ETV Bharat / state

মোষ পাচার করতে গিয়ে বাংলাদেশি স্মাগলার-সহ ধৃত 3

author img

By

Published : Jul 11, 2020, 10:43 PM IST

মালদায় মোষ পাচার করতে গিয়ে ধৃত তিন । উদ্ধার হয়েছে মোষ ।

স্মাগলার
স্মাগলার

কলকাতা, 11 জুলাই : খবর ছিল BSF-এর কাছে । সেই সূত্র ধরেই গতরাতে গঙ্গায় অভিযান চালায় সীমান্তরক্ষী বাহিনী । উদ্ধার হয় পাঁচটি মোষ । গ্রেপ্তার করা হয়েছে তিন স্মাগরালকে । তাদের মধ্যে একজন বাংলাদেশি । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে দুই দেশের গোরু পাচার চক্রের দুই পান্ডার খোঁজ পাওয়া গেছে । ভারতীয় পান্ডার বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্রের খবরের ভিত্তিতে নাইটভিশন ডিভাইজ় ক্যামেরা দিয়ে নজরদারি চালাচ্ছিল সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা । ঘটনাস্থান মালদার নিমতিতা বর্ডার আউটপোস্ট । গভীর রাতে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা নাইট ভিশন ক্যামেরায় সন্দেহজনক গতিবিধি দেখতে পায় গঙ্গায় । তারপরই স্পিডবোট নিয়ে ঝাঁপিয়ে পড়েন তাঁরা । পাঁচটি মোষ নিয়ে স্মাগলাররা গঙ্গায় সাঁতার কেটে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল । বমাল ধরা হয় তিনজনকে । তাদের নাম রুবেল শেখ, ফুজান শেখ এবং জুয়েল রানা । রুবেল এবং ফুজান মালদার কালিয়াচকের বাসিন্দা । জুয়েল বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানা এলাকার বাসিন্দা ।

তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, রুবেল এবং ফুজানকে প্রতিটি মোষ পাচার করার জন্য 15 হাজার টাকায় ভাড়া করা হয় । জানা যায়, এই চক্রের মাথায় রয়েছে ডালিম শেখ । ডালিম মুর্শিদাবাদের সামশেরগঞ্জের লোহারপুরের বাসিন্দা । অন্যদিকে জুয়েল জানায় সে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের বড়ফুল আলির হয়ে কাজ করে । ডালিমের বিষয়ে সীমান্তরক্ষী বাহিনী সমস্ত তথ্য দিয়েছে পুলিশকে । তার খোঁজ শুরু হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.