ETV Bharat / state

Panchayat Elections 2023: ভোটগ্রহণ শুরুর 3 ঘণ্টা পর কমিশনে রাজীবা, মৃত্যু নিয়ে প্রশ্নে নির্বিকার কমিশনার

author img

By

Published : Jul 8, 2023, 11:52 AM IST

Panchayat Elections 2023 Etv Bharat
Panchayat Elections 2023

ভোট শুরুর প্রায় 3 ঘণ্টা পরে কমিশনের অফিসে এলেন রাজীবা সিনহা ৷ সকাল থেকে কমিশনের অফিসে একের পর এক অভিযোগ জমা পড়ছে ৷ পরিস্থিতি সামাল দিতে কার্যত নাজেহাল অবস্থা আধিকারিকদের ৷ এমনই আবহে সকাল 10টার সময় কমিশনের অফিসে এলেন কমিশনার ৷

কলকাতা, 8 জুলাই: পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে সকাল 7টা থেকে ৷ সরকারিভাবে কিছু বলা না হলেও, সকাল 10টা পর্যন্ত বিভিন্ন সূত্র মারফত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে 6 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল ৷ রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহা 3 ঘণ্টা পরে যখন কমিশনের অফিসে আসেন, তখন তাঁকে এ নিয়ে প্রশ্ন করা হয় ৷ তবে, সাংবাদিকদের সেই প্রশ্নে কোনও জবাবই দিলেন না কমিশনার ৷ তিনি শুধু বলেন, এমন কোনও খবর তাঁর জানানা নেই ৷

তবে, কমিশনার দেরিতে এসে পৌঁছলেও একের পর এক ফোন কলে নাজেহাল নির্বাচন কমিশনের আধিকারিকরা ৷ সকাল থেকে একাধিক অভিযোগ জমা পড়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর ৷ তবে, সেই অভিযোগগুলির ভিত্তিতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে ? সেই নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী রাজনৈতিক দলগুলি ৷

কমিশন সূত্রে খবর, নির্বাচন শুরু হওয়ার অনেক আগে থেকেই কমিশনের কন্ট্রোলরুমে অভিযোগ জানিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ফোন আসতে শুরু করেছে ৷ এই অবস্থায় কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া হবে ? তা বুঝে উঠতে পারছেন না কন্ট্রোলরুমের আধিকারিকরা ৷ তবে, অভিযোগের গুরুত্ব বুঝে বিভিন্ন জেলা নির্বাচন আধিকারিক অর্থাৎ, জেলাশাসকদের কাছ থেকে রিপোর্ট তলব করা হচ্ছে ৷ তবে, সেই রিপোর্টের ভিত্তিতে কী পদক্ষেপ নেওয়া হবে ? তা নিয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না আধিকারিকরা ৷

আরও পড়ুন: কদম্বগাছিতে নির্দল প্রার্থীর সমর্থকের মৃত্যু, তৃণমূলের শীর্ষ নেতাদের দুষল পরিবার

এই অবস্থায় কমিশনারের সঙ্গে ফোনে যোগাযোগ করে পরিস্থিতি সামাল দিচ্ছিলেন কন্ট্রোলরুমের আধিকারিকরা ৷ উল্লেখ্য, সকাল থেকেই মালদা, কোচবিহার, শিলিগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা-সহ রাজ্যের অধিকাংশ জেলা থেকে একের পর এক অভিযোগ জমা পড়েছে ৷ সরকারিভাবে সুনিশ্চিত না হলেও, বিভিন্ন সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, গতকাল মধ্যরাত থেকে মুর্শিদাবাদে 3 জন, কোচবিহারে 1 জন, উত্তর 24 পরগনায় 1জন এবং মালদায় 1 জনের মৃত্যু খবর পাওয়া গিয়েছে ৷ মৃতদের মধ্যে শাসক ও বিরোধী উভয়পক্ষের কর্মীরা রয়েছে ৷ পরে মৃতের সংখ্যা আরও বাড়ে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.