ETV Bharat / state

Abhishek Convoy Attack Case: অভিষেকের কনভয়ে হামলা, কুড়মি নেতা কৌশিক মাহাতকে গ্রেফতার করল সিআইডি

author img

By

Published : Jun 2, 2023, 11:34 AM IST

Abhishek Convoy Attack Case ETV BHARAT
Abhishek Convoy Attack Case

সিআইডি-র জালে আরও এক কুড়মি নেতা ৷ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনার দিন তিনি গডশালবনিতে উপস্থিত ছিলেন ৷

ঝাড়গ্রাম, 2 জুন: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুরের ঘটনায় সিআইডি-র জালে আরও এক শীর্ষস্থানীয় কুড়মি নেতা ৷ জানা গিয়েছে, গ্রেফতার হওয়া কুড়মি নেতার নাম কৌশিক মাহাত ৷ তাঁর বাড়ি ঝাড়গ্রামের জামবনি এলাকায় ৷ সূত্রের খবর, বৃহস্পতিবার রাত একটায নাগাদ কলকাতা যাচ্ছিলেন তিনি ৷ তখনই মাঝ রাস্তায় কৌশিক মাহাতকে গ্রেফতার করেন সিআইডি আধিকারিকরা ৷ এর ফলে অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় কুড়মি নেতাদের গ্রেফতারির সংখ্যা দাঁড়াল 11 ৷

আজ শুক্রবার ঝাড়গ্রামের আদালতে কৌশিক মাহাতকে পেশ করা হবে বলে খবর ৷ গত 26 মে অভিষেকের তৃণমূলে নব জোয়ার কর্মসূচির দিন ঝাড়গ্রামের গড়শালবনি এলাকায় দেখা গিয়েছিল কৌশিক মাহাতকে ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনায় 15 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল ঝাড়গ্রাম থানার পুলিশ ৷ তাতেও নাম ছিল কৌশিকের। 26 মে রাতেই আদিবাসী নেগাচারি কুড়মি সমাজের রাজ্য সভাপতি অনুপ মাহাত, গড়শালবনি গ্রামের মনমোহিত মাহাত, অনিত মাহাত, অজিত মাহাত-সহ মোট চার জনকে গ্রেফতার করে পুলিশ ৷

27 মে বিকেলে ওড়িশা সীমানা সংলগ্ন নয়াগ্রাম এলাকা থেকে পশ্চিমবঙ্গ কুড়মি সমাজের রাজ্য সভাপতি রাজেশ মাহাত এবং আদিবাসী জনজাতি কুড়মি সমাজের রাজ্য সভাপতি শিবাজী মাহাত-সহ আরও চার জনকে গ্রেফতার করা হয় ৷ এরই মধ্যে ওই মামলার তদন্তভার সিআইডি-কে হস্তান্তর করা হয় ৷ তদন্তে নেমে গত বুধবার সিআইডি জামবনি থেকে নীতীশ মাহাত নামে আরও এক কুড়মি নেতাকে গ্রেফতার করে ৷ এরপর কুড়মি আন্দোলনের সঙ্গে যুক্ত বিজেপির সক্রিয় কর্মী সমর্থক জয় মাহাতকে গ্রেফতার করে সিআইডি ৷ এবার গ্রেফতার হলেন কৌশিক।

আরও পড়ুন: অভিষেকের কনভয়ে হামলায় গ্রেফতার বিজেপি কর্মী, 6 দিনের সিআইডি হেফাজত

উল্লেখ্য, প্রথম দু’দফায় গ্রেফতার হওয়া 9 জন কুড়মি নেতা 10 দিনের বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন ৷ তাঁদের মধ্যে 8 জনকে সংশোধনাগারে গিয়ে ইতিমধ্যে জেরা করেছেন সিআইডি আধিকারিকরা ৷ সেই জিজ্ঞাসাবাদের পর এবার কৌশিক মাহাতকে গ্রেফতার করল রাজ্য গোয়েন্দা বিভাগ ৷ উল্লেখ্য, 26 মে অভিষেকের কনভয়ে হামলার ঘটনার পরেরদিন শালবনির জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন ৷ তিনি কুড়মিদের কার্যত ক্লিনচিট দিয়েছিলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.