ETV Bharat / state

Elephant in Jhargram : মধ্যরাতে ঝাড়গ্রাম শহরে ঢুকে পড়ল একটি দলছুট দাঁতাল

author img

By

Published : Jun 6, 2022, 12:30 PM IST

Jhargram News
ঝাড়গ্রাম শহরে ঢুকে পড়ল একটি দলছুট দাঁতাল

ঝাড়গ্রাম শহরে ঢুকে পড়ল একটি দলছুট দাঁতাল (Elephant Enters in Jhargram town)। শহরের বিভন্ন এলাকায় ঘুরপাক খেয়ে হাতিটি স্থানীয় মানুষজনের তাড়া খেয়ে কাঞ্চন মিলের পিছনের জঙ্গলে চলে যায় ।

ঝাড়গ্রাম, 6 জুন : মধ্যরাতে ঝাড়গ্রাম শহরে ঢুকে পড়ল একটি দলছুট দাঁতাল (Elephant Enters in Jhargram town)। শহরে হাতি ঢুকে পড়ার ঘটনায় রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় শহরজুড়ে ।

জানা গিয়েছে, সোমবার রাত দেড়টা নাগাদ শহর লাগোয়া কন্যাডুবার দিক থেকে একটি দলছুট দাঁতাল বামদা এলাকায় ঢুকে পড়ে । বামদা হয়ে লোকালবোর্ড পুকুর সংলগ্ন রাস্তা ধরে ঝাড়গ্রাম ফ্লাইওভার পেরিয়ে হাতিটি ঢুকে পড়ে ঝাড়গ্রাম সবজি বাজারে । সবজি বাজারের দু'টি দোকানের দরজা ভেঙে সবজি খায় হাতিটি । তারপর ঝাড়গ্রাম স্টেশনের সামনে হয়ে জেলখানার পিছনের রাস্তা ধরে হাতিটি ঘোড়াধারার দিকে চলে যায় । ঘোড়াধরা এলাকায় ঘোড়াধরা পার্ক সংলগ্ন এলাকায় ঘুরপাক খেয়ে হাতিটি স্থানীয় মানুষজনের তাড়া খেয়ে কাঞ্চন মিলের পিছনের জঙ্গলে চলে যায় ।

ঝাড়গ্রাম শহরে ঢুকে পড়ল একটি দলছুট দাঁতাল

আরও পড়ুন : দাঁতাল লামার আক্রমণে মৃত্যু ব্যক্তির

রাতের অন্ধকারে ঝাড়গ্রাম শহরে হাতি ঢুকে পড়ার ঘটনা নতুন কিছু নয় । এর আগে তিন থেকে চারবারের বেশি হাতি ঢুকে পড়েছিল । শহরে হাতি ঢুকে পড়ার ঘটনায় মৃত্যুও হয়েছিল একজনের । কিন্তু এদিন হাতি ঢুকে পড়ার ঘটনায় ক্ষুব্ধ ঝাড়গ্রাম শহরের বহু বাসিন্দা ৷ তাঁদের অভিযোগ, জেলা সদরে রাতের অন্ধকারে হাতি ঢুকে পড়ছে কিন্তু বনদফতরের কোনও হুঁশ নেই । হাতি জঙ্গলে ফিরে যাবার পর বনদফতরের ঐরাবত গাড়ি শহরে ছুটে বেড়াচ্ছে ।

বর্তমান সময়ে হাতিদের আস্তানা হিসেবে পরিচিতি লাভ করেছে ঝাড়গ্রাম । ঝাড়গ্রাম বনবিভাগের লোধাশুলি রেঞ্জে 75 থেকে 80টি হাতির একটি দল রয়েছে, যা প্রতিদিনই ফসলের খোঁজে হানা দিচ্ছে এবং ব্যাপক পরিমাণে ফসলের ক্ষতি করছে । এছাড়াও শহর লাগোয়া কলাবনির জঙ্গলে বেশ কয়েকটি রেসিডেন্সিয়াল হাতি রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.