ETV Bharat / state

24 ঘণ্টায় মৃত 135, দৈনিক আক্রান্ত 20 হাজারের বেশি

author img

By

Published : May 12, 2021, 8:47 PM IST

Updated : May 12, 2021, 10:03 PM IST

এই প্রথম রাজ্যের কোনও জেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা চার হাজারের গণ্ডি ছাড়াল ৷

Corona Tracker
Corona Tracker

কলকাতা, 12 মে : টানা 2 দিন রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা রইল কুড়ি হাজারের উপর ৷ গতকাল রাজ্যে প্রথমবার আক্রান্তের সংখ্যা 20 হাজারের গণ্ডি পার হয় ৷ সেই ধারা বজায় রইল আজও ৷ গত 24 ঘণ্টায় নতুন করে 20,377 জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷

পাশাপাশি মৃতের সংখ্যাও রয়েছে একশোর উপরে ৷ একদিনে রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে 135 জনের ৷ এই নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল 12 হাজার 728 ৷ তবে আক্রান্ত যেমন হচ্ছেন তেমনই বাড়ছে সুস্থতার সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় 19 হাজার 231 জন সুস্থ হয়েছেন ৷ সক্রিয় আক্রান্তের সংখ্যা 1 লাখ 28 হাজার 684 জন ৷

আরও পড়ুন : সংক্রমণের হারে দেশের প্রথম 20টি জেলার মধ্যে রাজ্যের 2

জেলাগুলিতে করোনা পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে ৷ শুধুমাত্র উত্তর 24 পরগনায় গত 24 ঘণ্টায় আক্রান্তের সংখ্যা 4 হাজার 091 জন ৷ এই প্রথম রাজ্যের কোনও জেলায় আক্রান্তের সংখ্যা চার হাজারের গণ্ডি ছাড়াল ৷ মৃত্যু হয়েছে 27 জনের ৷ আক্রান্তের নিরিখে উত্তর 24 পরগনার পর রয়েছে শহর কলকাতা ৷ একদিনে কলকাতায় আক্রান্ত হয়েছেন 3 হাজার 989 জন ৷ মৃত্যু হয়েছে 44 জনের ৷ এছাড়া দৈনিক আক্রান্তের সংখ্যা হাজারের উপরে রয়েছে হাওড়া, হুগলি ও নদিয়া জেলায় ৷ পশ্চিম বর্ধমানে গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 912 জন ৷ পশ্চিম মেদিনীপুরে সংখ্যা 943 ৷

Last Updated : May 12, 2021, 10:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.