ETV Bharat / state

Fake Promise of Marriage: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, গ্রেফতার অভিযুক্ত

author img

By

Published : Dec 31, 2022, 10:40 PM IST

Fake Promise of Marriage
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ৷ গর্ভস্থ ভ্রূণকে নষ্ট ও নির্যাতিতাকে প্রাণনাশের হুমকি ৷ নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে আটক অভিযুক্ত (One Arrested for Fake Promise of Marriage) ৷

ঝাড়গ্রাম, 31 ডিসেম্বর: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস (Fake Promise of Marriage)৷ গর্ভস্থ ভ্রুণকে নষ্ট করার অভিযোগ অভিযুক্তের পরিবারের বিরুদ্ধে ৷ প্রতিবাদ করতে নির্যাতিতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ ৷ শুক্রবার অভিযুক্ত ভটেন হেমব্রমকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃতের তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ ৷ ঝাড়গ্রাম এলাকার ঘটনা ৷ ঝাড়গ্রামের জামবনি থানা এলাকার ঘটনা ৷

প্রসঙ্গত, গত 29 ডিসেম্বর জামবনি থানায় নির্যাতিতা তরুণী ভটেন হেমব্রম-সহ তাঁর পরিবারের তিন সদস্যদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন । পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জামবনি থানা এলাকার এক গ্রামে তরুণীর মামাবাড়ি ৷ মামাবাড়িতে থাকতেন ওই তরুণী । গত ন’মাস আগে এক অনুষ্ঠান বাড়িতে তরুণীর সঙ্গে ভটেনের পরিচয় হয় । অভিযোগ, এর পরেই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ওই তরুণীর সঙ্গে সহবাস করে ভটেন । বিয়ে না করেই ভটেন তাঁর বাড়িতে তরুণীকে নিয়ে যান । বাড়িতে যাওয়ার পরেই ওই তরুণী গর্ভবতী হয়ে পড়লে ভটেন, তাঁর মা, ও বৌদি জোর করে ওষুধ খাইয়ে বাচ্চাটি নষ্ট করেন । এমনকী ওই তরুণীর উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালানোর অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা । প্রতিবাদ করলে প্রাণনাশেরও হুমকি দেন ৷ 27 ডিসেম্বর নির্যাতিতাকে বাড়ি থেকে বের করে দেন অভিযুক্তরা । এরপরেই থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা ৷

আরও পড়ুন: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, গ্রেফতার যুবক

এরপরই বিষয়ে তরুণী জামবনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ৷ সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ ৷ অভিযুক্তকে বিয়ের প্রতিশ্রুতিতে সহবাস ও প্রাণে মেরে ফেলার চেষ্টা-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে । শনিবার ধৃতকে ঝাড়গ্রামের সিজেএম বিচারক সুমিত অধিকারির এজলাসে তোলা হয় । বিচারক ধৃতকে তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.