ETV Bharat / state

বছরের শুরুতেই নিয়োগের দাবিতে রাস্তায় চাকরিপ্রার্থীরা, ডেপুটেশন জমা বিকাশ ভবনে

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 2, 2024, 5:26 PM IST

TET Candidate Agitation: এখনও নিয়োগ বাকি রয়েছে 2022-সহ 2014 ও 2014 সালের ৷ তার মধ্যেই 2023 সালের প্রাথমিকের টেট হয়ে গেল ৷ নতুন বছরের শুরু থেকেই রাস্তায় আন্দোলন 2022 সালের প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের ৷

Etv Bharat
নতুন বছরেও নিয়োগের দাবিতে রাস্তায় চাকরিপ্রার্থীরা

নিয়োগের দাবিতে বিকাশ ভবনে ডেপুটেশন দিলেন চাকরিপ্রার্থীরা

কলকাতা, 2 জানুয়ারি: নতুন বছর পড়তেই ফের চাকরির দাবি শহরের রাজপথে । 2014, 16 ও 22 সালের প্রাথমিকের নিয়োগ এখনও বাকি রয়েছে ৷ তার মধ্যেই 2023 সালের প্রাথমিকের টেট পরীক্ষা হয়ে গেল। অন্যদিকে, এই নিয়ে মামলাও চলছে হাইকোর্টে। আর তা নিয়েই সোমবার মিছিলের পর আজ মঙ্গলবার বিকাশ ভবনে গিয়ে ডেপুটেশন জমা দিলেন 2022 সালের প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা ৷ মুখে কালি মেখে তাঁরা সোমবার শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত একটি মিছিল করেন। মিছিল শেষে ধর্মতলায় ডোরিনা ক্রসিংয়ে ধরনা দেন। সেখানেই ফুটবল খেলার পাশাপাশি একাধিক কর্মসূচি নিয়েছিলেন চাকরিপ্রার্থীরা ।

তার মধ্যে উত্তর 24 পরগনার এক চাকরিপ্রার্থী পার্থজিৎ বণিক বলেন, "দীর্ঘ 5 বছর পর ফর্ম ফিলাপ করে আমরা পরীক্ষায় বসার সুযোগ পেয়েছিলাম । তারপর বছর ঘুরে গিয়েছে আমরা পাস করে বসে আছি । কিন্তু এখনও পর্যন্ত ইন্টারভিউয়ের জন্য কোনওরকম নোটিশ দেওয়া হয়নি। এরই মধ্যে পর্ষদ আবার নতুন করে টেট পরীক্ষা নিল। প্রথম দিন থেকে আমরা বলে আসছি পর্ষদ সব বিক্রি করে দিয়েছে। পরীক্ষার সিট থেকে প্রশ্নপত্র সবই বিক্রি হয়ে গিয়েছে । আমরা এখন চাইছি প্রাথমিকে ন্যূনতম 50 হাজার শূন্যপদ রয়েছে সেখানে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করুক ।"

TET Candidates Agitation
নতুন বছরের শুরুতেই রাস্তায় চাকরিপ্রার্থীরা
পূর্ববর্তী চাকরিপ্রার্থীদের নিয়োগ কবে হবে তা নিয়ে এখনও কোনও উচ্চবাচ্য করেনি পর্ষদ । যদিও শিক্ষামন্ত্রী বলেছিলেন, "নিয়োগ হলে সবার একসঙ্গেই হবে ।" এর আগে যখন শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন নবম থেকে দ্বাদশ শ্রেণির চাকরিপ্রার্থীরা দেখা করেছিলেন, তখন বিকাশ ভবনের বাইরে আন্দোলন দেখিয়েছিলেন 2022 সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা । সেদিনও মুখে কালো কালি মেখে প্রতিবাদ জানিয়েছিলেন তাঁরা । নতুন বছরের শুরুতেও আবার সেই প্রতিবাদ দেখা গেল ৷

আরও পড়ুন :

1 'বজ্র আঁটুনি ফসকা গেরো', পরীক্ষার মাঝেই সোশাল মিডিয়ায় ঘুরল টেটের প্রশ্ন !

2 একসঙ্গে টেট দিলেন বাবা-ছেলে, সাফল্য় নিয়ে আশাবাদী দু'জনেই

3 মাথায় ঘট নিয়ে এসএসসি ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার, আটক 30 জন চাকরিপ্রার্থী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.