ETV Bharat / state

Robbery in Jhargram: ভোররাতে বৃদ্ধার হাত-মুখ বেঁধে ডাকাতি ঝাড়গ্রামে

author img

By

Published : Sep 6, 2022, 4:27 PM IST

Robbery in Jhargram by tying hands of old woman
Robbery in Jhargram

দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল ঝাড়গ্রামে (Robbery in Jhargram) ৷ ভোররাতে 6 জন দুষ্কৃতী বাড়িতে ঢুকে বৃদ্ধার হাত বেঁধে ডাকাতি করে বলে অভিযোগ ৷ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ঝাড়গ্রাম, 6 সেপ্টেম্বর: ভোররাতে বাড়িতে ঢুকে বৃদ্ধার হাতে বেঁধে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল ঝাড়গ্রাম শহরে বাছুরডোবা এলাকায় (Robbery in Jhargram)। ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ।

জানা গিয়েছে, বাছুরডোবা টাউনহল সংলগ্ন একটি দোতলা বাড়িতে 65 বছরের সাবিত্রী দাস নামের এক বৃদ্ধা একাই থাকেন । প্রতিদিনের মতো মঙ্গলবার ভোর 4টে ঘুম থেকে উঠে প্রার্থনায় বসতে যান তিনি । ঠাকুর ঘরে যাওয়ার সময় দেখতে পান, দুই কম বয়সি যুবক বাড়ির মধ্যে ঘোরাঘুরি করছে । বৃদ্ধাকে দেখতে পেয়ে তারা মুখ চেপে ধরে এবং রুমাল দিয়ে হাত বেঁধে দেয় (Robbery by tying hands of old woman)। চিৎকার করলে বৃদ্ধার প্রাণনাশেরও হুমকি দেয় তারা । পরে বৃদ্ধার কাছ থেকে আলমারির চাবি নিয়ে খুলে তাতে থাকা টাকা ও 5 থেকে 6 ভরি সোনার ও রুপোর গয়না নিয়ে নেয় দুষ্কৃতীরা । তার পাশাপাশি প্রতিটি ঘরের ভেতরে অন্যান্য আলমারি ও আসবাবপত্র থেকে কাপড়পত্র বের করে টাকা ও গয়নার সন্ধান চালায় তারা । পরে আর কিছু না-পেয়ে টাকা ও সোনার গয়না নিয়ে চম্পট দেয় ওই দুষ্কৃতীর দল ।

বৃদ্ধা সাবিত্রী দাস বলেন, "বাড়ির জানালার গ্রিলের স্ক্রু খুলে বাড়িতে ঢুকে পড়েছিল ছয় জন দুষ্কৃতী । তাদের মধ্যে দু'জনের বয়স কম এবং চারজনের বয়স যথেষ্ট রয়েছে । তারা সকলেই হিন্দি ভাষায় কথা বলছিল । আমাকে বারবার হিন্দি ভাষায় মেরে ফেলার হুমকি দিচ্ছিল । আলমারিতে থাকা টাকা ও সোনার ও রুপোর গয়না নিয়ে চলে যায় তারা । গোটা বাড়ির তছনছ করে দিয়েছে । যাওয়ার সময় বলে চিৎকার করলে আমরা পাশেই রয়েছি ফিরে এসে খুন করে দেব। তাই আমি ভয়ে চিৎকারও করিনি । অনেকক্ষণ পরে আমি বাড়ি থেকে বেরিয়ে বিষয়টি প্রতিবেশীদের জানাই ।" প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে এলাকার চারিদিকে ওই দুষ্কৃতীদের সন্ধান চালায় । পরে ঝাড়গ্রাম থানায় গিয়ে বিষয়টি জানায় ওই বৃদ্ধার প্রতিবেশীরা ।

ভোররাতে বৃদ্ধার হাত-মুখ বেঁধে ডাকাতি ঝাড়গ্রামে

বৃদ্ধার স্বামী গত তিন বছর আগে প্রয়াত হয়েছেন । বৃদ্ধা দুই মেয়ে । বড় মেয়ের বীরভূমের সিউড়িতে বিয়ে হয়েছে এবং ছোট মেয়ের শিলিগুড়িতে । তাই বৃদ্ধা বাড়িতে একাই থাকতেন । দহিজুরিতে তাঁর এক আত্মীয় রয়েছে সেখানে মাঝেমধ্যে যাতায়াত করতেন তিনি । সকালে ঘটনাস্থলে পৌঁছয় ঝাড়গ্রাম থানার পুলিশ ।

আরও পড়ুন: বিবাহিত মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার পুলিশ কনস্টেবল

বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় 14 জন উত্তরপ্রদেশের কিছু মহিলা ও পুরুষের ছবি ঘোরাফেরা করছে । যারা আগে থেকে ছক কষে বিভিন্ন জায়গায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটাচ্ছে । বর্তমান ওই 14 জনের গ্যাং'টি ওড়িশা, ঝাড়খণ্ড সীমানা এলাকা-সহ ঝাড়গ্রাম জেলার মধ্যে রয়েছে বলে পুলিশের গোয়েন্দা সূত্রে দাবি করা হয় । এই ঘটনার পর নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন । ঝাড়গ্রাম থানার আইসি বিপ্লব কর্মকার বলেন, "ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.