ETV Bharat / state

তৃণমূলে যোগ দিলে বেল, না হলে জেল : সায়ন্তন

author img

By

Published : Feb 9, 2020, 8:55 PM IST

Updated : Feb 9, 2020, 10:37 PM IST

আজ ঝাড়গ্রামে নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে বাড়ি বাড়ি প্রচার চালান BJP নেতা সায়ন্তন বসু ৷

Sayantan Basu attacks Mamata Banerjee on Chhatradhar Mahato
সায়ন্তন বসু

ঝাড়গ্রাম, 9 ফেব্রুয়ারি : "মমতা বন্দ্যোপাধ্যায় ছত্রধর ও তাঁর পরিবারকে ব্ল্যাকমেইল করছে ৷ "CAA-এর প্রচারে এসে এভাবেই তৃণমূল নেত্রীকে আক্রমণ করলেন BJP নেতা সায়ন্তন বসু ৷ বলেন, "ছত্রধর মাহাত BJP-তে যোগ দিতে পারবেন না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে আবার জেলে ভরে দেবেন ৷ তৃণমূলে যোগ দিলে বেল (জামিন) হবে, যোগ না দিলে জেল হবে ৷"

আজ ঝাড়গ্রামে নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে বাড়ি বাড়ি প্রচার চালান সায়ন্তন ৷ সকালে ঝাড়গ্রামের বলরামডিহি এলাকায় দলীয় কর্মীদের নিয়ে চায়ে পে আড্ডা কর্মসূচি করেন ৷ তারপর জামদা, বলরামডিহি এবং প্রান্তিকে সাধারণ মানুষের হাতে লিফলেট ও ফোন নম্বর তুলে দেন ৷ বোঝান এই আইন কেবলমাত্র নাগরিকত্ব দেওয়ার আইন, কোনও ভাবে নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় ৷ এরপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় ছত্রধর ও তাঁর পরিবারের সঙ্গে ব্ল্যাকমেইল করছেন ৷ "

"তৃণমূলে যোগ দিলে বেল, না হলে জেল" বললেন BJP নেতা সায়ন্তন বসু

দীর্ঘ 11 বছর পর সদ্য জামিনে মুক্তি পেয়েছেন ছত্রধর মাহাত । ঘরে ফিরে পরিবারের সঙ্গে সময় কাটানোর সময় পাচ্ছেন না । দেখা করতে আসছেন একের পর এক নেতা ৷ গতকাল ছত্রধরের সঙ্গে দেখা করতে এসেছিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ।

Intro:মমতা ব্যানার্জি ছত্রধর ও তার পরিবারের সঙ্গে ব্ল্যাকমেইল করছে এরকম মন্তব্য করে বসলেন বিজেপি নেতা সায়ন্তন বসু তিনি বললেন বিজেপি করতে গেলে ছাত্রদলকে জেলে যেতে হবে আর তৃণমূল করতে হলেই বেল পাবে ছত্রধর l Body:মমতা ব্যানার্জি ছত্রধর ও তার পরিবারের সঙ্গে ব্ল্যাকমেইল করছে এরকম মন্তব্য করে বসলেন বিজেপি নেতা সায়ন্তন বসু তিনি বললেন বিজেপি করতে গেলে ছাত্রদলকে জেলে যেতে হবে আর তৃণমূল করতে হলেই বেল পাবে ছত্রধর l

তৃণমূলে থাকলে বেল না থাকলে জেল" মমতা ব্যানার্জি তার পরিবারকে ব্ল্যাকমেইল করছে । ছত্রধর মাহাত কে নিয়ে এমনই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু । তিনি আরো বলেন ছত্রধর চাইলেও বিজেপিতে যোগ দিতে পারবে না কারণ বিজেপিতে যোগ দিলে তার জেল হয়ে যাবে l রবিবার ঝাড়গ্রামে নতুন নাগরিকত্ব আইন এর সমর্থনে বাড়ি বাড়ি প্রচার জন্য ঝাড়গ্রাম এসেছেন সায়ন্তন l এদিন সকালে ঝাড়গ্রামের বলরামডিহি এলাকায় দলীয় কর্মীদের নিয়ে চায়ে পে আড্ডা কর্মসূচি করেন সায়ন্তন l তারপর জামদা, বলরামডিহি এবং প্রান্তিকের বাড়ি বাড়ি গিয়ে নতুন নাগরিকত্ব আইন এর সমর্থনে প্রচার করেন সায়ন্তন এবং সাধারণ মানুষের হাতে লিফলেট ও ফোন নাম্বার তুলে দেন l এদিন ঝাড়গ্রাম এর বিস্তীর্ণ জঙ্গলমহল এলাকায় এন আর সি ও সি এ এ প্রচার করেন বিজেপি নেতা সায়ন্তন বসু l এই প্রচারে সাথে সাথে নাম্বার তুলে দেন মানুষের হাতে l বাড়ি বাড়ি প্রচার করেন এবং বোঝান যে তাদের এই আইন কেবলমাত্র নাগরিকত্ব দেওয়ার আইন, কোন ভাবে নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় l এরপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন মমতা ব্যানার্জি ছত্রধরের পরিবারের সঙ্গে ব্ল্যাকমেইল করছেন l কেননা এই বিজেপিতে ছত্রধর গেলে তাহলে সেই তৃণমূল তার জেল করে দেবে কিন্তু যদি ছত্রধর তৃণমূলে যায় তার বেল হবে l তাই মমতা ব্যানার্জি একপ্রকার ব্ল্যাকমেইল করছে ছত্রধরের সাথে l কোনভাবেই বিজেপিতে যোগ দিতে পারত না ছত্রধর l এ দিন নয়াগ্রাম বিধানসভার গোপীবল্লভপুর এলাকায় বিজেপির দলীয় পার্টি অফিস উদ্বোধন করেন ভারতী ঘোষ ও সায়ন্তন বসু ।Conclusion:মমতা ব্যানার্জি ছত্রধর ও তার পরিবারের সঙ্গে ব্ল্যাকমেইল করছে এরকম মন্তব্য করে বসলেন বিজেপি নেতা সায়ন্তন বসু তিনি বললেন বিজেপি করতে গেলে ছাত্রদলকে জেলে যেতে হবে আর তৃণমূল করতে হলেই বেল পাবে ছত্রধর l
Last Updated :Feb 9, 2020, 10:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.