ETV Bharat / state

Blue-White School Dress: পোশাকের রং পালটে নীল-সাদা, প্রতিবাদে পথে নামল শতাব্দী প্রাচীন স্কুলের ছাত্ররা

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 12, 2023, 10:08 PM IST

Blue -White School Dress
নীল-সাদা পোশাকের প্রতিবাদ

স্কুলের পোশাকের রং বদলে খাকি থেকে হবে নীল-সাদা ৷ প্রতিবাদে জলপাইগুড়িতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল শতাব্দী প্রাচীন ফণীন্দ্রদেব বিদ্যালয়ের ছাত্ররা ৷

প্রতিবাদে পথে নামল শতাব্দী প্রাচীন স্কুলের ছাত্ররা

জলপাইগুড়ি, 12 অক্টোবর: বদলে যেতে চলেছে স্কুলের পোশাকের রং ৷ প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল ছাত্ররা । ছেঁড়া হল নীল-সাদা প্যান্ট । ঘটনাটি ঘটেছে জলপাইগুড়িতে ৷ শতাব্দী প্রাচীন ফণীন্দ্রদেব বিদ্যালয়ের ছাত্ররা স্কুলের সামনে পোস্ট অফিস মোড় অবরোধ করে বৃহস্পতিবার । তাদের দাবি, খাকি রঙের স্কুল পোশাক বদলে নীল-সাদা করা যাবে না ৷ এতে তাদের স্কুলের গরিমা নষ্ট হবে ৷ শতাব্দী প্রাচীন স্কুলের একটা ঐতিহ্য আছে ৷ জলপাইগুড়ির বাকি স্কুলের সঙ্গে তাদের বিদ্যালয়ের ছাত্রদের কোনও পার্থক্য থাকবে না ৷ আলাদা করে স্কুলের পোশাক দিয়ে ফনিন্দ্রদেব বিদ্যালয়ের পড়ুয়াদের চেনা যাবে না ৷ এ দিন অবরোধ তুলতে শেষে ছুটে আসতে হয় সদর ট্রাফিক ইন্সপেকটর সৈকত ভদ্রকে ।

প্রসঙ্গত, রাজ্যের প্রত্যেকটি স্কুলে পোশাকের রং আলাদা আলাদা হয় ৷ তবে সেই পোশাকের রং বদলে নীল-সাদা করার ভাবনা নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৷ এরপরেই নিজেদের স্কুলের পোশাকের রং বদলে যাচ্ছে খবর পেয়ে বিক্ষোভ দেখাতে থাকে ফনিন্দ্রদেব বিদ্যালয়ের ছাত্ররা ৷ খাকি প্যান্টের জায়গায় নীল প্যান্ট নিয়ে আপত্তি তোলে তারা । পুলিশ অবরোধ তুলতে এলে বিক্ষোভরত ছাত্রদের সঙ্গে বচসাও বাঁধে । সরকারের দেওয়া নীল-সাদা পোশাকের বিরোধীতা করে রাস্তা অবরোধ করে ছাত্ররা । 'স্কুলের পোশাক আমাদের আবেগ । কোনমতেই পোশাক পরিবর্তন করা যাবে না ।' এই স্লোগান তোলে এ দিন পড়ুয়ারা ৷

আরও পড়ুন: পুজোর আগেই নীল সাদা ইউনিফর্ম পাঠাতে হবে স্কুলে, নির্দেশ নবান্নের

ছাত্র নবজিৎ দাস বলে, "সাদা জামা ও খাকি প্যান্ট আমাদের স্কুলের পোশাক । আমাদের কাছে এটা একটা আবেগ । কিন্তু রাজ্য সরকার সেই পোশাক পালটে দিচ্ছে ৷ তাই আমরা রাস্তায় নেমেছি । এর আগেও আমাদের পোশাক বদলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল ৷ আবারও তা করার চেষ্টা করা হচ্ছে । আমাদের স্কুলে জলের সমস্যা, শৌচাগারের বাজে অবস্থা ৷ সবকিছুর প্রতিবাদে আমরা রাস্তা অবরোধ করেছি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.