ETV Bharat / state

Suvendu Adhikari: মুখ্যমন্ত্রীর সফরের মাঝেই তিস্তা থেকে বালি তোলার ভিডিয়ো শেয়ার শুভেন্দুর

author img

By

Published : Oct 17, 2022, 10:56 PM IST

মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) উত্তরবঙ্গ সফরের মাঝেই জলপাইগুড়ির তিস্তা নদী থেকে অবৈধভাবে বালি তোলা হচ্ছে বলে অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । সোশাল মিডিয়ায় আপলোড করলেন 2 মিনিট 14 সেকেন্ডের সেই ভিডিয়োও। যদিও ইটিভি ভারত সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি।

Suvendu Adhikari
শুভেন্দু অধিকারী

জলপাইগুড়ি, 17 অক্টোবর: মুখ্যমন্ত্রী রয়েছেন (CM Mamata Banerjee)উত্তরবঙ্গ সফরে ৷ সোমবার সেখানে গিয়ে জলপাইগুড়ির মালবাজারে দশমীর দিন ঘটা হড়পা বানে আহত ও নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন মমতা ৷ আর এই মাঝেই শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গের প্রধান নদী তিস্তা থেকে বালি তোলার ভিডিয়ো শেয়ার করলেন ৷

এদিন ওই ভিডিয়োয় শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) অভিযোগ করে জানান, তিস্তা নদী থেকে অবৈধভাবে বালি তোলা চলছে ৷ তিনি এও জানান, পাহাড় সফরে যখন মুখ্যমন্ত্রী হাজির তাঁর উপস্থিতির মাঝেই ওই জেলায় জোরদার চলছে অবৈধভাবে বালি পাচার (Illegal Sand Mining) ৷ রাজ্যের বিরোধী দলনেতা টুইট করে এই 2 মিনিট 14 সেকেন্ডের ভিডিয়োটি শেয়ার করেছেন। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

  • At the time when CM's visiting Jalpaiguri, rampant illegal sand mining is going on in full swing in the district.
    Look how unregulated extraction of sand is happening at the river bank of Teesta at Paharpur area of Rajganj Assembly Constituency, with the aid of TMC leaders. pic.twitter.com/Gd2Z21boMi

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) October 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শুভেন্দু অধিকারী এদিন ভিডিয়োটি শেয়ারের সময় জেলার কোন জায়গায় এই বালি পাচার চলছে তাও উল্লেখ করেছেন ৷ জেলার রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের পাহাড়পুরের কাছে তিস্তা নদীর তীরে এই বালি পাচার চলছে ৷ এছাড়াও তিনি টুইটে উল্লেখ করেছেন এই বেআইনি বালি পাচার তৃণমূল নেতা-নেত্রীর মদতেই হচ্ছে ৷

আরও পড়ুন: মালবাজারে দুর্গত পরিবারগুলির সঙ্গে দেখা করবেন, জানালেন মমতা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.