ETV Bharat / state

প্রকাশ্যে থুতু ফেলে কলকাতায় গ্রেপ্তার 49

author img

By

Published : May 1, 2020, 9:32 AM IST

Updated : May 1, 2020, 10:12 AM IST

কোরোনা সংক্রমণ ঠেকাতে প্রকাশ্যে থুতু ফেলা থেকে বিরত থাকতে বলা হয় কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে । কিন্তু তারপরেও প্রকাশ্যে থুতু ফেলছে মানুষ । তাই মানুষকে নিয়ন্ত্রণে আনতে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেয় কলকাতা পুলিশ । সেই মতো গতকাল প্রকাশ্যে থুতু ফেলার অপরাধে 49 জনকে গ্রেপ্তার করা হয়েছে । যা এখনও পর্যন্ত সর্বাধিক ।

Kolkata Police arrested many for spit
কলকাতা পুলিশ

কলকাতা, 1 মে : লালরসের মাধ্যমেই কোরোনা সংক্রমিত হয় । তাই যারা এখনও প্রকাশ্যে থুতু ফেলছে তাদের দিকে বিশেষভাবে নজর দিতে বলেছিলেন অনুজ শর্মা । পাশপাশি জানিয়েছিলেন, লকডাউন না মানলে প্রয়োগ করা হবে কড়া আইন । কলকাতা পুলিশের তরফে এই বিষয়গুলি নিয়ে বার বার মাইকিং করে মানুষকে সচেতন করা হয়েছে । কিন্তু তারপরেও প্রকাশ্যে থুতু ফেলছে মানুষ । তাই মানুষকে নিয়ন্ত্রণে আনতে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেয় কলকাতা পুলিশ । সেই মতো গতকাল প্রকাশ্যে থুতু ফেলার অপরাধে 49 জনকে গ্রেপ্তার করা হয়েছে । যা এখনও পর্যন্ত সর্বাধিক ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থুতু ফেলা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বার বার । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রাস্তাঘাটে থুতু ফেলতে নিষেধ করেছেন । কারণ থুতু ফেলার এই প্রবণতা না কমলে আরও দ্রুত কোরোনা সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল কেন্দ্রের তরফে । সংক্রমণ প্রতিরোধে ইতিমধ্যেই বিহার, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড , হরিয়ানার মতো কয়েকটি রাজ্যে গুটখা, পান মশলা বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে । রাজ্যের তরফেও নির্দেশিকা জারি করে 7 নভেম্বর থেকে গুটখা ও পান মশলার বিক্রি নিষেধ করা হয়েছে । কিন্তু তারপরেও সেসব বিক্রি বন্ধ হয়নি । অভিযোগ, লকডাউনের মাঝেও কলকাতায় লুকিয়ে-চুরিয়ে বিক্রি হচ্ছে গুটখা । আর যার ফলে কিছু মানুষ এখনও প্রকাশ্যে থুতু ফেলে চলেছেন । তাই তাদের বাগে আনতে কড়া হয় লালবাজার । গতকাল প্রকাশ্যে থুতু ফেলার জন্য গ্রেপ্তার করে 49 জনকে ।

কলকাতা পুলিশের তরফে স্পষ্ট জানানো হয়েছে, আগামী দিনে প্রকাশ্যে থুতু ফেলার অপরাধে গ্রেপ্তারের সংখ্যা আরও বাড়তে পারে । অন্যদিকে গতকাল মাস্ক না পরে রাস্তায় বের হওয়ার জন্য গ্রেপ্তার করা হয়েছে 167 জনকে । লকডাউন না মানার জন্য গ্রেপ্তার করা হয়েছে 609 জনকে । পাশাপাশি 32 টি গাড়ি ও মোটরসাইকেল বাজেয়াপ্ত করা হয়েছে ।

Last Updated : May 1, 2020, 10:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.