ETV Bharat / state

দিলীপ ঘোষসহ 6 বিজেপি নেতার নামে মাওবাদী নামাঙ্কিত দেওয়াল লিখন

author img

By

Published : Feb 12, 2021, 8:31 PM IST

দিলীপ ঘোষ
দিলীপ ঘোষ

মাওবাদী নামাঙ্কিত দেওয়াল লিখন হলেও বিজেপির অভিযোগ, ঘটনায় তৃণমূলের হাত রয়েছে । পুলিশও জানাচ্ছে, মাওবাদী নয়, স্থানীয় রাজনৈতিক বিষয় ।

শিলদা, 12 ফেব্রুয়ারি : বিজেপির রাজ্য সভাপতি , জেলা সভাপতিসহ মোট ছয় জনের কাটা মাথা চেয়ে মাওবাদী নামাঙ্কিত দেওয়াল লিখন । ঘটনাটি ঝাড়গ্রামের বেলপাহাড়ি ব্লকের এড়গোদা গ্রাম পঞ্চায়েতের এড়গোদা ও মহুলবনি গ্রামে । লালকালিতে দেওয়াল লিখনে লেখা রয়েছে, "বিজেপি নেতাদের মুন্ডু চাই " । তারপর লেখা রয়েছে বিজেপি নেতাদের নামের তালিকা ।

প্রথমেই নাম রয়েছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের । তারপরে নাম রয়েছে বিজেপির ঝাড়গ্রাম জেলা সভাপতি সুখময় সৎপতি, তৃতীয় নাম রয়েছে শিলদা মণ্ডলের সাধারণ সম্পাদক গণেশ মাহাত । এছাড়া জেলা যুব সম্পাদক সমীর মাহাত , শিলদা মণ্ডলের সহ সভাপতি নেপাল মাহাত এবং জেলা বিজেপির এসটি মোর্চার সদস্য বাবলু সোরেনের । নিচে লেখা রয়েছে জয় হিন্দ বাহিনী, এমসিসি মাওবাদী ।

দিলীপ ঘোষ
শিলদায় বিজেপি নেতাদের নামে দেওয়াল লিখন

ঘটনার খরব পেয়ে বিনপুর থানার পুলিশ এসে দেওয়াল লিখন গুলি মুছে ফেলে । মাওবাদী নামাঙ্কিত দেওয়াল লিখন হওয়া সত্ত্বেও বিজেপির অভিযোগ এই ঘটনার পিছনে স্থানীয় তৃণমূলের হাত রয়েছে । বিজেপির শিলদা মণ্ডলের সভাপতি সব্যসাচী বরাট বলেন, "শিলদা মণ্ডলে বিজেপি খুব ভালো ভাবে সংগঠন তৈরি করছে । তাই তৃণমূলের লোক জন ভয় পেয়ে মাওবাদীদের নাম নিয়ে ভয় দেখানোর কাজ শুরু করেছে ।"

দিলীপ ঘোষ
বিজেপি নেতাদের নামে মাওবাদী নামাঙ্কিত দেওয়াল লিখন

আরও পড়ুন : "খুনি মাওবাদী ছত্রধর দূর হটাও", পোস্টার ঝাড়গ্রামে

বিজেপির এই অভিযোগ উড়িয়ে দিয়ে ঝাড়গ্রাম জেলা তৃণমূলের মুখপাত্র সুব্রত সাহা বলেন, "2011 সাল থেকে মুখ্যমন্ত্রীর উদ্যোগে জঙ্গলমহল শান্ত । এখানে কোনও রকম অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না । বিজেপি এখন সহানুভূতি পাওয়ার রাজনীতি করছে । সহানুভূতি পাওয়ার জন্য নিজেরাই এই ধরনের দেওয়াল লিখন করে জঙ্গলমহলে বিভ্রান্তি ছড়াচ্ছে ।"

বিনপুর থানার আইসি হিমাংশু বিশ্বাস জানান, "মাওবাদী নয় । এইগুলি স্থানীয় রাজনৈতিক বিষয় । আমরা তদন্ত করে দেখছি।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.