ETV Bharat / state

কোরোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 10 লাখ টাকা অনুদান SJDA-র

author img

By

Published : Mar 27, 2020, 9:25 PM IST

SJDA has given one million rupees to the Chief Minister's Relief Fund to fight Corona
কোরোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দশ লক্ষ টাকা দিল SJDA

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনেকেই অনুদান দিয়েছেন । এবার সাহায্য করলেন SJDA-র চেয়ারম্যান বিজয়চন্দ্র বর্মণ ।

জলপাইগুড়ি, 27 মার্চ : কোরোনা ভাইরাসের চিকিৎসা ও পরিস্থিতি মোকাবিলার জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ লাখ টাকা দিলেন শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বিজয়চন্দ্র বর্মণ । আজ জেলাশাসকের হাতে চেক তুলে দেন তিনি ।

আজ শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বিজয়চন্দ্র বর্মণ বলেন, ‘‘এই মুহূর্তে কোরোনা ভাইরাসের মোকাবিলার জন্য লকডাউন করা হয়েছে । মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের জন্য আবেদন করেছেন বিভিন্ন সংস্থাকে । তাই আমরা আজ শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের তরফে দশ লাখ টাকা প্রদান করলাম । যাতে কোরোনা ভাইরাসের মোকাবিলা করার জন্য এই টাকা কাজে লাগে । মুখ্যমন্ত্রী নিজেই এমন পরিস্থিতিতে রাস্তায় নেমেছেন সচেতেনতা বৃদ্ধি করার জন্য । এমন পরিস্থিতিতে আমরাও সহযোগিতা করার জন্য নেমেছি ।’’ আজ জলপাইগুড়ির জেলাশাসক অভিষেক কুমার তিওয়ারির হাতে চেক তুলে দেন বিজয়চন্দ্র বর্মণ । সঙ্গে ছিলেন শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের CEO পুনম বলম ।

কোরোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দশ লাখ টাকা দিল SJDA

ইতিমধ্যেই জলপাইগুড়ির সাংসদ জয়ন্তকুমার রায় তাঁর সাংসদ তহবিল থেকে ৫০ লাখ টাকা কোরোনা ভাইরাসের চিকিৎসা ও পরিস্থিতি মোকাবিলার জন্য জেলাশাসককে দিয়েছেন । এবার SJDA-র চেয়ারম্যান মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দশ লাখ টাকা দিলেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.