ETV Bharat / state

তৃণমূলের মুখপাত্র হলেন জলপাইগুড়ি সুপ্রিয় চন্দ

author img

By

Published : Jul 28, 2020, 9:45 PM IST

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যের মুখপাত্র হলেন জলপাইগুড়ির কংগ্রেস পাড়ার বাসিন্দা সুপ্রিয় চন্দ । সে বর্তমানে কলকাতার প্রেসিডেন্সি কলেজে ইতিহাস নিয়ে অনার্স পড়ছে ।

TMC spokesperson is going to be supriyo chanda
TMC spokesperson is going to be supriyo chanda

জলপাইগুড়ি , 28 জুলাই : মাত্র ২০ বছর বয়সেই সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যের মুখপাত্র হলেন জলপাইগুড়ির সুপ্রিয় চন্দ । জলপাইগুড়ির কংগ্রেস পাড়ার বাসিন্দা সুপ্রিয় বর্তমানে কলকাতার প্রেসিডেন্সি কলেজে ইতিহাস নিয়ে অনার্স পড়ছে । এরই মাঝে উত্তরবঙ্গ থেকে সম্প্রতি জনপ্রিয় মুখ সুপ্রিয় চন্দ তুলে আনা হল ।

জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র সুপ্রিয় চন্দ জলপাইগুড়ি থেকে প্রেসিডেন্সি কলেজে পড়াশুনো করতে চলে আসার পরই রাজনীতি প্রত্যক্ষভাবে চলে আসে । প্রেসিডেন্সি কলেজ থেকেই তৃণমূল ছাত্রপরিষদের মুখ হিসেব বিভিন্ন সংবাদমাধ্যমে ভাল বক্তা হিসেবে নজর কাড়ে সুপ্রিয় । এরপরেই দলের পক্ষ থেকে বিভিন্ন সংবাদমাধ্যমের টক শোতে গিয়ে নজরে আসেন দলের সুপ্রিমোর ।

সুপ্রিয় চন্দ বলেন , “ আজ সকালে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কো-অর্ডিনেটর ডেরেক ও'ব্রায়েন আমাকে ফোন করে এই খবর জানান । বিকেলে সেই তালিকা প্রকাশ করা হয় । আমি গর্বিত যে উত্তরবঙ্গ থেকে কেবলমাত্র আমাকেই মাত্র ২০ বছর বয়সে এই জায়গাটা দেওয়া হয়েছে । আমার দায়িত্ব ও কর্তব্য হবে দলের ও সরকারের কাজ সাধারণ মানুষের কাছে প্রচার করা । ” সুপ্রিয়র এই সাফল্যে জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রত্যেকেই খুশি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.