ETV Bharat / state

Road Blockade in Jhargram: এলাকায় হাতির তাণ্ডব অব্যাহত, পথ অবরোধ গ্রামবাসীদের

author img

By

Published : Dec 1, 2022, 10:43 PM IST

Villagers block road after elephants create ruckus
Villagers block road after elephants create ruckus

রাতের অন্ধকারে তাণ্ডব চালাচ্ছে হাতির দল ৷ গ্রামবাসীদের অভিযোগ, বনদফতর কোনও ব্যবস্থা নিচ্ছে না ৷ এরই প্রতিবাদে পথ অবরোধ করে তারা (Road Blockade in Jhargram) ৷

ঝাড়গ্রাম, 1 ডিসেম্বর: এলাকায় তাণ্ডব চালাচ্ছে হাতি (elephants create ruckus) । ব্যাপক ক্ষতি হচ্ছে ফসলের ৷ কিন্তু নির্বিকার বনদফতর ৷ এই অভিযোগ তুলে বৃহস্পতিবার সকাল থেকে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকে 6 নম্বর জাতীয় সড়ক গুপ্তবনি থেকে কুলটিকরী যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তাটি অবরোধ করে গ্রামবাসীরা । পাথরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাঁকড়া এলাকায় পথ অবরোধ শুরু করে বহু মানুষ (Villagers block road) ।

জানা গিয়েছে, সাঁকরাইল ব্লকটি খড়গপুর বনবিভাগের অন্তর্গত । বেশ কয়েকদিন ধরে খড়গপুর বনবিভাগের কলাইকুন্ডা রেঞ্জের বারডাঙ্গা বিটে 30 থেকে 35টি হাতির একটি দল রয়েছে । তার মধ্যে একটি হাতি কয়েকদিন আগে শাবকের জন্ম দিয়েছে । তাই গ্রামবাসীদের দাবি, হাতির দলটি এলাকা ছেড়ে যেতে চাইছে না ৷ দিনের বেলায় সামনের পটাশের জঙ্গলে থাকছে এবং রাত হলে খাবারের সন্ধানে পাকা ধানের জমিতে হানা দিচ্ছে । যার যেরে ব্যাপক ফসলের ক্ষতি হচ্ছে ।

বনদফতরকে (Forest Department) বহুবার জানালেও তারা হাতি তাড়ানোর জন্য উদ্যোগী হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের । অপরদিকে বুধবার সকালে নয়াগ্রাম ব্লকের দিক থেকে সুবর্ণরেখা নদী পেরিয়ে সাঁকরাইল ঢুকে পড়েছিল প্রায় 60 থেকে 70টি হাতির একটি দল । এদিন পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাঁকরাইল থানার পুলিশ ৷ গ্রামবাসীদের দাবি, হাতির সমস্যার সমাধান না-হলে পথ অবরোধ জারি থাকবে ।

পথ অবরোধ গ্রামবাসীদের

আরও পড়ুন: সাঁকরাইলে দাপিয়ে বেড়াচ্ছে একশোর বেশি হাতি, ফসলের ক্ষতিতে দুশ্চিন্তায় চাষিরা

আঙ্গল গ্রামের বাসিন্দা সুশীল মাহাতো বলেন, "এলাকায় বেশ কয়েকদিন ধরে দাপিয়ে বেড়াচ্ছে হাতির দল ৷ সামনেই মকর পরব, তার আগেই পাকা ধান তছনছ করে দিচ্ছে হাতি । বনদফতরকে বহুবার জানিয়েও তারা কোনও ব্যবস্থা গ্রহণ করেনি ।" পথ অবরোধের জেরে গুপ্তবনি থেকে কুলটিকরি যাবার রাস্তায় যান চলাচল ব্যাহত হয়ে পড়ে৷ রাস্তার দু'দিকে দাঁড়িয়ে যায় বেশ কিছু পণ্যবাহী লরি ও যাত্রীবাহী বাস ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.