ETV Bharat / state

পাহাড়ে আটকে পড়া শ্রমিকদের বাড়ি ফেরাতে উদ্যোগী কালিম্পং পৌরসভা

author img

By

Published : Apr 19, 2020, 11:54 PM IST

kalimpong municipality helps 50 migrant workers to return to their home amid lockdown
পাহাড়ে আটকে পড়া শ্রমিকদের বাড়ি ফেরাতে উদ্যোগী হল কালিম্পং পৌরসভার

লকডাউনের জেরে কালিম্পংয়ে আটকে পড়া শ্রমিকদের বাড়িতে ফেরাতে উদ্যোগী হল কালিম্পং পৌরসভা । পৌরসভার তরফে জানানো হয়েছে , গতকাল থেকে এবিষয়ে পদক্ষেপ নেওয়া শুরু হবে ৷ জানিয়েছেন কালিম্পং পৌরসভার চেয়ারম্যান রবি প্রধান ।

কালিম্পং, 19 এপ্রিল : লকডাউনের জেরে কালিম্পঙে আটকে পড়া শ্রমিকদের বাড়িতে ফেরাতে উদ্যোগী হল কালিম্পং পৌরসভা । পৌরসভার তরফে জানানো হয়েছে , গতকাল থেকে এবিষয়ে পদক্ষেপ করা শুরু হবে ৷ জানিয়েছেন কালিম্পং পৌরসভার চেয়ারম্যান রবি প্রধান ।

তিনি বলেন, " পাহাড়ে কাজের জন্য এসে লকডাউনের জেরে আটকে পড়েছে অন্তত 50 জন শ্রমিক । তাঁদের মধ্যে অধিকাংশই রাজ্যের ভিন জেলার বাসিন্দা । উত্তর দিনাজপুরসহ ভিন জেলার ওইসব শ্রমিকদের বাড়িতে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে । প্রথমে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করানো হবে । এরপর কার বাড়ি কোথায় সেই তালিকা তৈরি করা হবে । তারপর সম্পূর্ণ সুস্থদের মেডিক্যাল ফিটনেস সার্টিফিকেট দেওয়া হবে ৷ এরপর তাঁদের গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে । "

kalimpong municipality helps 50 migrant workers to return to their home amid lockdown
পাহাড়ে আটকে পড়া শ্রমিকদের বাড়ি ফেরাতে উদ্যোগী হল কালিম্পং পৌরসভার

পাহাড়ে গিয়ে লকডাউনে আটকে পড়ায় কাজ না থাকায় ওই শ্রমিকরা বিপদে পড়েছেন । একেই পকেটে টান তার উপর কাজ নেই ৷ এই অবস্থায় লকডাউনে বাড়িও ফিরতে পারছিলেন না তাঁরা । বিপাকে পড়া ওইসব শ্রমিকদের মুখে অন্ন তুলে দিতে উদ্যোগী হয় জেলা প্রশাসন ও কালিম্পং পৌরসভা । কমিউনিটি কিচেন থেকে শুরু করে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয় তাঁদের ৷ এবার কালিম্পং পৌরসভা থেকে নেওয়া হল বাড়ি ফেরানোর উদ্যোগ ।

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.