ETV Bharat / state

Bengal Civic Polls Results 2022: ঝাড়গ্রামে খাতাই খুলল না বিজেপির, 18টির মধ্যে 16টিতে জয় তৃণমূলের

author img

By

Published : Mar 2, 2022, 1:49 PM IST

Bengal Civic Polls Results
ঝাড়গ্রামে খাতা খুলল না বিজেপির, 18 তে 16 তৃণমূল

গতবারও এই পৌরসভা (Jhargram Municipality Election) তৃণমূল কংগ্রেসের দখলেই ছিল ৷

ঝাড়গ্রাম, 2 মার্চ: গেরুয়া শিবিরের আশা সত্বেও ঝাড়গ্রাম পৌরসভায় ফুটল না পদ্ম ৷ ঝাড়গ্রাম পৌরসভা (Jhargram Municipality Election) এবারও নিজেদের দখলে রাখল শাসকদল তৃণমূল কংগ্রেস ৷

এই পৌরসভার 18টি ওয়ার্ডের মধ্যে 16টিতে জয় পেয়েছেন তৃণমূল প্রার্থীরা ৷ ঝাড়গ্রামে শূন্য হয়ে গেল বিজেপি । একটি ওয়ার্ডে সিপিআই এবং একটি ওয়ার্ডে নির্দল প্রার্থী জয়ী হয়েছেন । 2013 সালের পৌর ভোটেও এখানে বিপুল জয় পেয়েছিল ঘাসফুল শিবির ৷ 18টির মধ্যে 17টি ওয়ার্ডে ভোট হয়েছিল গতবার ৷ 16টি ওয়ার্ডে জয়ী হয়েছিল তৃণমূল ৷ একটি ওয়ার্ডে জয়ী হয়েছিলেন সিপিএম প্রার্থী

এবারের নির্বাচনে 1 নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন বাম প্রার্থী ৷ 16 নম্বর ওয়ার্ড থেকে জিতেছেন নির্দল প্রার্থী নবু গোয়ালা ৷ নবু গোয়ালা বরাবরই তৃণমূল করেন । ঝাড়গ্রাম জেলার তৃণমূল কোর কমিটির সদস্য ছিলেন তিনি । কিন্তু এবারের নির্বাচনে তাঁকে টিকিট দেয়নি ঘাসফুল শিবির ৷ নির্দল হয়ে লড়েন নবু গোয়ালা ৷ তিনি তৃণমূল প্রার্থীকে চারশোরও বেশি ভোটে হারিয়ে জয়ী হয়েছেন ৷

আরও পড়ুন : তাল কাটল পাহাড়ে, দার্জিলিং পৌরসভা দখল করে চমকে দিল সদ্য ভূমিষ্ঠ হামরো পার্টি

কিন্তু এবারের ভোটে বিজেপির শোচনীয় ফল সকলের নজর কাড়ছে ৷ মনে করা হচ্ছে, 2023 পঞ্চায়েত নির্বাচনের আগে জঙ্গলমহলে বিজেপি পায়ের তলা থেকে মাটি যে প্রায় সরেই গিয়েছে, এটা তার প্রমাণ ৷ 2018 পঞ্চায়েত নির্বাচনে জঙ্গলমহলে উত্থান হয় পদ্ম শিবিরের । তারপর 2019 এর লোকসভা নির্বাচনেও তৃণমূলকে পিছনে ফেলে এখানে ভাল ফল করেছিল পদ্ম শিবির ৷ 2019 লোকসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী ঝাড়গ্রাম পৌরসভার 18টি ওয়ার্ডের মধ্যে দশটি ওয়ার্ডে এগিয়েছিল বিজেপি এবং বাকি আটটি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস । তবে 2021 বিধানসভা নির্বাচন থেকেই চিত্রটা পাল্টাতে শুরু করেছিল ৷ বিজেপিকে পিছনে ফেলে অনেক ওয়ার্ডেই এগিয়ে গিয়েছিল তৃণমূল ৷ তাদের সেই ভিতই আরও মজবুত হল এবারের নির্বাচনে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.