ETV Bharat / state

Chickpeas Found on Streets: সরকারি স্টিকার লাগানো বস্তা বস্তা ছোলা রাস্তায়, তদন্তে স্থানীয় প্রশাসন

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 2, 2023, 10:55 PM IST

Chickpeas on Streets
সরকারি স্টিকার লাগানো বস্তা বস্তা ছোলা রাস্তায়

সরকারি স্টিকার লাগানো বস্তা ভর্তি ছোলা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য গোপীবল্লভপুরে ৷ স্থানীয় বাসিন্দাদের প্রথম নজরে আসে বিষয়টি ৷ তাঁরা প্রশাসনকে খবর দেন ৷

ঝাড়গ্রাম, 2 নভেম্বর: রেশন দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি । তারমধ্যেই পরিত্যক্ত জমিতে সরকারি স্টিকার দেওয়া বস্তার পর বস্তা ছোলা পড়ে থাকতে দেখেন গ্রামের বাসিন্দারা । বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের তপসিয়া গ্রাম পঞ্চায়েতের কেন্দুয়ানা গ্রামের ঘটনা ৷ একটি ঘটনায় রীতিমত চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে ।

এলাকাবাসীর দাবি, রাতের বেলা কেউ বা কারা জমিতে সরকারি স্টিকার দেওয়া ছোলার বস্তাগুলি ফেলে রেখে গিয়েছে ৷ প্রায় 10 কুইন্টালেরও বেশি ছোলা পড়ে রয়েছে বলে জানা গিয়েছে । গ্রামবাসীরা প্রাথমিকভাবে ছোলার বস্তার ছোলাগুলি রেশনের ছোলা বলে দাবি করেছেন তাঁরা । এলাকাবাসী প্রথম বিষয়টি প্রশাসনের নজরে আনেন ৷ এরপরেই নড়েচড়ে বসে ব্লক প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসন । ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে প্রশাসন ।

জানা গিয়েছে, ছোলার বস্তার মধ্যে আইসিডিএস-এর মিড ডে মিলের স্ট্যাম্প ছিল । প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ছোলার বস্তাগুলি প্রায় 2 বছরের বেশি পুরনো । ছোলাগুলি বিতরণের জন্য আনা হলেও ছোলার গুণমান খারাপ হওয়ার জন্য বাতিল করা হয় । সেগুলি আর পড়ুয়াদের দেওয়া হয়নি । তার পরিবর্তে নির্দিষ্ট একটি জায়গায় ফেলে রাখা হয়। ছোলা পচে যাওয়ায় বস্তা-সহ পরিত্যক্ত একটি জমিতে ফেলে দেওয়া হয় । ঘটনা প্রসঙ্গে ঝাড়গ্রাম জেলার খাদ্য ও সুরক্ষা দফতরের আধিকারিক সুজয় দাস বলেন, "বিষয়টি নজরে এসেছে । খতিয়ে দেখা হচ্ছে। তবে ছোলাগুলি রেশনের নয়।"

আরও পড়ুন: প্রাক্তন আপ্ত সহায়কের ফোন থেকে বাকিবুরের সঙ্গে যোগাযোগ রাখতেন বালু, খবর ইডি সূত্রে

প্রসঙ্গত, রেশন দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান সময়ের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । বর্তমানে ইডি হেফাজতে আছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী ৷ কয়েকদিন আগে সল্টলেকের বিসি ব্লকের বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালায় ইডি ৷ তার পরেই তাঁকে গ্রেফতার হয় ৷ প্রতিদিনই তাকে জেরা করছেন ইডি আধিকারিকরা ৷ তদন্তে অসহযোগিতার অভিযোগ তাঁর বিরুদ্ধে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.