ETV Bharat / state

নেতাজির জন্মজয়ন্তী পালন না করায় স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ

author img

By

Published : Jan 24, 2020, 11:29 PM IST

Updated : Jan 26, 2020, 10:02 AM IST

Salboni school bandh
স্কুলের তালা মেরে বিক্ষোভ অভিভাবকদের

নেতাজির জন্মজয়ন্তী পালন হয়নি শালবনি স্কুলে । আর এজন্য স্কুলে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা । স্কুল ছুটি দিয়েছিলেন প্রধান শিক্ষক ।

ঝাড়গ্রাম, 24 জানুয়ারি : নেতাজির জন্মজয়ন্তী পালন না করার জন্য স্কুলে তালা ঝুলিয়ে দিল অভিভাবকরা । নেতাজির ১২৩ তম জন্মজয়ন্তী ঝাড়গ্রামে সাড়ম্বরে পালিত হল । অথচ ঝাড়গ্রাম শহর থেকে মাত্র 7 কিলোমিটার দূরে এক স্কুলে পালন হল না নেতাজির জন্মজয়ন্তী । ঘটনাটি ঝাড়গ্রাম ব্লকের শালবনি গ্রাম পঞ্চায়েতের শালবনি গ্রামে ।

নেতাজির জন্মজয়ন্তী পালন হয়নি, স্কুলের তালা মেরে বিক্ষোভ অভিভাবকদের

শুক্রবার সকাল থেকেই স্কুলের তালা মেরে বিক্ষোভ দেখান অভিভাবক থেকে শুরু করে সাধারণ গ্রামবাসীরা । স্কুলের প্রধান শিক্ষক প্রশান্ত মণ্ডল এই ঘটনায় দুঃখপ্রকাশ করেন । স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শালবনি নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ে নেতাজির 123 তম জন্মজয়ন্তী পালন হয়নি । অভিযোগ প্রধান শিক্ষক সেদিন ছাত্র-ছাত্রীদের ছুটি ঘোষণা করেছিলেন l শুক্রবার স্কুল সময় স্কুলে এলে প্রধান শিক্ষক দেখেন স্কুলের দরজায় তালা ঝুলছে এবং স্কুলের উপস্থিত পড়ুয়ারা স্কুলের বারান্দায় বসে রয়েছে । স্কুলের প্রধান শিক্ষক জানতে চান, "কেন তালা মারা হয়েছে"? তখনই ক্ষোভে ফেটে পড়েন স্কুলের অভিভাবক থেকে শুরু করে গ্রামবাসীরা ।

গ্রামবাসীরা প্রধান শিক্ষকের এই আচরণে উপযুক্ত শাস্তির দাবি তোলেন । স্কুল সূত্রে জানা যায় , স্কুলের মোট পড়ুয়া সংখ্যা 32 জন । স্কুলে একজন প্রধান শিক্ষক এবং দু'জন শিক্ষিকা রয়েছেন । একজন শিক্ষিকা ছুটিতে আছেন এবং প্রধান শিক্ষক এবং অন্য এক শিক্ষিকা বর্তমানে স্কুল চালান । দ্বিতীয় শ্রেণির পড়ুয়া নন্দিনী মাহাত , জয়া মাহাত এবং চতুর্থ শ্রেণির পড়ুয়া সুশান্ত রাউৎরা বলেন , "গতকাল নেতাজির জন্মদিন ছিল ৷ আমাদের স্কুল বন্ধ ছিল ৷ কোনও স্যার-ম্যাডাম আসেননি l নেতাজির জন্মদিন পালন হয়নি ।"


প্রধান শিক্ষক বলেন , "আমি মিড ডে মিল বন্ধ রাখার কথা বলেছিলাম । আমার শরীর অসুস্থ থাকার কারণে আমি আসতে পারিনি । এজন্য আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী ।"

Intro:নেতাজীর ১২৩ তম জন্মজয়ন্তী পালন না করার অভিযোগে শুক্রবার সকাল থেকেই স্কুলের তালা মেরে বিক্ষোভ দেখান অভিভাবক থেকে শুরু করে গ্রামবাসীরা যদি ও স্কুলের প্রধান শিক্ষক প্রশান্ত মন্ডল বলেন , আমি মিড ডে মিল বন্ধ রাখার কথা বলেছিলাম ,শরীর অসুস্থ থাকার কারণে আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী l
Body:নেতাজীর ১২৩ তম জন্মজয়ন্তী পালন না করার অভিযোগে শুক্রবার সকাল থেকেই স্কুলের তালা মেরে বিক্ষোভ দেখান অভিভাবক থেকে শুরু করে গ্রামবাসীরা যদি ও স্কুলের প্রধান শিক্ষক প্রশান্ত মন্ডল বলেন , আমি মিড ডে মিল বন্ধ রাখার কথা বলেছিলাম ,শরীর অসুস্থ থাকার কারণে আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী l


নেতাজীর ১২৩ তম জন্মজয়ন্তী যখন ঝাড়গ্রাম শহরে সাড়ম্বরে পালিত হলো ঠিক সেই সময় ঝাড়গ্রাম শহর থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে নেতাজীর জন্মজয়ন্তীর বিন্দুমাত্র ছোঁয়া পেল না l নেতাজির জন্মজয়ন্তী পালন না করার অভিযোগে শুক্রবার সকাল থেকেই স্কুলের তালা মেরে বিক্ষোভ দেখান অভিভাবক থেকে শুরু করে গ্রামবাসীরা l ঘটনাটি ঝাড়গ্রাম ব্লকের শালবনি গ্রাম পঞ্চায়েতের শালবনি গ্রামের l স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল নেতাজীর ১২৩ তম জন্মজয়ন্তী পালন হয়নি শালবনি নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ে l অভিযোগ প্রধান শিক্ষক সেদিন ছাত্র-ছাত্রীদের ছুটি ঘোষণা করেছিলেন l শুক্রবার স্কুল সময় স্কুলে এলে প্রধান শিক্ষক দেখেন স্কুলের দরজায় দরজায় তালা ঝুলছে এবং স্কুলের উপস্থিত পড়ুয়ারা স্কুলের বারান্দায় বসে রয়েছে l স্কুলের প্রধান শিক্ষক জানতে চাই কেন তালা মারা হয়েছে তখনই ক্ষোভে ফেটে পড়েন স্কুলের অভিভাবক থেকে শুরু করে গ্রামবাসীরা l গ্রামবাসীরা প্রধান শিক্ষকের এই আচরণে উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন l স্কুল সূত্রে জানা যায় , স্কুলের মোট পড়ুয়া সংখ্যা ৩২ জন ও একজন প্রধান শিক্ষক এবং দুজন শিক্ষিকা রয়েছেন l একজন শিক্ষিকা ছুটিতে আছেন এবং প্রধান শিক্ষক এবং অন্য এক শিক্ষিকা বর্তমানে স্কুল চালান l দ্বিতীয় শ্রেণীর পড়ুয়া নন্দিনী মাহাত , জয়া মাহাত এবং চতুর্থ শ্রেণীর পড়ুয়া সুশান্ত রাউৎরা বলেন , গতকাল নেতাজীর জন্মদিন ছিল ,আমাদের স্কুল বন্ধ ছিল , কোন স্যার ম্যাডাম আসেনি l নেতাজীর জন্মদিন পালন হয়নি আগের দিন স্কুল ছুটি বলেছিলেন স্যার l

রাজু পাতর নামে এক অভিভাবকরা বলেন, গতকাল সমস্ত জায়গায় নেতাজির জন্ম জয়ন্তী পালন হয়েছে কিন্তু আমাদের এই স্কুলে তা হয়নি এবং স্কুল বন্ধ ছিল l সেই অভিযোগে এদিন আমরা গ্রামের সমস্ত মানুষ এবং অভিভাবকরা মিলে স্কুলে তালা দিয়েছি l প্রধান শিক্ষকের কাছে আমরা জানতে চাই কেন স্কুল বন্ধ রাখা হয়েছিল এবং কেনই বা নেতাজির জন্ম জয়ন্তী পালন করা হলো না l এই বিষয়ে আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি l স্কুলের প্রধান শিক্ষক প্রশান্ত মন্ডল বলেন , আমি সেদিন স্কুল ছুটি ঘোষণা করিনি মিড ডে মিল বন্ধ রাখার কথা বলেছিলাম । শরীর অসুস্থ থাকার কারণে আমি স্কুলে আসতে পারিনি তাই নেতাজির জন্ম জয়ন্তী স্কুলে পালিত হয়নি । এই ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী । 

 Conclusion:নেতাজীর ১২৩ তম জন্মজয়ন্তী পালন না করার অভিযোগে শুক্রবার সকাল থেকেই স্কুলের তালা মেরে বিক্ষোভ দেখান অভিভাবক থেকে শুরু করে গ্রামবাসীরা যদি ও স্কুলের প্রধান শিক্ষক প্রশান্ত মন্ডল বলেন , আমি মিড ডে মিল বন্ধ রাখার কথা বলেছিলাম ,শরীর অসুস্থ থাকার কারণে আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী l
Last Updated :Jan 26, 2020, 10:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.