ETV Bharat / state

Demand of Tribals: আদিবাসীদের সরনা-সারি ধর্মকোড চালু করুক কেন্দ্র সরকার, চিঠি তৃণমূলের

author img

By

Published : Jul 27, 2022, 10:21 PM IST

আদিবাসীদের দাবি-দাবাগুলো এবার কেন্দ্র সরকার পূরণ করুক । আদিবাসীদের সারি ও সারনা ধর্মকে স্বীকৃতির দাবিতে ফের কেন্দ্র সরকারকে চিঠি দিতে চলেছে রাজ্য সরকার(State Government) ।

State govt to write letter to central demanding recognition of Sari Sarna religion of tribals
Demand of Tribals

জলপাইগুড়ি, 27 জুলাই: আদিবাসী মহিলা রাষ্ট্রপতি(President) করে ওই সম্প্রদায়ের মন জয় করতে চাইছে বিজেপি(BJP) । এবার আদিবাসীদের সরনা ও সারি ধর্মকোড চালু করুক কেন্দ্র সরকার । এমনটাই দাবি তুলেছে তৃণমূল কংগ্রেস(TMC) । মুখ্যমন্ত্রীর দেওয়া চিঠি নিয়ে তারা প্রচারে নামতে চলেছে(State govt to write letter to central demanding recognition of Sari Sarna religion of tribals) ।

State govt to write letter to central demanding recognition of Sari Sarna religion of tribals
চিঠি

জলপাইগুড়িতে সাংবাদিক সম্মেলন করে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি আদিবাসী নেতা রাজেশ লাকড়া বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসীদের ধর্মকোড চালুর বিষয়ে বিধানসভার প্রস্তাব এনেছেন । আগামিদিনে সেই বিল পাশ করবেন বলে আমাদের জানিয়েছেন । কেন্দ্র সরকার যাতে আদিবাসীদের ধর্মকোড চালুর উদ্যোগ নেয় সেই দাবি করছি । বিজেপি আদিবাসী রাষ্ট্রপতি করে তাদের মন জয় করতে চাইছে । কিন্তু এখনও পর্যন্ত আদিবাসীদের সারি ও সরনা ধর্মের কোড চালু হয়নি ।"

আরও পড়ুন: 'আমার নাম করে পার্থদাকে দিয়ে দাও, বলেছিলেন মুখ্যমন্ত্রী' দাবি অনন্তদেবের

রাজেশ লাকড়া আরও বলেন, "বিজেপি যেভাবে আদিবাসী রাষ্ট্রপতি হিসাবে দৌপদী মুর্মুকে জিতিয়েছেন ৷ আমরা আদিবাসী হিসাবে তাঁকে শ্রদ্ধা করি । তিনিও যাতে আদিবাসীদের হিতের জন্য কাজ করেন এই দাবি রাখছি । বিজেপি আদিবাসীদের জন্য তেমন কিছুই করেনি । রাষ্ট্রপতি নির্বাচন কেবল চমক মাত্র । আমরা আদিবাসীদের দুয়ারে গিয়ে তৃণমূল কংগ্রেস কী কাজ করেছেন তাদের জন্য, তা প্রচার করব । আর কেন্দ্রকে বার বার চিঠি দিয়েও তারা আদিবাসীদের ধর্মকোড চালু করছে না, তা প্রচার করব । রাজ্য সরকার আদিবাসী চা শ্রমিকদের জন্য চা সুন্দরী প্রকল্প চালু করেছে । জয় জোহার পেনশন চালু করেছে, করম পুজোয় ছুটি দিয়েছে । নানান সুযোগ-সুবিধা রাজ্য সরকার দিচ্ছে ৷ কিন্তু কেন্দ্রের কোনও লাভ আদিবাসীরা পাচ্ছেন না ৷ এসব নিয়ে আমরা আদিবাসীদের দুয়ারে দুয়ারে যাব ।"

আদিবাসীদের সরনা-সারি ধর্মকোড চালু করুক কেন্দ্র সরকার, দাবিতে চিঠি তৃণমূলের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.