ETV Bharat / state

Artisan of Jhargram: অক্ষমতা বাধা নয়, প্রতিবন্ধকতাকে সঙ্গী করেই আজ প্রতিষ্ঠিত ঝাড়গ্রামের মৃৎশিল্পী বিকাশ

author img

By

Published : Oct 16, 2022, 8:39 PM IST

specially abled Bikash Bishal making idols since 30 years in Jhargram
specially abled Bikash Bishal making idols since 30 years in Jhargram

এককালে খেলার ছলে বানিয়ে ছিলেন কালীর মূর্তি (Kali Idol) ৷ আর এখন তিনিই প্রতিষ্ঠিত মৃৎশিল্পী (Artisan) ৷ তিনি হলেন গোপীবল্লভপুরের বাসিন্দা বিশেষভাবে সক্ষম বিকাশ বিশাল (Specially abled Bikash Bishal) ৷ গত 30 বছর ধরে দুর্গা, লক্ষ্মী, গণেশ-সহ বিভিন্ন ঠাকুরের মূর্তি গড়ে চলেছেন তিনি ৷

ঝাড়গ্রাম, 16 অক্টোবর: মা যেখানে আনন্দময়ী সেখানে সবই সম্ভব । বিশেষভাবে সক্ষম হয়ে উঠেছেন পরিবারের একমাত্র রোজগেরে । মূক ও বধির মৃৎশিল্পীর হাতেই তৈরি হচ্ছে মায়ের অপরূপা মূর্তি । পরিবারের কেউ কখনও মূর্তি গড়ার কাজ করেনি । নিজের একান্ত প্রচেষ্টায় আজ তিনি প্রতিষ্ঠিত মৃৎশিল্পী (specially abled Bikash Bishal making idols) ।

ঝাড়গ্রাম (Jhargram) জেলার গোপীবল্লভপুর-1 ব্লকের ধর্মপুর এলাকায় 30 বছর ধরে বিভিন্ন প্রতিমা গড়ার কাজ করছেন 51 বছরের মৃৎশিল্পী বিকাশ বিশাল । কেবল একার নয়, পরিবারের বাকি সদস্যদেরও রুজি-রুটি জোগাচ্ছেন তিনি । এ বছর কালীপুজোর মরশুমে বিকাশ 15টি মূর্তি গড়ার বরাত পেয়েছেন । প্রতিবছর বিভিন্ন সময় কখনও দুর্গা, কখনও লক্ষ্মী, গণেশ-সহ বিভিন্ন ঠাকুরের মূর্তি গড়েন তিনি (Bikash Bishal making idols since 30 years) ।

শিল্পীর বাবা সুশীল বিশাল বলেন, "আমার ছেলে যখন ছোট ছিল তখন ঝাড়গ্রাম শহরের রাধানগর এলাকায় তাঁর মামার বাড়িতে খেলার ছলে কালী ঠাকুর তৈরি করেছিল ৷ আনুমানিক 1985 সালে । আর সেই কালী ঠাকুরকে পুজো করেছিল সকলে । সেই থেকে আমার ছেলে নিজের চেষ্টায় ঠাকুর তৈরি করতে থাকে । বিকাশ কোথাও ঠাকুর তৈরির কাজ শেখেনি ৷ আমার পরিবারের কেউ ঠাকুর তৈরির কাজের সঙ্গে যুক্ত নেই বা ছিল না কোনওদিন । এসবই মা কালীর কৃপায় হয়েছে ।"

specially abled Bikash Bishal making idols since 30 years in Jhargram
দুর্গা, লক্ষ্মী, গণেশ-সহ বিভিন্ন ঠাকুরের মূর্তি গড়েন বিকাশ বিশাল

বিশেষভাবে সক্ষম শিল্পী বিকাশ বিশালের পরিবারে বৃদ্ধ বাবা, এক ছেলে, মেয়ে ও স্ত্রী রয়েছেন । ছেলেমেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন তিনি । সংসারের হালও সচ্ছল । বিকাশ এখন 'প্রতিবন্ধী' ভাতা পান । দেড় বছর আগে চালু হয়েছে তাঁর 'প্রতিবন্ধী' ভাতা । বিকাশ মাটির পাশাপাশি সিমেন্টেরও মূর্তি তৈরি করতে পারেন ।

প্রতিবন্ধকতাকে সঙ্গী করেই আজ প্রতিষ্ঠিত ঝাড়গ্রামের মৃৎশিল্পী বিকাশ

আরও পড়ুন: একদিনেই মূর্তি তৈরি-পুজো-বিসর্জন, 500 বছরের পুরনো দেবীনগর কালীবাড়ির শ্য়ামাবন্দনা

বিকাশের এই কাজে সহকর্মী রূপবান নায়েক বলেন, "আমি দীর্ঘদিন আমার শিল্পীর কাছে কাজ করছি । তিনি বলতে ও শুনতে পারে না । ইশারার মাধ্যমে সব বুঝিয়ে দেন । আমাদের এখানকার ঠাকুরের প্রচুর চাহিদা রয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.