বেরিয়ে পড়ছেন রাস্তায় । অমান্য করছেন লকডাউন । তাই এদের কাবু করতে নাছোড়বান্দা পুলিশও । শহরজুড়ে চালানো হচ্ছে নাকা চেকিং । গাড়ি ও বাইক আরোহীদের উপর নজর রাখা হচ্ছে । মাস্ক পরছে কি না তা দেখা হচ্ছে । এর মাঝেও গতকাল কলকাতায় মাস্ক না পরার জন্য গ্রেপ্তার করা হয়েছে 132 জনকে । মোট 40 টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে । থুতু ফেলার জন্য গ্রেপ্তার করা হয়েছে 47 জনকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.