ETV Bharat / state

কোরোনার প্রাদুর্ভাবের মাঝে গাছ তলায় ক্লাস শিক্ষকদের

author img

By

Published : Jun 2, 2020, 7:15 PM IST

জলপাইগুড়ি 1নং ওয়ার্ডে নিচমাঠ এলাকায় পিছিয়ে পড়া শিশুদের নিয়ে স্থানীয় শিক্ষক স্বপন বসাক ও তার সহকর্মীদের নিয়ে গাছতলায় সামাজিক দুরত্ব মেনে আজ থেকে শুরু করলেন অস্থায়ী বিদ্যালয় । আপাতত সপ্তাহে একদিন করে প্রথম থেকে চতুর্থ শ্রেণির ছাত্রছাত্রীদের পড়াবেন এই শিক্ষকরা ।

teachers take class under the tree amid corona outbreak
কোরোনার প্রাদুর্ভাবের মাঝে গাছ তলায় ক্লাস শিক্ষকদের

জলপাইগুড়ি, 2 জুন : কোরোনা সংক্রমণ রুখতে লকডাউনের কারনে বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান । এমন অবস্থায় রাজ্যের শিক্ষামন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে এগিয়ে এলেন শহরের কয়েকজন শিক্ষক ৷ গাছতলায় সামাজিক দূরত্ব বজায় রেখে ছাত্রছাত্রীদের পড়াশুনো করাচ্ছেন তাঁরা ।

লকডাউনে বন্ধ সমস্ত বিদ্যালয়ের পঠনপাঠন । ফলে সমস্যায় জলপাইগুড়ি শহরের বিভিন্ন পিছিয়ে পড়া এলাকার ছাত্রছাত্রীরা । আর এই সকল ছাত্রছাত্রীদের জন্যই এগিয়ে এলেন শহরের বেশ কয়েকজন শিক্ষক। জলপাইগুড়ি 1নং ওয়ার্ডে নিচমাঠ এলাকায় পিছিয়ে পড়া শিশুদের নিয়ে স্থানীয় শিক্ষক স্বপন বসাক ও তার সহকর্মীদের নিয়ে গাছতলায় সামাজিক দুরত্ব মেনে আজ থেকে শুরু করলেন অস্থায়ী বিদ্যালয় । শিক্ষকরা বাড়ি বাড়ি গিয়ে ছাত্র ছাত্রীদের নিয়ে এসে তাদেরকে স্যানিটাইজ়ার, মাস্ক দেন । ছাত্র ছাত্রীদের পড়াশুনোর মাঝে খাবার হিসেবে একটি করে বিস্কুটের প্যাকেটও দিলেন । শিক্ষকদের এমন উদ্যোগে বেজায় খুশি অভিভাবকরা । আপাতত সপ্তাহে একদিন করে প্রথম থেকে চতুর্থ শ্রেণির ছাত্রছাত্রীদের পড়াবেন এই শিক্ষকরা ।

শিক্ষক স্বপন বসাক বলেন,‘‘রাজ্যের শিক্ষামন্ত্রী আবেদন করেছিলেন শিক্ষকদের নিজ নিজ এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ছাত্র ছাত্রীদের পড়াশোনা করাতে । তাই আমরা কয়েকজন শিক্ষক মিলে খোলা মাঠে ছাত্র ছাত্রীদের নিয়ে পড়াশোনা করাচ্ছি । জেলার বাকি শিক্ষকদেরও আবেদন করছি যাতে তারাও এমন ভাবে এগিয়ে আসেন ।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.