ETV Bharat / state

Darjeeling Landslide : পাহাড়ে নতুন করে জাতীয় সড়কে ধস, সমতলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

author img

By

Published : Oct 21, 2021, 6:22 PM IST

বুধবার রাতে দার্জিলিং ও কালিম্পঙের জাতীয় সড়ক ও রাজ্য সড়কগুলির উপর থেকে ধস সরানো হয়েছিল ৷ কিন্তু, লাগাতার বৃষ্টির জেরে ফের আজ ভোরে ধস নেমেছে 10 নং ও 55 নং জাতীয় সড়কে ৷ যার জেরে পাহাড়ের সঙ্গে সমতল ও সিকিমের সড়ক পরিবহন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ৷

Landslide in Darjeeling and Kalimpong National Highway at Thursday Morning
পাহাড়ে নতুন করে জাতীয় সড়কে ধস, সমতলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

দার্জিলিং 21 অক্টোবর : ফের ধস 10 নং ও 55 নং জাতীয় সড়কে ৷ যার জেরে বন্ধ হয়ে গিয়েথে শিলিগুড়ি থেকে কালিম্পং এবং সিকিম ও দার্জিলিঙের একাংশের যোগাযোগ ব্যবস্থা ৷ এদিকে, সমতলে বুধবার রাত থেকে কিছুটা বৃষ্টি থামলেও পাহাড়ে বৃষ্টি হয়েই চলেছে ৷ গতকাল যুদ্ধকালীন তৎপরতায় পাহাড়ের সঙ্গে সমতলের যোগাযোগকারী জাতীয় সড়ক ও রাজ্য সড়কগুলির উপর থেকে ধস সরানোর হয়েছিল ৷ কিন্তু, লাগাতার বৃষ্টিতে বৃহস্পতিবার ফের নতুন করে পাহাড়ে ধস নেমেছে ৷

দার্জিলিং ও কালিম্পঙের জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে কালিম্পঙের শ্বেতীঝোরায় ধস সরিয়ে একমুখী যান চলাচল শুরু করা হয়েছিস ৷ কিন্তু, ঘণ্টাখানেকের মধ্যে ফের কালিম্পঙে 10 নং জাতীয় সড়কে ধস নামে ৷ যার জেরে জাতীয় সড়কের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ বন্ধ রয়েছে শিলিগুড়ি থেকে কালিম্পঙের যোগাযোগ ৷ ফলে বিপাকে পড়েছেন পাহাড়ে আটকে থাকা কয়েক হাজার পর্যটক ৷ অন্যদিকে, দার্জিলিঙের তিনধারিয়ায় 55 নং জাতীয় সড়কের উপর থেকে বুধবার রাতে ধস সরানো হয়েছিল ৷ কিন্তু, বৃহস্পতিবার ভোরে ফের ধস নামায় বন্ধ রয়েছে যোগাযোগ ব্যবস্থা ৷ এতে দার্জিলিঙের সঙ্গে সিকিমের একটি অংশের যোগাযোগ ছিন্ন হয়ে গিয়েছে ৷

পাহাড়ে নতুন করে জাতীয় সড়কে ধস, সমতলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

আরও পড়ুন : Darjeeling Landslide : দার্জিলিংয়ে মহকুমাশাসকের বাংলোর কাছে ধস, এখনও নিখোঁজ হোমগার্ড

পাশাপাশি এ দিন ভোরে ফের একবার মানেভঞ্জন এলাকার মূল সড়কে ধস নেমেছে ৷ যদিও, গোকে হয়ে জামুনি ও সিঙ্গলাগামী সড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক করা গিয়েছে ৷ এছাড়াও কালিম্পঙের গরুবাথান ও দার্জিলিঙের বিজনবাড়িতে নতুন করে পাঁচ জায়গায় ধস নেমেছে ৷ ইতিমধ্যে, কালিম্পং প্রশাসনের তরফে জাতীয় সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ৷ জাতীয় সড়ক মেরামতির কাজ শুরু করেছে জিটিএ, জাতীয় সড়ক কর্তৃপক্ষ, গ্রিফ ও জেলা প্রশাসন ৷ অন্যদিকে, স্বতির খবর বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম হওয়ায় তিস্তা, মহানন্দার জলস্তর কিছুটা নেমেছে ৷

আরও পড়ুন : Children drown in Torsa : তোর্ষায় তলিয়ে গেল একই পরিবারের দুই নাবালিকা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.