ETV Bharat / state

Udayan Guha: নিশীথকে 'মছলিবাবা' বলে কটাক্ষ মন্ত্রী উদয়নের

author img

By

Published : Sep 28, 2022, 9:32 AM IST

Udayan Guha criticizses BJP leader Nisith Pramanik as machlibaba
Udayan Guha criticizses BJP leader Nisith Pramanik as machlibaba

কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) 'ঘনিষ্ট' নেতা মাদক পাচারে গ্রেফতার হয়েছেন । তারপরই বিজেপি নেতাদের 'মছলিবাবা' বলে কটাক্ষ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha) ৷

জলপাইগুড়ি, 28 সেপ্টেম্বর: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক'কে (Nisith Pramanik) 'মছলিবাবা' বলে কটাক্ষ করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ (North Bengal Development Minister Udayan Guha) । তিনি বলেন, "এরা সকলেই সন্ন্যাসীর বেশ ধারণ করে বসে থাকে । সত্যজিৎ রায়ের জয় বাবা ফেলুনাথে যে সন্ন্যাসী ছিল, মছলিবাবা, এরা হল সেই রকম । এরা পাচারের ক্ষেত্রে ডাব্লু দিয়ে শুরু করে । ডাব্লু দিয়ে শেষ করে ।"

মোফাজ্জল নামে এক বিজেপি নেতাকে ইয়াবা ট্যাবলেট পাচারের অভিযোগে গ্রেফতার করেছে শিলিগুড়ি কমিশনারেটের পুলিশ । নিশীথ প্রামাণিকের সঙ্গে মোফাজ্জলের একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন উদয়ন গুহ । সেখানে তিনি দাবি করেছেন, মোফাজ্জল নিশীথ 'ঘনিষ্ট' বিজেপি নেতা ৷

উল্লেখ্য, মঙ্গলবার বিকেলেই জলপাইগুড়ি আসেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ । প্রথমে তিনি আনন্দচন্দ্র কলেজ গিয়ে একটি নবনির্মিত সায়েন্স ভবন উদ্বোধন করেন। পরে তিনি আসেন পিডি ওমেন্স কলেজে । সেখানে দুটি ভবনের উদ্বোধন করেন । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির বিধায়ক প্রদীপকুমার বর্মা, জলপাইগুড়ির উপ-পৌরপ্রধান সৈকত চট্টোপাধ্যায়, পিডি ওমেন্স কলেজে অধ্যক্ষ তথা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তি ছেত্রী-সহ বিশিষ্টজনেরা ।

নবনির্মিত সায়েন্স ভবন উদ্বোধন করেন উদয়ন গুহ

আরও পড়ুন: কাটমানি না দেওয়ায় পাথর ব্যবসায়ীকে হুমকির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

এখান থেকেই বিজেপিকে কড়া আক্রমণ করেন মন্ত্রী উদয়ন গুহ । তিনি বলেন, "কেন্দ্রীয় মন্ত্রীর পাশে দাঁড়িয়ে ছবি তুলছে । 30 লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট নিয়ে ধরা পড়েছে । যারা আমাদের গায়ে গরুপাচার, কয়ালাপাচারের ছাপ লাগানোর চেষ্টা করছে তাদের সঙ্গীরা যে কি পাচারের সঙ্গে যুক্ত সেটা সামনে আসছে । আসলে এরা সন্ন্যাসীর বেশ ধারণ করে বসে থাকে ৷ জয়বারা ফেলুনাথের মছলিবাবার মতো ৷ "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.